নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

গায়িকার ইসলাম ত্যাগ আর অধ্যাপিকার ইসলাম গ্রহণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২


প্রায় একই সময়ে দুটি ঘটনা প্রকাশিত ও আলোচিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ঋতু কুণ্ডর সাথে কয়েক মাস আগে যখন পরিচিত হই তখনও তিনি ইসলাম গ্রহণ করাই ছিলেন। তাঁর নাম ও বোরকা-হাতেপায়ে কালোমোজা পরা দেখে অবাক হয়েছিলাম। নাম হিন্দু কিন্তু পোশাক মুসলমানের। তাঁর বিয়ে, সন্তান গ্রহণ ও ডিভোর্স ইত্যাদি নিয়েও কথা বলেন। সন্তানটি তার সাথেই আছে। ঠিক মনে পড়ছে না- ওনি কি মুসলিম বিয়ে করার পরেই মুসলিম হন না ডিভোর্সের পরেই এমন অনুরাগী হন। মানে ঘটনাটা হঠাৎ সামনে এলেও বেশ কয়েক বছর আগেরই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসনে পড়াশোনা করেছেন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। বিভিন্ন ধর্ম পড়ে তার মনে হয়েছে ওগুলো মানুষের লেখা। কোরান পড়ে তার মনে হয়েছে এটা ঐশ্বরিক। এমন তুলনা আমরা দেখেছি মরিস বুকাইলির লেখাতেও। তবে মরিস মুসলিম হননি।

একই সময়ে আলোচনায় আসেন কুয়েতের বিখ্যাত মুসলিম গায়িকা ইবতিসাম হামিদ। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদী ধর্ম গ্রহণ করেছেন। কারণ হিসেবে বলেছেন- ইহুদী ধর্ম নারীদের প্রতি বেশি সহিষ্ণু। তিনি ইসলামকে ভণ্ড ও আতঙ্ক ধর্ম বলেও কটুক্তি করেন। তিনি দাবি করেন, ইসলাম মহিলাদের সম্পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করে এবং খারাপ কাজ করতে বাধ্য করে। তিনিও দাবি করেন কোরান পড়ার।

প্রায় একই সময়ে দুটি ঘটনা বাংলাদেশে প্রচারিত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক কালে বিয়ে করে ধর্মবদল ছাড়া সাধারণত ধর্ম বদলের ঘটনা দেখা যায় না। কিছু বিখ্যাত মানুষও বিভিন্ন কারণে সাম্প্রতিক কারণে ধর্ম বদল করেছেন। প্রথমে ইসলামত্যাগকারীদের কথা বলি। শ্রীলংকার বিখ্যাত ক্রিকেটার তিলকরত্ন দিলশান ও সুরজ রণদ্বীপ ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। প্রখ্যাত অভিনেত্রী নার্গিস সুনীল দত্তকে বিয়ে করে হিন্দু হন। ভারতের সেতার বাদক আলাউদ্দিন খানের কন্যা রুশনারা খান রবিশঙ্করকে বিয়ে করে অন্নপুর্ণা দেবী নাম নেন ও হিন্দু ধর্ম গ্রহণ করেন। ইন্দোনেশিয়ার অভিনেত্রী-লেখক হ্যাপী সালমা, ভারতীয় অভিনেত্রী আশা গাওলী, সংগীত শিল্পী আশিস খান, অভিনেত্রী জুবাইদা ইত্যাদি অনেকে বিয়ের কারণে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। কিছু লেখকও রয়েছেন যারা হিন্দু হয়েছেন। খৃস্টান হয়েছেন আরো অনেকে। ভারতীয় অভিনেত্রী নাগমা খৃস্টান হয়েছেন।সালমান রুশদি, ননী দারবিশসহ বহু মুসলিমই ইসলাম ত্যাগ করে অন্য ধর্মগ্রহণ করেছেন বা ধর্মহীন হয়েছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুদের ইসলাম ত্যাগ করা ছিল আলোচিত। আফিস মহিউদ্দিনসহ সহ আরো বেশ কয়েকজনও ইসলাম ত্যাগ করেছেন আদর্শগত কারণে।

তবে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণকারীও রয়েছেন। তাদের মধ্যে মোহাম্মদ আলি ক্লে ও মাইক টাইসন এর মতো মুষ্ঠিযোদ্ধা, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা (নতুন নাম মোহাম্মদ ইউসুফ), সংগীতজ্ঞ এ আর রহমান অন্যতম। বিভিন্ন কারণে মানুষ ধর্ম পরিবর্তন করে। বিশেষ করে বৌদ্ধ ধর্মগ্রহণকারীদের কেউ কেউ এর অহিংস মতাদর্শ দ্বারা আকৃষ্ট হন। ইসলাম ধর্মগ্রহণকারীরা অনেকে এর সাম্যতার কথাও বলেন। হিন্দু ধর্মগ্রহণকারীরা এর সংস্কৃতি দ্বারা আকৃষ্ট হন। খৃস্টান ধর্মগ্রহণকারীরা উদারতার কথা বলেন। তবে খৃষ্ট ধর্মে দীক্ষা দেয়ার জন্য বিপুল প্রচারপ্রচারণার ব্যবস্থা রয়েছে। সাম্প্রতিক কালে অন্য ধর্ম থেকে ভাগিয়ে নেয়ার ক্ষেত্রে খৃস্টানরাই হয়তো এগিয়ে রয়েছে। এক্ষেত্রে তারা বিপুল অর্থ ব্যয় করে।

অনেকেই ধর্ম ত্যাগ করে আবার স্বধর্মে ফিরে আসার অনেক নজিরও রয়েছে। প্রধান চারটি ধর্মের মধ্যে এই গ্রহণ/ত্যাগের ঘটনাও তেমন বেশি নয়। খুবই কম বলেই কেই ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করলে তা আলোচিত হয় ও পত্রিকার শিরোনাম হয়। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি- সাধারণত বিয়ে করতে গিয়েই মানুষ ধর্ম বদল করে। যে দেশে যে ধর্মানুসারী বেশি সে দেশে সাধারণত সংখ্যাগরিষ্ঠের ধর্মই মানুষ গ্রহণ করে নিরাপদ থাকে। বাংলাদেশে যেমন হিন্দু মেয়ে/ছেলেরা (সংখ্যায় খুবই নগণ্য) বিয়ে করে সাধারণত মুসলিম হন। আবার ভারতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই হিন্দু ধর্ম গ্রহণ করে। শ্রীলংকায় এমন পরিস্থিতিতে মানুষ বৌদ্ধ ধর্মই গ্রহণ করে। ইউরোপে গিয়ে বিয়ে করে বহু হিন্দু/মুসলিম/বৌদ্ধই খৃস্টান ধর্ম গ্রহণ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত দুজন খৃস্টান নারীকে দুবার বিয়ে করেন। তাদের উত্তরপুরুষরা আজও খৃস্টান। প্রখ্যাত টেনিস খেলোয়াড় নিয়েন্ডার পেজ মাইকেল মধুসূদন দত্তেরই বংশধর।

ভারতের মিডিয়া কেউ বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করলে খুবই গুরুত্ব দিয়ে নিউজ ছাপে। কিন্তু কেউ হিন্দু ধর্ম ত্যাগ করলে তারা তা গোপন করে যায়। বাংলাদেশেও এমনটাই দেখি। রিতুু কুণ্ডু মুসলিম হয়েছেন বিষয়টি খুবই ভাইরাল হয়েছে। পত্রিকাগুলো তার বক্তব্য ব্যাপকভাবেই প্রচার করেছে। কিন্তু কুয়েতের বিখ্যাত মুসলিম গায়িকা ইবতিসাম হামিদ এর ইসলাম ত্যাগ করে ইহুদি ধর্মগ্রহণকে বাংলাদেমের পত্রিকাগুলো ব্লাক আউট করে। এই গ্রহণ বা ত্যাগ নিয়ে গবেষণা করে দেখা গেছে সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণকারী ও ত্যাগকারীর সংখ্যা সারা বিশ্বে প্রায় সমান। শুধু দরিদ্র মানুষকে লোভের ফাঁদে ফেলে বিশ্বজুড়েই খৃস্টান মিশনারীরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শুধু জন্ম হার কমের কারণেই তাদের এতো ব্যয়ের পরেও খৃস্টানদের সংখ্যা বাড়েনি। বরং জন্মহার বেশি থাকায় মুসলিম ও হিন্দুদের সংখ্যাই দ্রুত বাড়ছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৬

নতুন বলেছেন: এই সব ধর্মের অনুসারীদের দূবলতা এটা ধর্মের দূর্বলতা না।

অনুসারীরা নিজেদের ধর্মের গুনগান বেশি করবে সেটাই সাভাবিক।

ধর্মের দূর্বলতা ধর্ম আপটুডেট হয় না। আবার এটাই ধর্মের শক্তি যে পরিবর্তন হবেনা।

বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ এখন অনেক বেশি জানে, তাই হাজার বছরের আগের তথ্য এখন আর মানুষকে অবাক করবে না।

আস্তে আস্তে মানুষের মন থেকে ধর্মের নরক,দোজখের ভয় কমে যাবে । কিন্তু মানুষ ধর্মের অভ্যস ছাড়তে পারবেনা। নামে অনেকেই ধর্মের অনুসারী বলবে কিন্তু কাজে তারা ধর্মের চেয়ে আধুনিক সমাজের অনুসারী হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৭

মুজিব রহমান বলেছেন: তাদের ভুলভ্রান্তি, অমানবিকতা, প্রতারণা আজ মানুষ বিবেচনা করছে। তাই তাদের ভাবাদর্শ বদলাবেই। ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


১৮০ কোটী মুসলিম আছে; ১ জন চলে গেলে, ১ এলে, ইহাতে কি ঘটে? ইহা আপনার কাছে বড় ঘটনা কেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৮

মুজিব রহমান বলেছেন: বিষয়টা যখন ভাইরাল হয় তখনতো কথা বলতেই হয়। তাছাড়া অধ্যাপিকা যেহেতু পরিচিত তাই মনে হল বিষয়টি নিয়ে লেখা দরকারই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এগুলো কোন সমস্যা না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৮

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
বিষয়টি ভাইরাল হওয়াতেই লেখা।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম ধর্ম ত্যাগ করনে মেরে ফেলার বিধান আছে, তাই কেহ ইসলাম ধর্ম ত্যাগ করে না।পৌত্তলিকদের মেরে ফেলতে হবে যদি তারা ইসলাম গ্রহন নাকরে।যখন ঐ দেশটা মুসলমানরা দখল করতে পারবে।
৪৮:১৬
গৃহে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিনঃ আগামীতে তোমরা এক প্রবল পরাক্রম জাতির সাথে যুদ্ধ করতে আহুত হবে।তোমরা তাদের সাথে যুদ্ধ করবে,যতক্ষন না তারা মুসলমান হয়ে যায়।তখন যদি তোমরা নির্দেশ পালন কর, তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দিবেন।আর যদি পৃষ্ঠপ্রদর্শন কর যেমন ইতিপূর্বে করেছ,তবে তিনি তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাঁস্তি দিবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০

মুজিব রহমান বলেছেন: দেখুন ধর্মগ্রন্থের বহু কথাই অসার প্রমাণিত হয়েছে। সেখানে অমানবিকতা ও ভয়াবহ নির্দেশনায় পূর্ণ। মানুষ এখনো তা খতিয়ে দেখছে না বলেই টিকে আছে। তবে তাদের নজরে আসবেই।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, এরকম নিউজ এখন আর আকর্ষন করে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২

মুজিব রহমান বলেছেন: আপনি অগ্রসর চিন্তার মানুষ। অধ্যাপিকার সাথে কয়েকবার কথা হয়েছে পেশাগত কারণে। আমিও ওনার প্রতি আগ্রহি হইনি। অনেক দিন পরে তিনি একটি ভিডিও প্রকাশ করে ভাইরাল হলেন বলেই কথা বলা।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১০

কবিতা ক্থ্য বলেছেন: লাকুম দ্বীনুকুম- ওয়ালীয়া দ্বীন- ইহা আমার না কোরানের কথা।
ভালো থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২

মুজিব রহমান বলেছেন: এটা কি ধর্মবাজরা মেনে নেয়। তারাতো দল ভারী করতে বিশ্বজুড়েই বহু অনাচার করে যাচ্ছে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

মুজিব রহমান বলেছেন: এটা কি কথা বলেন!
আপনি মন্তব্য করেছেন এটার জন্যতো আপনিই ধন্যবাদ প্রাপ্য। আপনি ও আমি একই ইউনিয়নের মানুষ। আপনার সাথে সাক্ষাতে পরিচিত হওয়ার জন্য মুখিয়ে আছি।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

আমিন রবিন বলেছেন: ভাইজান, আপনাকে গত ৫ বছরে ধর্ম ছাড়া আর কিছু নিয়ে লেখতে দেখলাম না। দুনিয়ায়তো আরও হাজারটা বিষয় আছে কথা বলার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

মুজিব রহমান বলেছেন: সত্য নয় আপনার দাবি।
মৌলবাদীরা বেড়ে গেলে বা মুক্তচিন্তার অগ্রসর মানুষদের কোন বিষয় সামনে আসলেই লিখি। আমি বিজ্ঞান বিষয়ে অসংখ্য পোস্ট দিয়েছি। নারীদের নিয়েও পোস্ট দেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

মুজিব রহমান বলেছেন: আপনার আগের পোস্টটিও হাসপাতাল নিয়ে।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

মেহেদি_হাসান. বলেছেন: বিষয়টি খুবই সাধারণ। আপনাকে সবসময় ধর্ম নিয়েই লিখতে দেখি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৬

মুজিব রহমান বলেছেন: এতো ভাইরাল হওয়ার পরেও সাধারণ থাকে না। অথচ সাধারণই থাকার কথা ছিল। ধর্ম নিয়ে সবসময় লিখি এটা সত্য নয়। লিখলেও অসুবিধা কি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

মুজিব রহমান বলেছেন: আপনার আগের পোস্টটিও হাসপাতাল নিয়ে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্ম হলো মানুষের বিশ্বাস,
আর পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে এবং সম্মান করতে হবে
সেই শি ক্ষা আমরা ছোট বেলা থেকে শিখেছি ।

..............................................................................................
তাই যার যা ভালো লাগে তা করতে দিন
যতক্ষন পর্যন্ত না তিনি করাও অনিষ্ট করেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

মুজিব রহমান বলেছেন: কিন্তু বাস্তবতা ভিন্ন। ভিন্ন ধর্ম ও মতকে ধর্মান্ধরা কখনোই মেনে নেয় না। তারা খুন করেই যাচ্ছে বিশ্বজুড়ে।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

পুকু বলেছেন: ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয় তাই এটা ব্যক্তিগতই থাক না।সেটা দেশ ও সমাজ উভয়ের জন্যই মঙ্গল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৮

মুজিব রহমান বলেছেন: যখন ধর্ম বিশ্বাসের কারণে অন্যকে কোপানো হয় তখন আর ব্যক্তিগত থাকে না। রাষ্ট্র যখন ধর্মকে টাকা দেয় তখনও আর দাবি করা যায় না। অথচ ব্যক্তিগত বিষয়ই থাকার কথা ছিল।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৮

এমেরিকা বলেছেন: সূরা ফাতহ, আয়াত ১৬ এর সঠিক অনুবাদঃ
যেসব মরুবাসী পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলুন, অবশ্যই তোমরা আহূত হবে এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে; তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পন করে। অতঃপর তোমরা এ নির্দেশ পালন করলে আল্লাহ্ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি আগের মত পৃষ্ঠ প্রদর্শন কর, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।

লক্ষ্য করুন, আরবী ইউসলিমূন শব্দের অর্থ আত্মসমর্পন - তা আপনি যেকোন অনুবাদেই খুজুন, কিন্তু সামু ব্লগের বিখ্যাত লাল ছাগল এর অনুবাদ করেছে 'মুসলিম হয়ে যাওয়া' ।

এই ছাগল যেখানেই ল্যাদাবে, সচেতন ব্লগারের উচিত সচেতন হয়ে যাওয়া।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২০

মুজিব রহমান বলেছেন: যারতীয় ধর্মগ্রন্থগুলোতেই হাজার হাজার ভুল রয়েছে। সামুব্লগ বাদই দিন। নিজেই পড়ে দেখুন। যেটিরই পুরাতন সংখ্যাটি হাতে নিবেন এবং ওই ভাষা শিখেই পড়বেন দেখবেন বিজ্ঞান ও মানবতা বিরোধী কথায় ভরপুর।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৩

এমেরিকা বলেছেন: ইসলাম ত্যাগকারী যেসব গায়িকা বা নায়িকার নাম উল্লেখ করলেন - এরা মোটামুটিভাবে গ্ল্যামার জগতে আসার সময়েই ইসলামের বিধি বিধান ত্যাগ করে এসেছে। তারপরেও যখন বিখ্যাত নায়ক বা প্রযোজকের অঙ্কশায়িনী হবার সুযোগ পেয়েছে, তখন ধর্ম কেন, নিজেদের চেহারা পর্যন্ত ত্যাগ করতে তাদের কোন আপত্তি থাকার কথা না।

কিন্তু যারা অন্য ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন, তারা মোটামুটি সবাই শিক্ষিত, জেনে শুনে গবেষণা করে, সচেতনভাবে ইসলামে এসেছে। জাকির নায়েকের সময়ে ভারতে ইসলাম গ্রহণের একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। তাই অযথা পানি ঘোলা করা অজুহাতে ঘাড়ে কামড় দিয়ে তাকে সরিয়ে দেয়া হল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২২

মুজিব রহমান বলেছেন: বৌদ্ধ ধর্মে যাওয়া বোদ্ধাদের সংখ্যাও কম নয়। আপনি গবেষণা করে ইসলামে এসেছে এমন মানুষ বেশি পাবেন না। আবার এমন অনেকে এসে আবার ফিরে গেছে। কোন ধর্মেই বোদ্ধারা বিয়ে ছাড়া বা স্বার্থ ছাড়া ধর্ম ত্যাগ সাধারণত করে না।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

জাহিদ হাসান বলেছেন: ধর্ম গ্রহণ ও ত্যাগ মানুষের স্বাধীনতার ব্যাপার। কে কোন ধর্ম গ্রহণ করবে তা তার ব্যক্তিগত ব্যাপার।
আপনার পোস্ট পড়ে আমি হতাশ।

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫২

মুজিব রহমান বলেছেন: দুঃখিত!
সেই স্বাধীনতাটা যখন নেই, তা নিয়েতো কথা বলতেই হবে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধর্ম হচ্ছে শতভাগ বিশ্বাস - কোনোরকম শর্তবিহীন সম্পূর্ণভাবে নিজেকে স্রষ্টার কাছে সমর্পন করা। কেহ এক ধর্ম থেকে অন্য ধর্মে গেলো বা আসলো তাতে দুঃখ পাওয়া বা উল্লসিত হওয়া নিজেরই ধর্ম বিশ্বাসের দুর্বলতা প্রমান করে |

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫৩

মুজিব রহমান বলেছেন: নিজ ধর্মে আসলেতো মূর্খ অন্ধবিশ্বাসীরা উল্লসিত হবেই। তারা প্রমাণ করতে চায় তাদের ধর্ম শ্রেষ্ঠ বলেই এসেছে। যাওয়াটা স্মরণে রাখতে চায় না।

১৬| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রক্ত দান বলেছেন: একদা একজন মুসলিমও ছিল না। ইসলাম শুরুই হয়েছে অন্য ধর্ম থেকে আগমন দিয়ে। আর আপনে না চাইলেও মুসলিম বেড়েই চলবে -ইনশাআল্লাহ।

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫৫

মুজিব রহমান বলেছেন: কিন্তু আপনাদেরই একদল মনে করে, ইসলাম এসেছে আদম থেকে?

১৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

আশাবাদী অধম বলেছেন: ধর্মবাদীরা নিজেদের পক্ষে গেলে ভাইরাল করে।
নিরপেক্ষ কে?
আপনি?
আর একজন বাংলাদেশি, অন্যজন কুয়েতী। তারপরও উভয়টাকে সমান প্রচার করে বাঙ্গু পেরগতিশীলদের সামনে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে?

অন্যদিকে বিজ্ঞান মনস্ক হে পণ্ডিত,
এই পোস্টেই তো তথ্য গোপন করলেন। তিলকারত্নে দিলশানের ইসলাম ত্যাগ প্রচার করলেন। অথচ তার পুনরায় ইসলামে ফিরে আসাটা গোপন করলেন! কারণ ঐটা পক্ষে যায়না।

এজন্যই তো বলে, যুক্তি হলো গু য়ের মত। নিজেরটা ছাড়া বাকী সবারটা থেকে গন্ধ আসে।


০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫৮

মুজিব রহমান বলেছেন: সব তথ্যতো জানি না। ওনার ফিরে আসাটা জানি না। আবার এমন বহু মানুষই আছে ধর্ম ত্যাগ করে আবারো সধর্মে ফিরে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.