নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনে বুঝে বলা- সত্য পথে চলা

মিসবাহ উদ্দিন সুমন

সমাজের অসত্য, অনিয়ম ও অসুন্দরের সমালোচনা করে সত্য ও সুন্দর খুঁজে বের করাই আমার কাজ।

মিসবাহ উদ্দিন সুমন › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কাছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮



চাঁদের কাছে প্রশ্ন করি মিষ্টি কেন হাসি?
কোথায় পেলে আলোর ঝলক এত্ত রাশি রাশি ?
তোমার ছোঁয়ায় কবির মনে কাব্য কেন আসে ?
আপন মনে একলা বসে রাত দুপুরে হাসে।
তোমার রূপে সাগর কেন ঝলমলিয়ে ওঠে ?
দেখবে বলে তোমার শোভা কত্ত মানুষ ছুটে।
চাঁদনি রাতে পাড়ায় পাড়ায় আসর কেন বসে?
রূপকথার ঐ গল্প শুনি নানা রকম রসে।
দিনের আলোয় পাইনা কেন নিশাকরের দেখা ?
গগণ পানে খুঁজতে গেলে মিলে আবছা রেখা।
নতুন করে ওঠো যখন আকার কেন বাঁকা?
কাস্তে সদৃশ দেখতে তোমায় উপর দিকে ফাঁকা।
গাছের মত ছবি কেন দেখতে তোমার বুকে?
গাছও নাকি কান্না করে মর্তবাসীর দুঃখে?
কে রোপেছে তোমার বুকে ঐ না গাছের চারা?
পাতায় পাতায় লিখা আছে মোদের জীবনধারা।
চাঁদের বুড়ির গল্প অনেক সূতা নাকি বুনে?
সেও নাকি সকাল-সন্ধ্যা মোদের কথা শুনে?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.