নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

নয়নাভিরাম পদ্মার চর

০১ লা মে, ২০১৮ রাত ১০:১৭

বিক্রমপুরের দক্ষিণে পদ্মায় বিশাল চর পড়েছে। সেখানে কমপক্ষে ৫ হাজার বিঘা জমি রয়েছে। এসব জমির পচাত্তরভাগই খাস সম্পত্তি। বিস্তৃর্ণ অঞ্চলই বালুকাময় ও কাশবনে ঢাকা। এরমধ্যেই ভূমিহীন কৃষকরা অতিকষ্টে চাষ করে, ফসল ফলায়। প্রথম ছবিটি চরের উত্তর দিকের। এর ব্যক্তি মালিকানা রয়েছে। সদ্য ধান কাটা হয়েছে। দ্বিতীয় ছবিতে শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকগণ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য গহীন কাশবনের ভিতর দিয়ে যাচ্ছে খাস জমির ফসল দেখতে। তৃতীয় ও চতুর্থ ছবিটি পাটক্ষেত ও একটি মরিচ ক্ষেতের। অধিকাংশ মরিচই পেকে লাল হয়ে আছে। পঞ্চম ছবিটি বিস্তৃর্ণ বাদাম ক্ষেতের। এ দুটিরও ব্যক্তিমালিকানা রয়েছে। এরা বিঘাপ্রতি ১৫০০ টাকা করে বর্গা দিয়েছে। পরের ছবি দুটি খাস জমির। এখানে ফসল ফলানো দুষ্করই। এখান থেকেই দস্যুরা ভূমিহীন কৃষকদের কাছে বিঘা প্রতি চাঁদা দাবী করে। না দেয়াতে মিথ্যা মামলা দায়ের করে। শেষের আগের ছবিটি খাস জমির উপর পাখিদের মেলা। চরে প্রচুর পাখির শব্দ আমরা পেয়েছি। শেষ ছবিটি কাশবনের। কাশবন দেখতে খুবই সুন্দর। তবে ভিতর দিয়ে হাঁটা সহজ নয়। যেমন গরম আবার কাশের পাতা হাত পায়ে লেগে কেটে যায়। আমরা লটাও খেয়ে দেখলাম। ঢেরস ক্ষেত থেকে কচি ঢেরস, কাচা মরিচ ও বাদামও খেলাম শরীরের জলশূন্যতা কমাতে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



শেষ ছবিটা কিসের ছবি?

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫২

মুজিব রহমান বলেছেন: বাদাম ক্ষেত

২| ০১ লা মে, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



কি পরিমাণ জমি চাষ হয়েছে?

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫৪

মুজিব রহমান বলেছেন: কয়েকশ বিঘা

৩| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাশাল্লাহ !
৫০০০ বিঘা জমি !
এতো সুসংবাদ। তবে এর সুষ্ঠ পরিচালনা ও নিরাপত্তায় সরকারী হস্তক্ষেপ জরুরী। কিন্তু, সরকারী হস্তক্ষেপ যেন হয় দুর্নীতি মুক্ত।

৪| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩২

শামচুল হক বলেছেন: শেষের ছবিতে কি চাষ করেছে সেটা আমিও চিনতে পারলাম না।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫৫

মুজিব রহমান বলেছেন: বাদাম ক্ষেত

৫| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আমি আজ বিক্রমপুর গিয়েছিলাম। বিশাল চর পরেছে।

৬| ০১ লা মে, ২০১৮ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশকে ঠিক পথে রাখার সব উপাদানই আমাদের আছে। খালি দরকার সৎ লোকের...

৭| ০২ রা মে, ২০১৮ রাত ১২:২৬

কাওসার চৌধুরী বলেছেন: ছবিগুলো চমৎকার। লেখাও পরিপাটি। শুভেচ্ছা নেবেন।

৮| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫৯

বিদেশে কামলা খাটি বলেছেন: আমার পূর্ব পুরুষদের ভিটা ছিল চর নাসিরপুরে। যেটা বর্তমান সদরপুর থানার অন্তর্গত।

৯| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কি জানেন, যে আমাদের দোহারে পদ্মা সেতু বানালে খরচ কম পড়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.