নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

...গাণিতিক প্রেম...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

গনিত ছিলো কঠিন বড়ো
লাগতো ভিষণ ভয়,
তুইও যেনো জটিল অংক
আমার মনে হয়...!!

বীজ গনিতের এক্স-ওয়াইয়ে
বন্দী থেকে থেকে,
তোরই ভেতর বন্দী হলাম
প্রেম গোপনে রেখে...!!

ত্রিকোনমিতি?? দেখেছিলাম
কস এর উল্টা সেক,
তোর আর আমার অমিলগুলো
এমনটাই অনেক...!!

পরিমিতির মাপামাপি???
মিটার কিলো যতো,
এতো বিশাল কোথায় পাবি
আমার মনের মতো?? :/

সম্পাদ্যের ওই চিত্রগুলো
হয়ে যেতো বাঁকা,
মনের ভেতর তোর ছবিটা
ক্যামনে হলো আঁকা??

উপপাদ্যে সব ঠিকঠাক
প্রমাণে গড়মিল,
করবো প্রমাণ তোর জন্য
কেমন করে দিল??

ফেল না করে কোনমতে
উৎরে যেতাম বলে,
হাল না ছেড়ে সমাধানের (তোকে)
চেষ্টা আজও চলে...!! :/

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

অবনি মণি বলেছেন: অনেক ভালো হয়েছে !

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

নব ভাস্কর বলেছেন: অংক অংক প্রেম খেলাই ভালো
খুজেঁ কি লাভ সমাধানের আলো!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

মিজানুল আজম বলেছেন: কোনটা ভালো হয়েছে?? সমাধান না পাওয়া নাকি কবিতা?? :d ধন্যবাদ আপু :d

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

মিজানুল আজম বলেছেন: অন্ধকারে আর কতোদিন থাকি??
লুকিয়ে প্রেম আর কতোদিন রাখি?? :(

:(

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

সূশণ বলেছেন: ভালল লাগল

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

মিজানুল আজম বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: অংকের সাথে প্রেমের বেশ ভালো মিল লক্ষ করা যাচ্ছে।

ভাল লাগল।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

মিজানুল আজম বলেছেন: :d :d ;)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: ভীষন সুন্দর কবিতা ভাইয়া।

আমি মুগ্ধ!!!

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

মিজানুল আজম বলেছেন: অনেক ধন্যবাদ আপু :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.