নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বের সংকট

২১ শে মে, ২০১৮ রাত ৩:২৮


আমি না হাঁটলেই এই পথটা হারিয়ে যাবেনা,
হয়তো আরো দু'জন পথিক বাড়বে এই চেনা পথে,
রাস্তার পাশে ফুটে থাকা ফুল পাবে অন্যকারো মুগ্ধ দৃষ্টি,
ফুটপাতের ভিখিরি পাবে অন্যকারো খুচরো নোট,
রাস্তার কাঁদা অন্যকারো জামায় লেগে যাবে হুটহাট,
টং এর দোকানি দেবে অন্যকারো দিকে স্বাগতমের দৃষ্টি,
আমার গন্তব্যে এসে কেউ না থামলেও
হয়তো হাজারটা গন্তব্যে যাবে মানুষ, এই পথেই...!!

আমি না গাইলেই গানগুলো চুপ হয়ে যাবেনা,
তারা গাইবে নিজের সুরে এভাবেই অনন্তকাল,
হয়তো পাবে আধুনিকতার ছোঁয়া,
নয়তো পুরোনো ঢংয়েই নিজের অস্তিত্ব জানান দেবে বারবার,
হয়তো তারা অন্যকারো সুখ-দুঃখের সঙ্গি হবে,
অথবা অন্যকারো সুখ-দুঃখের কারন,
তারা কখনো সুরে থাকবে, কখনো বেসুরো গলায়,
আমি না গাইলেও প্রিয় গানগুলি সুর হারাবেনা জানি...!!

আমি না লিখলেও লিখা হবে কবিতা,
একই অনুভূতি ভিন্ন ছন্দে প্রকাশ পাবে অন্য কোন কবির কলমে,
ছন্দহীন লিখাগুলো অযত্নে পড়ে থাকবে জঞ্জালের আসরে,
ছন্দের জন্য আমাকে দেবেনা তাড়া,
প্রিয় কবির কবিতা উচ্চারিত হবে অন্য কোন প্রেমিকের কন্ঠে,
হুম, কবিতারা কখনো অস্তিত্বের সংকটে পড়বেনা...!!

আমি না থাকলে কিছুই বদলাবে না জানি,
আমি না থাকলে শুধু আমিই থাকবোনা এখানে!!
একদিন আমি অস্তিত্বের সংকটে পড়বো,
অথবা অস্তিত্বহীন হবো চিরতরে...!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


একদিন আপনি অস্তিত্ব সংকটে পড়বেন? বেশ চিন্তার বিষয় তো? একদিন ... একদিন; যাক, সেটা সামনে কোন একদিন, হয়তো রমযানের পরে! এখন কি অবস্হা?

২১ শে মে, ২০১৮ রাত ৩:৪৪

মিজানুল আজম বলেছেন: হাহাহা!! এইতো ভাই এখনো ভালো অবস্থায় আছি!! :)

২| ২১ শে মে, ২০১৮ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


তা'হলে ওকে! একদিনের কথা ভেবে মন খারাপ করবেন না, অনেক কিছু বদলে যায়!

৩| ২১ শে মে, ২০১৮ সকাল ৭:৫১

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনি না থাকলে কিছুই বদলাবে না ঠিকই , তবে আপনি থাকতে আরো কিছু বদলে দিয়ে যেতে পারেন । যারা আজ বদলিয়েছে তারা আজ সবাই অস্তিত্বহীন ।

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস ,বেদনার ঘ্রাণ,
তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।

___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

মিজানুল আজম বলেছেন: ধন্যবাদ ভাইয়া!! :) শুভকামনা আপনার জন্যও..

৬| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

মিজানুল আজম বলেছেন: হুমম!! অস্তিত্বহীন হওয়ার আগে অনেককিছু বদলানোর চেষ্টা করে যাবো!! ধন্যবাদ ভাইয়া :)

৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

মিজানুল আজম বলেছেন: অসাধারণ কিছু লাইন!!

৮| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

কাইকর বলেছেন: ছন্দের ফুলঝুরি। শব্দচয়ন বেশ ভাল।ধন্যবাদ আপনাকে।

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

মিজানুল আজম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.