নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

ধর্মগ্রন্থ কি বিজ্ঞানগ্রন্থ হয়?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

এক হিন্দু গুরু শিস্যকে বলছিল, পৃথিবীতে বিজ্ঞানিরা যত আবিস্কার করেছে তার সবই বেদে আছে৷ বেদ হল মহাবিজ্ঞান৷ ...
আমি বললাম, দাদা এতোকাল শুনে আসলাম কোরানই মহাবিজ্ঞানময় গ্রন্থ, সবকিছু কোরান ঘেটেই আবিস্কার হয়েছে৷ আর আজ আপনি ভিন্ন বলছেন?
ওনি উল্টো প্রশ্ন করলেন, বেদ আগে না কোরান আগে?
বললাম, বেদই আগে৷
ওনি হেসে বললেন, তাহলে? বেদ থেকে যদি অন্যরা নেয় তাহলে তার মালিক কি অন্যরা হবে?

আমি বলি, দাদা তাহলে হয় বেদ থেকে না হয় কোরান থেকেই গবেষণা করে বিজ্ঞানীরা সব আবিস্কার করেছে মানলাম৷ কিন্তু আপনিতো বেদ গবেষণা করেন, আরো অনেকে করে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায়তো কোরাণ গবেষণা করে৷ তাহলে আপনারা বা আমরা কিছু আবিস্কার করতে পারছি না কেন?
ওনার হঠাৎই তাড়ার কথা মনে হল৷ হিন্দু ও মুসলিমদের বিপুল সংখ্যক মানুষই মনে করে ধর্মগ্রন্থ ঘেটেই বিজ্ঞানীরা সব আবিস্কার করে৷ ওরা আমাদের জন্য সেবা করে৷ ওরা আমাদের দাস! এই ভয়াবহ ভাবাদর্শ দুটি ধর্মের মানুষকেই কেবলই পিছিয়ে দিয়েছে৷

হিটলার মনে করেছিল ইহুদীরাই তাদের একমাত্র শত্রু৷ ইহুদি তাড়াতে পাড়লেই মুক্তি মিলবে৷ অথচ তা তাদের পরাজিত করতেই ভূমিকা রেখেছে৷ ভারত ভাগের সময় মনে হয়েছিল পাকিস্তান থেকে হিন্দু আর ভারত থেকে মুসলিম তাড়াতে পারলেই মুক্তি৷ পাকিস্তান প্রায় হিন্দু শূন্য হয়েছে৷ আজ তারা নামতে নামতে বহু দিকে বাংলাদেশেরও নিচে নেমে গেছে৷ ভারত থেকেও বহু মুসলিমকে তাড়ানো হয়েছিল এখনো পীড়ন করা হচ্ছে৷ কিন্তু তাতেও ভারত উন্নত সভ্য দেশ হতে পারেনি৷ বাংলাদেশ থেকেও বহু হিন্দু তাড়ানো হয়েছে৷ তাতেও বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তারাই শ্রেষ্ঠ, তাদের ধর্মগ্রন্থই শ্রেষ্ঠ এমন মনোভাব তাদের কেবল ক্ষতিই করেছে৷
ভাগেরপর ভাগ হয়েছে, বিভাজন বেড়েছে, বৈষম্য বেড়েছে কিন্তু সাধারণ মানুষের মঙ্গল হয়নি৷ এতো বছরেও তারা উপলব্ধি করেনি, এই বিভাজনের ধারণা নিতান্তই ভুল৷ তারা কারো চেয়ে কেউ শ্রেষ্ঠ নয়৷ কোন ধর্মগ্রন্থ ঘেটেই কোন বিজ্ঞানি কিছু আবিস্কার করেনি৷ নিউটনের সূত্রগুলো যদি কোন ধর্মগ্রন্থেই থাকতো তবে সেগুলো নিউটনের সূত্র হতো না, হতো ওই ধর্মগ্রন্থের সূত্র৷ কোন বিজ্ঞানীও কখনোই বলেননি আমি ওই সূত্র বা জ্ঞান ওই ধর্মগ্রন্থে পেয়েছি৷ তারপরও এই দাবি সীমাহীন৷

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

নতুন বলেছেন: ধর্ম শুরু অন্ধ বিশ্বাস থেকে। বিজ্ঞান শুরু যৌক্তিক ভাবনা থেকে।

কখনোই একটা থেকে আরেকটা আসতে পারেনা।

পেছনে হাজার বছরের দিকে তাকালে বোঝা যায় ধর্মের বিশ্বাসে মানুষের আস্থা কমে যাচ্চে এবং মানুস যৌক্তিক ভাবনা বেশি করে এখন।

আলো আসবেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। তুলনা আসার সুযোগই নেই। অথচ কিছু ধর্মান্ধ সচরাচর দাবি করে আসছেন ওগুলো থেকেই বিজ্ঞানীরা সব কিছু আবিষ্কার করেছেন। তাই বিষয়টি বলতেই হয়।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

নোমান বিল্লাহ বলেছেন: কোরআন ও বেদ থেকে বিজ্ঞান আবিষ্কার হয়নি। এমন দাবী যারা করে তাদের চিন্তাভাবনা খুবই সংকীর্ণ। তবে কোরআন ও বেদে এমন কিছু আছে যা বিজ্ঞানীরা পরে আবিষ্কার করেছে। এটা অস্বীকার কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি করতে পারে না।

কোরআন বেদ মানলে হয়তো আপনার বলা সমস্যাগুলো সৃষ্টি হতো না। যেমন প্রগতিশীলরা যা বলে তা মানলে হয়তো আজ আরব বসন্ত হতো না। সিরিয়া লিবিয়া ইয়েমেন নরক হতো না। ইরাক আফগানে অস্ত্র বাজতো না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৮

মুজিব রহমান বলেছেন: কোরআন বেদে আছে এমন কি কি পরে আবিস্কার হয়েছে তার তালিকা দিতে পারেন? আবিষ্কারের আগে অনেক দূরদৃষ্টিসম্পন্ন লেখকও তার কিছু বলেছেন। কল্পবিজ্ঞানের লেখকরাও এমনটা বলেছেন। সে তুলনায় কোরান বা বেদে এমন কোন নজির দেখি নাই। এখন যদি বোরাক এর কথা বলে বিমান আবিষ্কারের কথা বলেন তবে তাই হবে বিকৃত মস্তিষ্কের ভাবনা। আবার ব্যোমশেল থেকে ক্ষেপনাস্ত্র আবিষ্কার হয়েছে এমন ভাবনাও অসুস্থ ভাবনা।

ধরে নিচ্ছি আপনি শেষ দুটি বাক্যে প্রগতিশীলদের এভাবে প্রশংসা করতে চাননি ভুলে হয়েছে। তবে এটাই সত্য।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪১

নয়ন বড়ুয়া বলেছেন:
যথার্থই বলেছেন দাদা...
বিশ্বাস পর্যন্ত ঠিক আছে, কিন্তু অন্ধ বিশ্বাস হলেই বিপদ...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০

মুজিব রহমান বলেছেন: অন্ধবিশ্বাসীরা পৃথিবীকে নরকে রূপান্তরিত করতে চাচ্ছে।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা ঠিক যে ধর্মগ্রন্থে অনেক কিছু লিখা আছে,নয়তো বইটা এতো মোটা হল কিভাবে।সবতো আর খালি পৃষ্ঠা না লেখা দিয়েই ভরা।
বইটি যারা তন্য তন্য করে পড়েন তারা কোন কিছুই আবিষ্কার করতে পারে না কিন্তু যারা জীবনে একদিনও বইটি পড়ে নাই তাঁরাই বই থেকে আবিস্কার করে ফেলে।এটা একটা গ্রেট মিরাক্কেল।নট মিরাকেল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১১

মুজিব রহমান বলেছেন: মজার কথা বলেছেন। আশা করছি মূর্খরা উপলব্ধি করবে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৪

স্প্যানকড বলেছেন: বিজ্ঞান, ধর্ম, কোনডা ঠিক?এর উত্তর উপরওয়ালা জানে ভালো । জাকির নায়েক, আমগো আজহারি ফলোয়ার বাড়াইতে পারছে কিন্তু কিছু আবিষ্কার করতে পারে নাই। এদের মইরা যাওন দরকার। ছিঃ!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

মুজিব রহমান বলেছেন: উপরওয়ালার ধারণাও আমাদের উপর চাপিয়ে দেয়া। অনেক কিছুই আমরা জানি না ঠিক। তবে এতো বিপুল পরিমাণ জানা তথ্য দিয়ে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি। জাকির নায়েক ও আযহারীরা মানুষের সাথে কেবল প্রতারণাই করতে পারেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ধার্মিকগন যদি এসব ভেবে শান্তি পায় পাক। তাতে বাজারে জিনিসপত্রে দাম বৃদ্ধি পাবে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৪

মুজিব রহমান বলেছেন: কোটি কোটি মানুষ এসবে বুঁদ হয়ে থাকায় তারা পৃথিবীর জন্য বোঝা হয়ে উঠেছে।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মের প্রতি মানুষের এতো্ বেশী আস্থার কারণ-ৎ
১। না পাওয়া বা বঞ্চণা- পৃথিবীতে পায়নি। মৃত্যুর পর পাবে।
২। স্বর্গে যাবার লোভ- হুর মুর ইত্যাদি।
৩। কারো প্রতি প্রতিশোধ কামনা।

ধর্ম কেবলই বিশ্বাস যা কোন মানু পৈত্রিক সূত্রে লাভ করে। কেউ ধর্ম বুঝে শুনে গ্রহণ করে না। যে শিশু মুসলমানের ঘরে জন্মাবে সে হবে মুসলিম। যে শিশু হিন্দুর ঘরে পয়দা হবে সে হবে হিন্দু। তাকে পিতার ধর্ম গ্রহণ করতেই হবে । হিসাব পরিস্কার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৬

মুজিব রহমান বলেছেন: এমন ভাবনা যদি সব মানুষ ভাবতে পারতো তবে দরিদ্র দেশগুলো আর দরিদ্র থাকতো না। এসব ভাবনা আমরা জন্মের পরেই পেয়ে থাকি। আমাদের পরিবার, সমাজ এসব ধারণা লালন করে। ফলে জন্মেই তারাও লাভ করে।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯

নীল আকাশ বলেছেন: কূয়োর মাঝে যেই ব্যাঙ থাকে তার কাছে সেটাই সারা পৃথিবী!
ইসলাম নিয়ে আপনার জ্ঞান খুবই নিন্ম মানের।
দৃষ্টি আকর্ষনের জন্য এইসব ফালতু পোস্ট দেয়া বন্ধু করুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মুজিব রহমান বলেছেন: গায়ে জ্বালা ধরল!
ফালতু পোস্ট কে পড়বে বলুন? অথচ আপনিও মন্তব্য করলেন!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কোটি কোটি মানুষ এসবে বুঁদ হয়ে থাকায় তারা পৃথিবীর জন্য বোঝা হয়ে উঠেছে।

হ্যা সত্য বলেছেন।
সমস্ত পৃথিবী যদি ধর্মকে দূরে সরিয়ে রাখতে পারতো তাহলে পুরো পৃথিবীর বদলে যেত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০

মুজিব রহমান বলেছেন: এমন ভাবাদর্শ সম্পন্ন সমাজ বিনির্মাণ দরকার। আমাদের কাজ করতে হবে অনেক। কথা বলতে হবে অনেক।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

জাহিদ হাসান বলেছেন: ইসলাম মানি ইসলামের কারণেই। আজেবাজে যুক্তি দিয়ে নয়।
আপনি যেভাবে ইসলামকেই সব কিছু সমস্যার মূলে মনে করেন তা অযৌক্তিক।
সব সমস্যার কারণ মানুষ, ধর্ম নয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

মুজিব রহমান বলেছেন: এখানে সমানভাবেই হিন্দু ধর্ম নিয়ে বলা হয়েছে। ওটুকু কি পড়েন নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.