নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

মেয়ে শোন,
অনেক কথা বলার ছিলো
অন্ধকারে লুকোতে গিয়ে
কিছুই যেনো হয়নি বলা,
কেমন বোকা!!
যে পথ শুধু দুঃখই দিলো,
আমার নাকি ইচ্ছে ছিলো
সে পথ ধরেই সাথে চলা!!

আচ্ছা মেয়ে,
আমার দেয়া নুপুর দুটি
একবারও কি পড়েছিলে??
বাইরে না হোক ঘরের ভেতর
গলিয়েছিলে পা দুটোতে??
বদ্ধ ঘরের এ কোণ ও কোণ
নুপুর পড়ে হেঁটেছিলে??
কিংবা খুশি মনে নুপুরজোড়া
নিয়েছিলে একমুঠোতে??
নেই জানা নেই!!
শোন মেয়ে, তবুও বলি
কমদামী ওই নুপুর পায়ে
হেঁটে যেতে শব্দ হলে,
শব্দগুলো হেঁটে বেড়ায়
আবেগ পাড়ার অলিগলি...
দেখো মেয়ে,
নুপুরের ওই শব্দগুলো,
গভীর প্রেমের কথা বলে...!!

সেই ছেলেটি,
যাকে তুমি ভালোবাসো
নিজের চেয়েও অনেক বেশি,
তারই খবর জানতে চেয়ে
কি দেখাতাম কি লুকোতাম জানা আছে??
প্রিয়ের খবর বলতে গেলেই
তোমার মুখে ফুটতো হাসি,
বোকা মেয়ে,
সেই হাসিটিই মুখ্য ছিলো আমার কাছে...!!

জানো নাকি??
তোমার কন্ঠ শুনতে চেয়ে
ফোনের এপাশ চলতো খরা,
হয়তো তখন তোমার ওপাশ
ব্যাস্ত ছিলো অন্যকোথাও,
ভুল ভেবোনা!! কথাটা নয় ইর্ষা ভরা,
দুঃখ শুধু, বৃথা ছিলো
কন্ঠ শুনে শান্তি খোঁজাও...!!

মানছি মেয়ে,
যা পেয়েছি হয়নি বলা এই এখনো,
ভাবছো তুমি এটা কেমন স্বার্থপরের স্বীকারোক্তি!!
যা পেয়েছি সবই আছে
কাব্যখাতায় খুব সাজানো,
পাইনি বলেই চুপসে গেছি
এযেনো এক খোঁড়া যুক্তি!!

যা বলেছি সবই অতীত,
বর্তমানে মিল খুঁজো না,
পারলে শুধু অতীত ঘেঁটে
সুখ পাওয়াকে মনে রেখো...
এখন আমি আবেগ শূন্য
এই আমাকে ভুল বুঝোনা,
এখন শুধু একটিই চাওয়া,
ভালো থেকো, ভালো থেকো...!!

সত্যি বলছি,
অনুভুতি যতো সত্য ছিলো,
মিথ্যে হলো আজ সবই তা,
তিন কালেতে তোমায় ভেবে
এটাই আমার শেষ কবিতা...!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

নিলু বলেছেন: লিখতে থাকুন

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

মিজানুল আজম বলেছেন: ধন্যবাদ দিদি উৎসাহ দেয়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.