নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

স্যারের ছাত্রের ট্রান্সসেলেশন পারা

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

স্যার আপনি শুধু আমাদেরই প্রশ্ন ধরেন। আপনার প্রাইভেট ছাত্রদের ধরেন না!
স্যার বললেন, ‘ওরা পারে বলেই ধরি না! কাকে ধরবো বল?’
স্যার কামরুলকেই ট্রান্সসেলেশন ধরেন।
কামরুল বলতো, ‘আমি ভাত খাই’ এর ইংরেজি কি?
কামরুল দাঁড়িয়ে কাচুমাচু করছিল। সে পারছে না। স্যার বললেন, ‘হ্যাঁ তুই তো পারিস! বল, ‘আই’। কামরুল বলল, ‘আই’। স্যার আবারো বলে দিলেন, ‘হ্যাঁ হ্যাঁ এরপর ইট’। কামরুল বলল, ‘ইট’। স্যার বললেন, ‘এইতো হচ্ছে, আরে পারিস তো এরপর রাইস’। কামরুল বলল, ‘জি স্যার রাইস! রাইস!’
স্যার আমার দিকে তাকিয়ে কটমট করে বললেন, ‘দেখলিতো, বলছিলাম না পারে!’

[ক্লাস সিক্সে পড়ার সময়কার ঘটনা]

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



নীচের ক্লাশের শিক্ষকদের সুনাম করতে হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪৭

মুজিব রহমান বলেছেন: আমাদের প্রাইভেট নির্ভর শিক্ষা ব্যবস্থাটাই এমন সংকটে রয়েছে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: মুজিব রহমান ,





চমৎকার। ওস্তাদের মাইর শেষরাতে........

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৫

মুজিব রহমান বলেছেন: ওই বন্ধুরা সকলেই ঝরে গেছে। ওরা না পড়েই এইটে উঠে যেতো!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



এটাই কি আপনার ক্লাশ সিক্সে পড়ার সময়কার বড় স্মৃতি ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪৯

মুজিব রহমান বলেছেন: সিক্সে পড়া কালীণ স্কুল নিয়েই আরো স্মৃতি রয়েছে। বড় ছোট ভাবিনি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হাহা---

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫২

মুজিব রহমান বলেছেন: প্রাইভেট নির্ভর শিক্ষার কুফলটা এমন। ওই স্যারের ছেলেরা স্কুলে মার খেতো না কিন্তু তাদের শিক্ষা জীবনও অকালে ঝরে যেতো।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৩

অনল চৌধুরী বলেছেন: এই চিত্র সারাদেশের।
১৯৮৮-১৯৯০ সালে উইলস লিটল ফ্লাওয়ারের মতো দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময়ও দেখেছিলাম, অনেক শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে না পড়িয়ে ছাত্রদের তাদের কাছে পড়তে বাধ্য করে, যদিও নিজে কোনোদিন পড়িনি।
ভিখারুণনিসা,আইডিয়াল, মডেল অনেক শিক্ষকের আচরণ পেশাদার সন্ত্রাসীর মতো, যারা তাদের কাছে না পড়লে শিক্ষার্থীদের মারধর-বিভিন্নরকম অত্যাচার করে এমনকি পরীক্ষায় ফেলও করিয়ে দেয়। এদের দিয়ে দেশ-জাতি উন্নত হবে না নষ্ট জাতি গঠিত হবে ?
নষ্ট শিক্ষকদের কারণেই নষ্ট জাতি গঠিত হয়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৩

মুজিব রহমান বলেছেন: এমন অবস্থাটা সারা দেশেই। মার না খাওয়ার ভয়ে ওরা পড়তো এবং নিজের জীবন শেষ করে ফেলতো।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম না :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৪

মুজিব রহমান বলেছেন: তুলে ধরতে পারিনি।
বাস্তবিক শিক্ষকরা স্কুলে প্রাইভেট ছাত্র শিকার করতো। তাদেরও পড়াতো না তবে স্কুলে তারা বেঁচে যেতো মার ধরের হাত থেকে। এরা অকালে ঝরে যেতো।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: হাসতে পারলাম না বলে দুঃখিত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৪

মুজিব রহমান বলেছেন: বিষয়টি হাসির নয়।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

অক্পটে বলেছেন: আপনার স্মৃতিরপটে থাকা এই ছোট্ট লেখাটি আসলে আমাদের বাংলাদেশের সত্য চিত্রটাই তেলে ধরে।
ভাললাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫

মুজিব রহমান বলেছেন: স্কুলগুলোতে প্রাইভেট মারাত্মক বিষ। শিক্ষার্থীরা জর্জরিত হচ্ছে।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১

আহলান বলেছেন: প্র্যাক্টিক্যাল পরীক্ষা থাকায় প্রাইভেট পড়া না পড়া নিয়ে বিজ্ঞানের ছাত্র ছাত্রীদের যে কি নাজেহাল হতে হয় .... !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

মুজিব রহমান বলেছেন: শুধু প্রাকটিক্যালই নয়। যে কোন প্রাইভেট পড়ে না সে স্কুলে এতিম হয়ে থাকে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০০

আমিন রবিন বলেছেন: যারা স্কুলের স্যারের কাছে পড়ত, তাদের কেউই এসএসসি-তে আমার চেয়া বেশি মার্ক পায়নি

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

মুজিব রহমান বলেছেন: শেষ পর্যন্ত পায়নি তবে অন্য ক্লাসে?

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিক্ষকদের এমন পক্ষপাতই ছাত্রের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৮

মুজিব রহমান বলেছেন: প্রাইভেট প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বহুবিধ ক্ষতি করে দেয়।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৪

জুন বলেছেন: দারুন। এটা শুধু স্কুল লেভেলে কিন্ত ইউনিভার্সিটি লেভেলে দেখেছি কার বাবা গভমেন্ট এর সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ফরেন পোস্টিং ইত্যাদি দেখতো আমাদের সময় অনেক শিক্ষক। এখন কি দেখে জানি না। হয়তো কার বাবা পাপুল, কার বাবা ক্যাসিনো সম্রাট ইত্যাদি !

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

সপ্তম৮৪ বলেছেন: নটরডেমে বিজ্ঞান এবং ম্যাথ শিক্ষকগণ তাদের কাছে নিয়মিত প্রাইভেট পড়লে ফাইনালে প্র্যাক্টিক্যাল পরীক্ষার পুরো মার্ক দেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

মুজিব রহমান বলেছেন: আমি একজন নটরডেমিয়ান। আমাদের সময়ে নটরডেমের শিক্ষকগণতো নটরডেমের শিক্ষার্থীদের পড়াতোই না। আমি নিজেও প্রাইভেট পড়িনি, পড়া লাগেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.