নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

শুভসকাল /শুভ রাত (যার যে সময় )

০১ লা জুন, ২০১৪ সকাল ৭:৩২

শুভসকাল /শুভ রাত (যার যে সময় )



সবাই কেমন আছে আজকের এই চমত্কার দিনটিতে ? লিখা লিখি র সময় বের করতে পারিনি আজ। তাই আজ গল্প করি কিছুক্ষণ।



আজ সবাই

মন খুলে

প্রাণ খুলে

ব্যস্ততা সরিয়ে

কিছুটা সময় যদি

বের করে নিতে পারে।



আমার অন্যমনস্ক প্রকৃতি নিয়ে একটা গল্প শেয়ার করি সবার সাথে আমার প্রিয় একটা গান সহ।

===========================================

কোথাও আমার হারিয়ে যাওযার নেই মানা

মনে মনে.

মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা

মনে মনে



সে এক বিচিত্র হারানো।

মনে মনে না শরীরী ।

আমার এপার্টমেন্ট ১৯০৩।

কয়েক দিন আগে বাসায় এসে দরজা খোলার চেষ্টা করছি দুই মিনিট ধরে।

দরজা খোলেনা ব্যাপার কি?

এক পর্যায়ে দরজায় লাথি দেওয়া শুরু করলাম।

তখন দেখলাম ব্যাপারটা কি?

১৬০৩ ।খোলার চেষ্টা করছি।নিজের চাবি দিয়ে অন্যের দরজা খোলার চেষ্টা করা।

ভাগ্যিস বাড়ির মালিক ঘরে ছিলনা।

নাহলে ডাকাতের দুরভিসন্ধি মনে করে পিটানি দিলে মনে করার কিছু ছিলনা। আইনস্টাইন এর প্রেতাত্মা তো মনে হচ্ছে পিছু ছাড়েনি এখনো। সবসময় রং বাস এ উঠে ভুল স্টপ এ নেমে পড়ি। তারপর এদিক সেদিক নিজের বাসার গলি খুজতে থাকি। বন্ধুরা সবাই বেশ ভরসা দিচ্ছে তাই আমি মোটেই আতঙ্কিত নই। প্রতিভাবান মানুষ রা নাকি এমন ই হয়। এই ভেবে আমি বেশ উত্ফুল্ল। আইনস্টাইন এর মত প্রতিভা না পাই কি তাতে তার বিরল অন্যমনস্কতার কিছু টা হাওয়া তো পেয়েছি। সেই অন্যমনস্কতার আলোকে পথ চলছি। কোন দিন না সত্যি সত্যি হারিয়ে যাই পথ ভুলে সেই আতঙ্ক ও কাজ করে মাঝে মাঝে মনে।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: সামহ্যোয়ার পরিবারে স্বাগতম।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:০৪

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

২| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অন্যমনস্ক শরৎ বলেছেন: সামহ্যোয়ার পরিবারে স্বাগতম।

আপনি ফেসবুকের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করতে পারেন।

৩| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:১২

আরজু মুন জারিন বলেছেন: জি প্রথম আলোর অনেক সহ ব্লগার আমার ফেস বুক ফ্রেন্ড। এ জাস্ট কিছুক্ষণের জন্য সবার কুশল জেনে নেওয়া আর কি ? ব্যস্ত যান্ত্রিক জীবনে সময় কি আর পাওয়া যায় কাওকে ফোন করার। তারপর ফান সেন্স এ বলা ফোন নাম্বার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ কমেন্টস এর জন্য।

৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৫

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: শুভেচ্ছা আপনাকে । আমরা একটা বিনেসুতোর বাঁধনে একে অপরের কাছাকাছি থাকি বলেই মনে হয় আমার ।

ভালো থাকবেন সবসময়

৫| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:০৩

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ অপু ভাই। কেমন আছেন ?আপনাকে এখানে পেয়ে বেশ ভালো লাগছে। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

৬| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:০৭

অস্তিত্বহীন মৃতলাশ বলেছেন: আরজু..... আমার ৩মাসের ছোটবোনের নাম.. দুদিন আগে মারা গেছে.. :(

৭| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৩৪

আরজু মুন জারিন বলেছেন: শুনে বেশ কষ্ট হলো। কিভাবে মারা গেল ? আমাকে আপনার বোন মনে করবেন এখন থেকে। আল্লাহ আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে উঠার। অনেক দোয়া শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.