নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০১

জীবনের ওপাড়ে জীবন

কোন একদিন পাখিদের গল্প বলতে বলতে
নিরুদ্দেশে চলে যাব,
জানি যদি না থাকে ঋণ
পৃথিবীকে সুধিবার
আমি আর ফিরবনা মানুষের দীর্ঘশ্বাসে।

কখনো কখনো কোন শীত শেষে
পত্র মুকুল বিচ্যুত কোন বৃক্ষের শাখে
যখন নতুন পাতারা বেড়ে উঠবে হাওয়ার হিল্লোলে
আমিও ফাগুনের দিনে হেঁটে যাব
মধুমতি নদী।

জীবনের ওপাড়ে যে জীবন
সেখানে না থাক কেউ, তুমি থেক;
হাতের আঙুল ছুঁয়ে যাক আঙুল
বোধের দেয়ালে কেউ নেই তেমন এঁকে রাখা মুখ,
তবু কেউ থাক বোঝা কিংবা না বোঝার মত
শিশিরের মত, কুয়াশার মত
নরম, পেলব।

১৯/০৮/২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২২

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ সকাল। প্রীশু। (প্রীতি ও শুভেচ্ছা)

কবিতা দারুণ +++

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। কবিতা ভাললাগা অনুপ্রেরণা হয়ে রইল। ভাল থাকুন।

২| ২০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা।
কবিতায় কিছু নির্দোষ, নির্মল অভিপ্রায়ের কথা ব্যক্ত হয়েছে, প্রকৃতির মত স্বচ্ছ ভাষায়। ভাল লেগেছে। + +
তবে, "সুধিবার" বানানটা বোধহয় শুধিবার হবে।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার ভাললাগা অনুপ্রেরণা নিশ্চিতভাবে। আমি কবিতায় কঠিন শব্দের ব্যবহারে অভ্যস্ত নই। কঠিন করে লিখলে পড়তেও চাইনা। ভাল থাকুন।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:




কবি,
কবিতাটি চমৎকার করেই রচেছেন! ধন্যবাদ!

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

মোহাম্মদ বাসার বলেছেন: হাহা। এখন আসাই হয়না ব্লোগে। তাই আপনাদের লেখা গুলোও মিস করি। ভাল থাকুন
অনেক ধন্যবাদ।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার প্রতিও অনেক ভাললাগা ও শুভকাম। ভাল থাকবেন।

৬| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথামালায় সাজিয়েছেন মনের কথাগুলো, ভালো লাগলো আপনার ভালোবাসার গভীর অনুভব, প্রথম স্টেপটা হৃদয়ে গেঁথে গেল।
মুগ্ধতা জানবেন।

শুভকামনা

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.