নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কে জানতে/জানাতে চাই

মনোপোল

মানবতার জয় হোক

মনোপোল › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট বল কে সহনীয় পর্যায়ের করার জন্য আইসিসির কাছে জোর দাবী জানাচ্ছি

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৫

সময় টা সম্ভবত ১৯৯৯, আইসিসির কল্যাণে দেশ ভাসছে ক্রিকেট জোয়ারে, স্কুল গুলোতে ও এর ব্যতিক্রম ছিল না, ক্রিড়া প্রেমী আমাদরে শ্রদ্বেয় শফিক স্যার জোর তৎপরতা চালালেন এবার আমাদের চ্যাম্পিয়ান হতেই হবে। যথারীতি চরম আনন্দ আর উত্তেজনা নিয়ে আমাদের কিশোর ক্রিড়া সংঘের সদস্যদের প্রাকটিশ শুরু। গাইড লাইনে ছিলেন ক্রিকেটের ঘরোয়া প্রতিভা রাসেল ভাই আর তুখোড় এবং ইনস্ট্যান্ট বুদ্ধির মালিক সুমন ভাই । কোন টুনামেন্টে দল থেকে বাদ না পড়া আমি এবার ও দলে চান্স পেয়ে গেলাম এবং অতিরিক্ত প্রাকটিস আর টেপ টেনিস বলের নির্ভরতার প্রতীক ছিলাম বলে এই যাত্রায় দলের কান্ডারীদের একজন খেতাব পেয়ে গেলাম, হাত ব্যাথা, পা ব্যাথা সারতে না সারতে ম্যাচ এসে গেল । অজানা শন্কা আর উত্তেজনা নিয়ে সবাই চলে গেলাম নোয়াখালী জিলা স্কুল মাঠে । খেলা শুরু হল । বিপক্ষ দল কে ২৫ ওভারের খেলায় কে ১২৫ রানে অল আউট করে দিলাম । এবার আমাদের ব্যাটিং এর পালা । সম্ভবত ১০ রানের মাথায় আমরা প্রথম উইকেট হারিয়ে পেললাম। নামলাম আগে থেকে সিলেক্ট করে রাখা আমার প্রিয় ওয়ান ডাউনে । ২৫ রানের মাথায় ২য় উইকেট ও হারালাম, । এবার ক্রিজে আমার ঘনিষ্ট বন্ধু রাশেদ ও আমি । আমরা প্রায় ৩০ রান এর জুটি গড়লাম । সম্ভবত আমার ব্যক্তিগত ২৫ রানের মাথায় ঘটল সেই ঘটনা, যার জন্য এত ভূমিকা । আমাদের রান ২ উইকেটে ৭৫ রানের মত হয়ে গেল বিধায় বিপক্ষ দলের অধিনায়ক ওদের ফাস্ট স্পেলের বোলার শান্ত কে নিয়ে আসলেন জুটি ভাঙ্গতে । শান্ত ভালোই ফাস্ট বল করত । উইকেটে অনেকক্ষন থাকার পর ফাস্ট বলের জন্য হেলমেট পরার ইচ্ছা টা আর ছিল না । একটা ক্যাপ ই পরা ছিলাম । ওভারে ৩য় বল ছিল ফুল টস , বা পায়ের উপর ভর করে মারতে চেয়েছিলাম মিড অন দিয়ে, সম্পূর্ণ পরাস্ত হয়ে বল সজোরে হিট করল আমার মাথায়, ভাগ্যের সহায়তায় বল টা এসে লাগল ক্যাপের কোরের উপর । ক্রিজে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার আগেই বন্ধু রাশেদ এসে ধরে ফেলল, । সবার দোড়াদৌড়ি শুরু হল , বরফ জোগাড় হল, সাথে ঔষুধ ও । প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর প্রিয় বন্ধু Munjurul Mitu Md Mamun মাকসুদুর রহমান , রশেদ, শরিফ হোসেন জাবেদ, পলাশ, সেলিম ভাই, শিহাব, রাসেল ভাই, এবং শফিক স্যারের আন্তরিক পরিচর্যায় মোটামুটি সুস্থ হয়ে হেরমেট পরেই মাঠে নামলাম এবং জিতে ফিরলাম । এতা দিন পরে হঠাৎ মনে পড়ল ঘটনাটা কারন ক্রিকেট বিশ্বে ঘটে গেল হিউসের মৃত্যুর হৃদয় বিদারক ঘটনা । আজকে নাকি অবার একজন আমপায়ার প্রাণ দিলেন বলের আঘাতে। ক্রিকেট বল কে সহনীয় পর্যায়েরে করার জন্য আইসিসির কাছে জোর দাবী জানাচ্ছি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫২

মি. ফেসবুকিস্ট বলেছেন: ভাই এই আবেদন ক্রিকইনফোতে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করেন।ওরা হয়তো দেখবে।

স্বাগতম আপনাকে :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

মনোপোল বলেছেন: ক্রিক ইনফোতে দিয়ে দিব । থ্যান্কস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.