নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কে জানতে/জানাতে চাই

মনোপোল

মানবতার জয় হোক

মনোপোল › বিস্তারিত পোস্টঃ

শ্রেণী শিক্ষা বনাম কোচিং, একটি পর্যবেক্ষণ

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৫

সম্ভবত স্কুল এবং বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাশে উপস্থিত বাধ্যতামূলক, তাই সমালোচনাটাও এই দুই পযার্য়ে বেশি হয়, ওমুক স্কূল কিংবা তমুক ডিপার্টমেন্ট খুব খারাপ, অন্যদিকে কলেজ পযার্য়ে ক্লাশ করার তেমন বাধ্যবাদকতা নেই বলে সমালোচনা মনে হয় একটু কম তবুও আছে, টিচার রা ঠিক মত ক্লাশ নেন না, যদিও ক্লাশে উপস্থিত হওয়া অপশনাল। স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাশে কিছু শিখানো হয়না অথবা যা হয় তা অপযাপ্ত তা কারো অজানা নয়। অন্য দিকে কোচিং সেন্টার সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে, আমি যতদূর জানি কোচিং এ না যাওয়ার জন্য কাউকে কখনও মারা হয় নাই, কিংবা যেতে বাধ্য ও করা হয় না, তবুও ছাত্রছাত্রীরা কোচিং এ হুমড়ি খেয়ে পড়ে, তাহলে কি এটা প্রতিষ্ঠিত হল না যে, শিক্ষার জন্য প্রবল আগ্রহী ছাত্রছাত্রীরা কোচিং এ যায় শুধুই শিখতে, যা সে স্কুলে পায়না। এত কিছু বলার মূল কারন একটাই আমি একটা প্রস্তাব দিতে চাই সরকার কে

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করার বাধ্যবাদকতা উঠিয়ে দিন, দেখুন ছাত্রছাত্রীরা ক্লাশে যায় কিনা, যদি যায় তবেই বুঝবেন সেখানে কিছু শিখানো হচ্ছে, কোচিং আপনা আপনি বন্ধ হতে বাধ্য, কারন একই পড়া দুইবার শিখতে যাওয়া হিউম্যান নেচারে পড়ে না। আর যদি ক্লাশে যাওয়া ব্নধ হয়ে যায়, ক্লাশ শিক্ষক দের বিনা নোটিশে বা্দ দিয়ে দিন, শিকক্ষের মান ভাল হতে বাধ্য...। ভাল পড়ালে ছাত্রছাত্রীরা আসবেই নিশ্চিত। মাননীয় সরকার বাহাদুর দয়া করে ভেবে দেখুন, কোচিং বন্ধের পিছনে না দৌড়িয়ে শিক্ষার মান নিশ্চিত করুন, সুফল আসবেই....

(যমুনা টিভিতে কোচিং বিরোধী রিপোর্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরাতায় উদ্দিপ্ত হয়ে)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৩১

তার আর পর নেই… বলেছেন: কোচিং নিয়ে সরকার তো আগে উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোন কাজ তো হয়নি

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩১

মনোপোল বলেছেন: ভাই শিক্ষার মান নিয়ে কাজ করলে কোচিং নিয়ে টেনশনের কিছু নেই

২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:০২

সুমন কর বলেছেন: অল্প কথায় চমৎকার বলেছেন। +

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৩

মনোপোল বলেছেন: ধন্যবাদ ভাই, কেন যে আমাদের সব কিছুতে বাধ্য করা হয়, তা বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার

৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

বিজন রয় বলেছেন: এটা বন্ধ হবে না। কারণ স্কুলে টিচাররা অসৎ।

লেখায় ++++

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৪

মনোপোল বলেছেন: ধন্যবাদ, আমি গুনগত মান নিয়ে সবার সহ অবস্থান চাই, প্রতিয়োগীতা হবে মানের, ভাবের না...

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

মুসাফির নামা বলেছেন: এই নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছি।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৫

মনোপোল বলেছেন: ভাই লিন্ক দেন, পড়ব, ধন্যবাদ

৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

মনোপোল বলেছেন: ভাই আপনার পোষ্ট টা খুজে পেলাম না, লিন্ক
টা দেন, পড়ার ইচ্ছা আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.