নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনে বুঝে বলা- সত্য পথে চলা

মিসবাহ উদ্দিন সুমন

সমাজের অসত্য, অনিয়ম ও অসুন্দরের সমালোচনা করে সত্য ও সুন্দর খুঁজে বের করাই আমার কাজ।

মিসবাহ উদ্দিন সুমন › বিস্তারিত পোস্টঃ

পদ্মার ভাঙ্গন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে ভাঙ্গেরে যমুনা
এত ভাঙ্গন দেখার পরও কিছুইকি কমুনা?
কেউ হারাল বসতভিটা কেউবা চাষের ভূমি
পঁচিশ বিঘার মালিক ছিলে আজকে নিঃস্ব তুমি।
স্বাস্থ্যকেন্দ্র, বাজার গেল গেলরে বিদ্যালয়
সর্বনাশা পদ্মারে তোর পেটে কতনা সয়!
নড়িয়াতে চলছে এখন করুণ আহাজারি
কেমন করে ভেঙ্গে গেল তিন পুরুষের বাড়ি!
থাকব কোথায়, কীবা খাব নেইতো উপায় জানা
পরের জায়গায় ঘর তুলিব করছে যে সে মানা।
রাস্তাঘাটে খোলামাঠে আশ্রয়েরই জন্য
ছোট ছোট খুপরি বানাই অতি যে নগন্য ।
ভুলতে নাহি পারি আমি আম গাছের ঐ ছায়া
দাদার কালের গাছের নিচে জুড়াইত মোর কায়া।
পদ্মার ভাঙ্গন রোখতে পারে কেউ কি এমন আছে?
করজোড়ে সবাই মিলে চাইব তাহার কাছে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

অভিশপ্ত জাহাজী বলেছেন: শুরু দিকে কিছুটা পল্লীকবির ছন্দ পেয়েছিলাম। সত্যি পদ্মার গ্রাস কোনো ভাবেই থামানো যাচ্ছে না। এই ভয়াল যদি ভাঙ্গন লক্ষ লক্ষ পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে। একসময়ের জমিদারের হলে চলত এখন তারা রাস্তার ফকির।
ও নদীরে গানের একটা লাইন আছে না,
"এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?"

সত্যি বলতে যদিভাঙনের কবলে পরা মানুষ গুলোর তো দুকূলই ভাঙল। সংসার ভাঙল ,ভিটে মাটিও ভাঙল। সব হারালো।
খুব ভালো লিখছেন দাদা। ++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

মিসবাহ উদ্দিন সুমন বলেছেন: লেখার চেষ্টা করছি। আশা করি সামনের দিনে আরও ভাল লিখতে পারব।
ভাল মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: **উপরে নদী ভাঙন এর স্থানে যদি ভাঙন লিখেছি দুবার। :D

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


গানের মতো করে সুর দেন, ঐ এলাকার লোকজন গান গেয়ে সামান্য শান্তি হলেও পাক।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

এ.এস বাশার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে......পদ্মার ভাঙ্গন বড়ই দুঃখজনক..... প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি....

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

জাহিদ হাসান বলেছেন: /:) /:)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

ইয়াকুব আহসান বলেছেন: বাহ! কি সুন্দর লেখা । :)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: প্রতি বছর আমাদের দেশে নদী ভাঙ্গে। কিন্তু কেউ এর স্থায়ী সমাধান আজও দিতে পারলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.