নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

আলাপ

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

-কেমন আছিস ?



-যেমন দেখিস,

তারচেয়ে বেশ ভালোই আছি..

এখনতো আর নেই পিছুটান,

নেই অযথা মান অভিমান..!!

ইচ্ছে হলেই নিজের মতো ছুটতে পারি,

বলতে পারিস এখন আছি স্বর্গ বাড়ি..!!



-আমাকে তো ভূলেই গেলি..



-কি যে বলিস!

সেই কবে কোন ছোটবেলায়,

খেলার ছলে শিখেছিলাম,

এখনো বেশ মনে আছে

''নোটন নোটন পায়রাগুলি''!!

আর, তুইতো মাত্র কদিন আগেই,

হৃদয় মাঝে ঝড় উঠিয়েই,

হঠাৎ করে হারিয়ে গেলি..!!



-ভুলে যা সব..



-ভুলতে পারা হতো যদি

এতোই সোজা,

কবেই আমি কমিয়ে নিতাম

মাথার বোঝা..!!



-বাদ দে সেসব..

এখনো কি রাত্রি জেগে আকাশ দেখিস??



-আকাশ সেতো তোরই মতন

ক্ষণে ক্ষণে রং বদলায়,

নীলাভ সকাল,হলদে দুপুর,

সন্ধ্যাবেলার লালচে আভায়..!!

তবুও দেখি, আকাশ দেখি..

বলতে পারিস, আমি এখন

অনেক সুখি.....



-আবার কবে কথা হবে??



-কথা বলার ইচ্ছেগুলো

আবার যখন দেবে তাড়া,

আবার যখন গভীর রাতে

ঘুমিয়ে যাবে পুরো পাড়া..

আবার যখন জোনাক পোকা

মিটমিটিয়ে জ্বলতে রবে,

আবার তখন কথা হবে..!!

যাসনে ভুলে, মনে রাখিস,

অনেক অনেক কথা হবে,

মাঝখানের এই দিনগুলোতে,

তুইও অনেক ভালো থাকিস..!!



-হুম..ভালো থাকিস..!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাল্লাগসে

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

মিজানুল আজম বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.