নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯



১৪ ফেব্রুয়ারি চলে গেল। এই লেখাটি লিখতে চেয়েছিলাম গতকাল কিন্তু লিখিনি; দেখলাম কেউ লেখে কিনা। ফেব্রুয়ারি মাস তো দিবসে ভরে গেছে,--ফ্রেন্ড ডে, প্রোপস ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেনটাইন'স ডে, এরপর থেকে সেক্স ডেও পালন করা হবে। সব কিছুই যেহেতু হয়ে হয়ে গেল, তাহলে আর সেক্স ডে বাকি থাকবে কেন? ১৬ ফেব্রুয়ারি সেক্স ডে পালন করুক সবাই। এত গ্যান গ্যান করার কোন ইচ্ছাই আমার নেই। তবুও লিখতে ইচ্ছে হইছে তাই লিখে যাই। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইস' ডে এটা সবাই জানে ভালোবাসা দিবস হিসেবে। আমিও জানি ভালোবাসা দিবস হিসেবে, কিন্তু ভালোবাসা টা কার জন্য? প্রেমিক প্রেমিকার জন্য? নাকি স্বামী স্ত্রীর জন্য? ভালোবাসা দিবসের ইতিহাস আমি আগের পোস্টে লিখেছি, তাই যারা পড়েছেন তারা তো জানেনই, আর যারা পড়েন নি তারা পড়ে নেন। ভ্যালেইটাইন'স ডে এর ইতিহাস

ভ্যালেনটাইন'স ডে নিয়ে আর কিছু লিখব না। লেখার কোন ইচ্ছা নেই। ১৪ ফেব্রুয়ারি আরো একটি দিবস আছে,- "সুন্দরবন দিবস" আমার মনে হয় এই দিবসের কথা আমাদের দেশের বেশীরভাগ মানুষ জানে না। জানবেই বা কি করে, তারা তো ভ্যালেনটাইন'স ডে নিয়ে পড়ে আছে; জানার সময় কোথায়। কিছুদিন আগে যারা সুন্দরবন নিয়ে আন্দোলন করলো, সুন্দর বন কে তারা এতই ভালোবাসে যে, 'সুন্দরবন' নামে যে কোন দিবস পালিত হয়, সেটা তারা জানে না। সুন্দরবনকে ভালোবাসেন এমন ব্যক্তিদের উদ্যোগে ২০০১ সাল থেকে বেসরকারিভাবে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। তবে সুন্দর বন দিবস কে কম গুরুত্ব দেয়া হচ্ছে এর একমাত্র কারণ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।

আমাদের সুন্দর বন কে রক্ষা করতে হবে। একটা দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে ১৭ ভাগ বনভূমি আছে, যা দিন দিন কমে আসছে। আমরা ভালোবাসা দিবসে না হয় সুন্দরবন কে একটু ভালোবাসলাম। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে, সুন্দরবন। সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির সম্পূরক উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ। কিন্তু বনখেকোদের আগ্রাসনের ফলে আজ সুন্দরবন ধ্বংসের মখে পড়েছে। আমাদের কি উচিত না এই সুন্দরবন কে ভালোবেসে তা রক্ষা করা। আসুন, আমরা সুন্দরবন কে ভালোবেসে রক্ষা করি। ভালোবাসা দিবসের এত এত ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা সুন্দরবন কে দিলে আশা করি কম পড়বে না।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


সুন্দরবন রক্ষার জন্য শেখ হাসিনাকে সাথে নিয়ে একটা আন্দোলন করার দরকার; উনি বাহিরে থাকলে সমস্যা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: আন্দোলন তো অনেক করলাম এখন ওনাকে সাথে নিয়ে করা দরকার, তারপর কি রেজাল্ট আসে দেখার বিষয়!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০১

পলাশমিঞা বলেছেন: বাঘরা বলেছে তাদেরকে রক্ষা করতে হবে।

আমার কথা বিশ্বাস না হলে এই বইটা পড়তে পারেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

অতঃপর হৃদয় বলেছেন: আমি স্বপ্নে দেখছি, বাঘ আমারে না খাইয়া ছাইড়া দিছে আর কইছে, "ছাইড়া দিলাম, এখন আমাগো রক্ষা কর।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২

আবু ছােলহ বলেছেন:



অতঃপর হৃদয় বলেছেন- ''১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইস' ডে এটা সবাই জানে ভালোবাসা দিবস হিসেবে। আমিও জানি ভালোবাসা দিবস হিসেবে, কিন্তু ভালোবাসা টা কার জন্য? প্রেমিক প্রেমিকার জন্য? নাকি স্বামী স্ত্রীর জন্য?''

-আপনার আগের পোস্ট পড়েছিলাম। গত কাল যে দিবসটি অতীত হল, বাস্তবতার নিরিখে অবস্থা দৃষ্টে মনে হয়, আপনার প্রশ্নের উত্তরে যদি বলা হয়, 'অবৈধ সম্পর্কের সুবিধাভোগকারীদের জন্যই এ দিবস আশির্বাদ হয়ে ধরা দিয়েছে' -তাহলে যথাযথ উত্তরের কিছুটা হলেও কাছাকাছি যাওয়া সম্ভব।

শুভ কামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দরবন সুন্দর থাক, এই প্রার্থনা করি।

ধন্যবাদ অতঃপর হৃদয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

অতঃপর হৃদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভালোবাসা টা কার জন্য?
প্রশ্নটা আমারও।
এইসব দিবস টিবস আসলে বেহায়াদের বেলেল্লাপনাকে আরো উসকে দেয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

অতঃপর হৃদয় বলেছেন: আপনার সাথে সহমত। দিবস ছিল এক, হয়ে গেল আরেক। খুব অবাক লাগে যখন দেখি অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। ভালোবাসা দিবস পালন করা হয় সেন্ট ভ্যালেনটাইন'স এর স্মরণে, কিন্তু সেই দিবস এখন চলে এসেছে তরুন-তরুণির প্রেমে। ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :#) যারা এত দিন সুন্দরবন নিয়ে আন্দোলন করেছে তারা এই জাতির গন্য হওয়ার কেউ না। সুন্দরবন নিয়ে মানুষের আগ্রহ থাকলে ও তাদের (যারা জঙ্গি সেজে রাস্তায় নেমেছে) নিয়ে মানুষের আগ্রহ নেই। এটা বুঝতে পেরে তারা চুপসে যায়। আবার যখন বিদেশ থেকে কিছু ডলার আসে তখন তারা কিছু অহেতুক কথা বার্তা আর রাস্তায় নেমে তিড়িংবিড়িং করে। তাদের সুন্দরবন দিবসের কথা মনে রাখার কথা না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। আমার মনের কথা গুলো তুলে ধরেছেন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

আবু ছােলহ বলেছেন:



যারা কথায় কথায় যাকে তাকে জঙ্গি বলা শিখে যায় তাদের মন মগজেও কি জঙ্গিবাদের কিছু আঁচর টাচর লেগে যায় না কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: হ্যাঁ যায়। বাঙালি এমনই।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

গেম চেঞ্জার বলেছেন: সুন্দরবন বাঁচানো সম্ভব না। রামপাল ইস্যু বড় ইস্যু নয়। বড় ইস্যু হলো বনখেকো মানুষ!! কেউই সে কথা বলছে না!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

অতঃপর হৃদয় বলেছেন: বলার মানুষের অভাব হয়েছে; আবার যারা বলছে তারা শুধু বলেই যাচ্ছে কিছুই করতে পারছে না। আমার কথাই ধরা যাক, মনে করুন, আমি সচেতন মানুষ, আমি বলে যাচ্ছি কিন্তু কিছুই করতে পারছি না, একা কিছু করা সম্ভবও না। সরকারের বন বাঁচানোর পদক্ষেপ গ্রহন করা উচিত।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপুমনি।

১০| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.