নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

মন্ডল দাদা

মন্ডল দাদা › বিস্তারিত পোস্টঃ

পথচলা

১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৭

রাতের আধার কে জ্যোৎস্না করলাম
সময় ফাঁকি দিবে না বলে ,
দিনের আলোকে সজ্ঞে নিলাম
অনেক পথ বাকি বলে |

সময়ের সাথে আমিও চলেছি
নিজের দাওয়াই বসে ,
দিয়েছিলাম হাত অপরের কাঁথে বলে
অঙ্গার করেছিল আমার জীবনকে ।

আমি উম্মাদ হয়ে গেছি
ভাবুক লোকে পাগল আমি ,
আমার কণ্ঠে নেই তাদের বানী
কষ্ট হয় তবুও আমার কথা বলি !
ওরা কিন্তুক বলবে স্বার্থপর আমি !!

আমি নতুনের পূজারী
অনেক কিছুর আশাই থাকি
চোখেতে বহুদূরের স্বপ্ন আঁকি !!

ওরা মিথ্যাবাদী,আমার স্বপ্ন নিয়ে খেলেছে
ওরা করে দলাদলি, আমায়ই ফেলে তলে
আমি বলেছি বলে , আমাকেও ছারেনি শিয়ালে
জেগেছিলাম বলে, অন্ধকারে ফেলেছে আমায়ই বহুবারে !!

আমি বুজেছিলাম সেইদিন, যেদিন আমাকে
আমারই স্বপ্ন ভাঙ্গল আমার বুকে
তাইত বলি বন্দু তোমাকে ,
দাওনা বাড়িয়ে হাত রাখিয়া দম
কাউকে না পেলেও নিজের নিজ সত্তা কে ত পাবে !
এটাইত সুখ বন্দু ,যে কোন দিন ভাবেনি হাসবে, সে যদি একবার হাসে !


........................মণ্ডল দাদা

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৪

নিতাই পাল বলেছেন: ভালো লিখেছেন। লেখা পড়ে খুবই ভালো লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মন্ডল দাদা বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৫

মন্ডল দাদা বলেছেন: আপনার মন্তব্য সুন্দর করে লিখতে অনুপ্রেরণা জোগাবে।
আমারা আসলে সবাই কেমন জানি কিসের শঙ্কাই থাকি, আপনার আমার একটা ভাল বা সৎ সাহস অনেকের মুখে হাসি ফুটাবে ।

৩| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল বটে , তবে "সমায়" নাকি সময় হবে। একটু খেয়াল করবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মন্ডল দাদা বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নিতাই পাল বলেছেন: মন্ডল দাদা, প্রথম এবং দ্বিতীয় প্যারার বানান দুটো ঠিক করে দিন। 'সমায়' এবং 'সমায়ের'। আশা করি এডিট করে দিবেন দাদা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মন্ডল দাদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.