নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

মন্ডল দাদা

মন্ডল দাদা › বিস্তারিত পোস্টঃ

বাবুর লোক

২৯ শে মার্চ, ২০১৮ ভোর ৪:২৯

গোপনে বাবু বুনেছিলাম বন কচু
তোমার ওই কাচারি ঘরের নিচু,
সেই দিন তুলেতে গিয়ে দেখি
খাচ্ছে শুকুর আর নাচছে বেটা বচু ।

রাগ কি কমে বল !
না বলিয়ে দিয়েছে হাত
দিয়েছি জোরে লাথি গুঁতা
পরে অবশ্য চেয়েছে মাপ ,
তাতে কি ? ছাড়িনি এক পয়াসার পাপ।

মিথ্যা আমি একদম জানিনা বাবু
কসম মায়ের, আমি না তোমার পুরানো গোমস্তা
দিয়েছিলাম একটু প্রহর, কানা কড়ি অসম্ভব ?
আবার যদি বল কাটিব কসম
বলিবে যার নাম ধরিয়া ।

দেখিছ বাবু বেটা কাঁদছে ঠোঁট ভুলিয়া
অসহায় বলে কি যা ইচ্ছে তাই করবে,
ছেড়ে দাও বাবু, আসবে যে আজ ও পাড়ার বসু
মেহেরবানী, আসচ্ছি বিদায় করে সবে ।

শুনে রাখ বচু বাবুর খাঁটি লোক আমি
যাহা করিব আমি সব মাপি পাব।
বিচার নহে আপায়্যান রাখিছ
আসব আবার এইত আসছে সামনে সময় ।

.................মন্ডল দাদা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.