নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

আলাপ ১২

২৫ শে মে, ২০১৮ রাত ২:১০

- আচ্ছা,
যদি কথার পিঠে বলার মতো কথাই না পাই খুঁজে,
যদি নিরবতার আলস্যে খুব চোখ দুটো আসে বুজে,
যদি ক্লান্তিঘুমে কেড়েও নেয় এমন হাজার রাত,
আর তোর দুয়ারের কড়ায় যদি দেয়াই না হয় হাত,
যদি অহংকারের খেলায় মেতে দু'জন দু'দিক ছুটি
আর নড়বড়ে খুব হয়েও যায় বন্ধুত্বের এই খুঁটি
ভুলে যাবি?? তুই কি আমায় ভুলেই যাবি??

--যেতেও পারি,যাচ্ছেনা ঠিক বলা,
যে'জনা কে ভুলবো বলে এতোটা পথ চলা,
তাকেই পড়ে মনে, বড় অবাধ্য এ মন,
অথচ সে'জনাকে ভুলতে পারা ভীষন প্রয়োজন!!
আর মনে রাখতে চাইবো বলেই
হয়তো তোকে একদিন ভুলে যাবো...!!

......সেই যে কথা হলো,
এরপরে ঠিক মান-অভিমান,
অনেক দিন ফুরোলো!!
তারও অনেকগুলো দিন পর...

-হ্যালো, ভালো আছিস??
(কাঁপছে হৃদয় উত্তেজনায়,
একই সাথে উঠছে কেঁপে ফোন ধরা সেই হাতও)
--হ্যালো, কে বলছেন?? চিনতে পারছি না তো!!
- :(

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ২:১৪

স্ব বর্ন বলেছেন: মনের মত করে লিখেছেন যেন মনের কথাগুলোই পড়ছি......সুন্দর লেখা সুন্দর প্রকাশ প্রিয় মিজানুল আজম।

২৫ শে মে, ২০১৮ রাত ২:৪১

মিজানুল আজম বলেছেন: ধন্যবাদ ভাইয়া!! :) অনুপ্রেরণা পেলাম!! :)

২| ২৫ শে মে, ২০১৮ রাত ২:৩৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: কথা মালার ফুলঝুরিতে ভরপুর , অনেক ভালো লাগলো

২৫ শে মে, ২০১৮ রাত ২:৪২

মিজানুল আজম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা!! উৎসাহ দিচ্ছেন বলেই লিখতে ইচ্ছে করে :)

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ২:৪৫

স্ব বর্ন বলেছেন: পরবর্তী লেখার জন্য অপেক্ষায় রইলাম :-B

২৫ শে মে, ২০১৮ রাত ৩:০৭

মিজানুল আজম বলেছেন: চেষ্টা থাকবে :)

৪| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ভাল লাগল খুব

২৫ শে মে, ২০১৮ ভোর ৪:২৩

মিজানুল আজম বলেছেন: অনেক অনেক অন্নেক ধন্যবাদ :) :)

৫| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন: হারানো নিরাশ কাব্য সুন্দর লাগলো। কাব্য বাক্যর অতুল মিলন। ভালো থাকবেন লেখক । ভালো লাগা রহিল।

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

মিজানুল আজম বলেছেন: আপনাদের কমেন্টগুলোও যেনো একেকটি কবিতা!!

৬| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পড়তে আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.