নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৯

ধাঁধা

'ধর বাংলাদেশ একটি স্ত্রীবাচক শব্দ,
ধর হুসেইন মুহম্মদ মুরশেদ সেখানে
অনেক অঙ্গের দু'টি অঙ্গ
মানে দু'টি হাতে ব্যবহৃত নখের নেইলপালিশ,
আর হাছানুল সখ পিনু সেখানে ঋতুস্রাব
নিরাপদ রাখার প্যাড;
তাহলে বলতো
বাংলাদেশের বয়স কত হলে
এদের অপ্রয়োজনীয় ও অকার্যকর মনে হবে?'
এই রকম একটি ধাঁধা ছাত্রছাত্রীদের দিয়ে
পন্ডিত গজাধর মিত্র পুরো এক ঘন্টা
টেবিলে ঘুমিয়ে নিলেন।

১৮ই অক্টোবর ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

এ.এস বাশার বলেছেন: মাথার উপর দিয়ে গেল...

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

মোহাম্মদ বাসার বলেছেন: একদিক দিয়ে গেলেই হল ভাইসাহেব।
ধন্যবাদ।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

সনেট কবি বলেছেন: পড়লাম

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫

মোহাম্মদ বাসার বলেছেন: পড়তে যেয়ে সময় নষ্ট হল। অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০২১ সালে ;)

৫০-৪৭ =৩ ; ২০১৮+৩ = ২০১২১
প্রমাণীত :-/ :P =p~ =p~ =p~

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

মোহাম্মদ বাসার বলেছেন: দারুণ। মজা পাইছি ভাইসাব
ধন্যবাদ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে থাকলে ডিজিটাল আইনে মামলা খাইতেন

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: তাকেন? আমিতো শুধু ধরতে বা অনুমান করতে বলেছি। তাছাড়া আমি কারও নামও বলিনি ভাইসাহেব
লুল।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: অন্যেরকম কবিতা। একেবারে অন্যরকম।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: মাঝে মাঝে ক্ষোভ বা হতাশা থেকেও কবিতা হয়, এটা সেরকম কিছুইই। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.