নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

সুখ ??? জিনিসটা আসলে সোনার হরিন???

২০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

সুখের ই পৃথিবী

সুখের ই অভিনয়

আসলে কেও সুখী নয়।



(আইয়ুব বাচ্চুর একটি গান)



ঘর থেকে বাহিরে আপন পর প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করি যখন

“কেমন আছেন” কাওকে পাইনা শত ভাগ পরিতৃপ্ত হসিমুখে

বলতে হ্যা আমি সুখী ।

সবার হাজার ধরনের সমস্যা।



এজন্য মনে হচ্ছে সুখ ???

জিনিসটা আসলে সোনার হরিন???



মনে প্রশ্ন আসে

আমরা সবাই কি সুখী?

কতটুকু সুখী?



নাকি সুখে থাকতে চাই

তাই ভান করি।

সবসময় কেন যে মনে হয়



কি যেন নাই

কি যেন পাই নাই।

এরকম অপ্রাপ্তির বেদনা

হাহাাকার আমার মনে হয় মানুষ মাত্রে আছে।



কবিগুরু স্বয়ং বলেছেন

আমি যাহা চাই

তাহা ভূল করে চাই।

যাহা পাই তাহা চাইনা।



কি এক বিপূল হাাহাকার।

মানব মাত্র তার মুখোমুখি হয় প্রতিনিয়ত ।

রুনালায়লার এই গানটা ছোটবেলায় অনেক পছন্দের ছিল



সুখরে তুই আর কতকাল

খেলবি লুকোচুরি

তুই পালিয়ে বেড়াস নিশিদিন।



সবাইকে জিজ্ঞাসা করছি

কে কেমন সুখী ঠিক এই মুহূর্তে ?বেশ সুখী ঠিক এই মুহূর্ত টিতে। সুখটা ক্ষনস্থায়ী এটাই যা প্রবলেম।

তারপর বলি সবাইকে ক্ষনস্থায়ী সুখটাকে ধরে রাখি স্মৃতিতে যা দুঃখের সময়ে

স্মৃতি রোমন্থনে সাহায্য করবে।



সবাইকে বলছি

শুভ সকাল/শুভ রাত(যার যে সময়)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:০১

হামিদ আহসান বলেছেন: "সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে

কিশোরীর মিষ্টি আশা
নাকি ষোড়শীর ভালবাসা
কেউ বলে সবার মনে তোমার বাসা ।।

কারো মনে তুমি আবার চৈতি তৃষা
তুমি বধুর মধুর হাসি
নাকি বিষের বাশী
আমার জানতে ইচ্ছে করে.........................."



কি জানি! সুখ হয়তো সাত্যই এক সোনার হরিণ। ভাল লেখা.....................

২| ২০ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৫

আরজু মুন জারিন বলেছেন: সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
ধন্যবাদ হামিদ ভাই কমেন্টস এর জন্য। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.