নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

...যাবি আমার গাঁয় ??...

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

তুই যাবি আমার সাথে ??

আমার ছোট গাঁয় ??

পাতার বাঁশির সুর শুনাবো ,

রঙ্গিন সুতোর ঘুরি উড়াবো ,

লতার নুপুর পড়িয়ে দেবো ,

তোর রাঙ্গা দুটি পায়.....!!



যাবি ??

পাকা কাঠাল , আম খাওয়াবো ,

কঁচি ডাবের পানি দেবো ,

ঘুরে বেড়াস প্রাণটি খুলে ,

ইচ্ছে হলে পা ছোঁয়াবি বিলের জলে...!!

বিল থেকে তুই শাপলা তুলিস ,

মনে যতো চায়....!!

কি ? যাবি আমার গাঁয় ??



বিকেলবেলায় পুকুর পাড়ে

বড়শি দিয়ে মাছ ধরবি ,

ছিপের আগায় মাছরাঙ্গারা

মাছের আশায় বসে ,

সতর্ক চোখ পানিতে তার

মলিন ছায়া ভাসে..!!

দেখতে পাবি মাছরাঙ্গা মাছ ,

কেমন করে খায়....!!

বল , যাবি আমার গাঁয় ??



সন্ধ্যা বেলা খালের পাঁড়ে

বাঁশের ঝাড়ে বক দেখাবো ,

লালচে আকাশে বকের সারি ,

বকের সে দল ফিরবে বাড়ি !!

চোখ জুড়াবে মন ভরবে

রঙ্গিন সন্ধ্যায় ,

যাবি ? যাবি আমার গাঁ'য় ??



রাতের বেলায় চাঁদ দেখাবো ,

পূর্ণ সে চাঁদ...!!

উঠান জুড়ে চাঁদের আলো ,

ভীষণ রকম লাগবে ভালো...!!

চাঁদের উপর ভেসে বেড়ায়

হালকা মেঘের দল...!!

দেখবি সে রূপ ,

আমার বাড়ি চল...!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

জেমস বন্ড বলেছেন: কোথায় জানি পড়েছি কবিতাখানা , বেশ সুন্দর ।



আজ দেখি সামুতে কবিতা ই পড়ছি তাও অনেক সুন্দর সুন্দর বাহ !! মনটাই ভাল হয়ে গেলো ।


কবি সাহেবকে রেপু আই মিন প্লাস :) :) । ভাল থাকুন ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

তুন্না বলেছেন: কবিতা টি সুন্দর.........ভাল থাকুন, ভাল লিখুন এই কামনা রইলো........

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মিজানুল আজম বলেছেন: James vai dhonnobad :) kobitati valo laglo shune amar o valo laglo :)

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

মিজানুল আজম বলেছেন: Tunna apnakeo dhonnobad :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.