নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

আলাপ ১১

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

-চল পা বাড়াই...!!

-সে কোন পথে??

-যে পথ জুড়ে ভালোবাসার ছায়া আছে,
হঠাৎ পাওয়া প্রথম প্রেমের মায়া আছে,
ঝড়ে যাওয়া পাতার ভেতর আধেক দেখা স্বপ্নগুলো,
অদেখাতেই রয়ে যাওয়ার ভয়ে আছে...!!
যে পথ জুড়ে নির্ভরতার আস্থা আছে
বিশ্বাস আছে, বিপদ লড়ার সাহস আছে...!!
যে পথ জুড়ে হাজার প্রেমের কিচ্ছে আছে,
সকল দুঃখের বিপরীতেও বেঁচে থাকার ইচ্ছে আছে..!!

-এখন হঠাৎ??

-অনেক আগেই পা বাড়ানোর ইচ্ছে ছিলো
ইচ্ছে ছিলো পথটি ধরে হাঁটতে যাওয়ার,
সবকিছুতেই অজানা এক ভয়ও ছিলো,
ভয় ছিলো ওই পথের বাঁকে পথ হারাবার...!!

মনের ভেতর ভয় নামের এক শাসক আছে,
চোখ রাঙিয়ে বারণ করেই যেজন বাঁচে...
ভালো লাগার এতো এতো কারণ থেকেও,
সে পথ ধরে হাঁটতে চাওয়াও বারণ ছিলো...!!
হুম, ভয় নামের ওই শাসকটিরই বারণ ছিলো...!!
বারণ ছিলো পথটি চেয়ে দাড়িয়ে থাকার,
বারণ ছিলো পথটি ভেবে কল্পনাতে ছবি আঁকার...!!

-এখন?? বারণ কি নেই??

-আছে আছে,
ভয় আর বারণ সবই আছে...

-তবুও??

-কথা দিলাম,
যদি বলিস ওই পথে তোর সঙ্গ পাবো,
যতোরকম ভয় আছে সব পোষ মানাবো...
পা বাড়িয়ে দেখ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.