নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী কে প্রার্থনা

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩

পৃথিবী,

তুমি সুন্দর মোহনীয়

বড় কান্তিময়

আহবান করি আজ

বসন্ত দ্বারে

করনা বিতাড়িত তারে ।



খোল আজ তোমার

হৃদয় খোল

আপন পর

আজ ভোল

দিশা না হারিয়ে

মাধুর্য্য শুভ্রতা ছড়াও।



বারে বারে বেদনা

হৃদয়ে আজ

জেগে উঠছে মাঝে

দিশা হারায়ে আজ

বাজাও বাজাও

হৃদয়ের হাহাকারে

পল্লবে পল্লবে বাজাও ।



আজ সাজাবে কি বাগানে

গাথবে কি মালা

জাগর মুখর প্রভাতে

বজ্রনাদে সঙ্গীত মুখরিত তানে।



মনের মাঝে যে গান থেমেছে

সুর আর লাগেনা ভাল

শ্রান্ত বাশি যে নাই বাজে

মনটা ব্যথায় ভারে।



যা মলিন জরা জীর্ণ

করবে কি শীর্ণ

করুনা ভিক্ষার পাত্র নিয়ে

দাড়িয়েছি আজ শিয়রে।



গানে গানে নৃত্যে

গীতমুখর কলহাস্যে

কর আজ রঞ্জিত

ধরা ,মানব নিমিত্ব।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: অন্যরকম লাগছিলো পড়তে গিয়ে। শেষে এসে তার উত্তর পেলাম। ভালো হয়েছে প্রচেষ্টা।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৮

আরজু মুন জারিন বলেছেন: আমার এখন পড়তে গিয়ে মনে হল খাপছাড়া। তেমন কোন ভাব প্রকাশ হলনা।রবীন্দ্রনাথ এর ছন্দ চুরি করে নিজের নকল ভাব মিশলাম তো ঠিক হয়নি লেখা টা। আসলে নিজের ভাবে থাকা ভাল।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:২৯

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব কমেন্টসের জন্য। শুভেচ্ছা জানবেন।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩১

আরজু মুন জারিন বলেছেন: ভালো হয়েছে প্রচেষ্টা???? নাা.........।খুশি হলাম .কমেন্টসে।

২| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা সরইলো।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪২

আরজু মুন জারিন বলেছেন: ভালো লাগা .কমেন্টসে।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬

অর্বাচীন পথিক বলেছেন: নতুন কিছু
ভাল লাগলো আরজু আপু

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৪

আরজু মুন জারিন বলেছেন: আপু এ নকল। কিছুই হয়নি। ...তবে নিজের সাথে জেদ চেপে গেল এখন। রবীন্দ্রনাথ একজন মানুষ। তিনি লিখেছেন। আমি ওনার লেখা থেকে প্রেরণা নিয়ে চেষ্টা করব সম্পূর্ণ নিজের মত করে লিখতে। আরেকজনের লেখা অনুকরণ করে ভাল লেখা হয়না।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৯

আরজু মুন জারিন বলেছেন: আমি এখন লেখাটা এডিট করব। নিজের স্টাইল নিয়ে আসব।তারপর দেখো তো কেমন লাগে।

৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬

অর্বাচীন পথিক বলেছেন: নতুন কিছু
ভাল লাগলো আরজু আপু

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪১

আরজু মুন জারিন বলেছেন: তোমার এই ছবি টা অনেক সুন্দর হয়েছে। সাদা পোশাক আমার সবচেয়ে পছন্দ।

ধন্যবাদ কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

৫| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভাষাটা মোটেও প্রাঞ্জল নয় বলে শব্দগুলো বুঝতে সমস্যা হচ্ছিলো । এটা ঠিক সাধু ভাষাও নয় । রবীবাবু বলে কথা ।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৪

আরজু মুন জারিন বলেছেন: ভাষাটা মোটেও প্রাঞ্জল নয় বলে শব্দগুলো বুঝতে সমস্যা হচ্ছিলো । এটা ঠিক সাধু ভাষাও নয় । রবীবাবু বলে কথা ।

ধন্যবাদ। এ আমার ও মত।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৬

আরজু মুন জারিন বলেছেন: লেখাটা এখন চলিত ফর্মে নিয়ে আসব। আপনার কোন এডিট এর সাজেশন থাকলে বলবেন কেমন। ভাল থাকবেন। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। শুভেচ্ছা রইল।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৩

আরজু মুন জারিন বলেছেন: এখন আর রবি বাবু নাই। নিজের ভাব নিয়ে এসেছি এডিট করে। এবার দেখুন তো ভাই।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৬

আরজু মুন জারিন বলেছেন: তবে এই লেখার মূল প্রেরণা গীতবিতান থেকে পাওয়া এখ। ছন্দ শব্দ চেষ্টা করছি নিজের প্রয়োগ। আসলে সাধু রীতিতে লিখতে চেয়েছি লেখায় ক্ল্যাসিকাল ভাব আনার জন্য।

৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনিতো খুব সুন্দর কবিতা লেখেন ! মুগ্ধ হয়ে পড়ছিলাম !!

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৫

আরজু মুন জারিন বলেছেন: না ভাই লেখাটা হয়নি। যেভাবে চেয়েছিলাম। রবীন্দ্রনাথ কে নকল করতে গিয়ে খাপছাড়া হয়ে গেছে লেখা টা। আর কাওকে নকল করবনা। নিজের স্টাইল ই ভাল। যা লিখি তাই হবে অর্থ যা তা।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১

আরজু মুন জারিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। বুঝতে পেরেছি আমাকে খুশি করার জন্য মন ভাল করার জন্য বলেছেন। আমি ও মুগ্ধ আপনার আমাকে খুশি করার চেষ্টা দেখে। ভাল থাকবেন ভাই।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৩

আরজু মুন জারিন বলেছেন: আপনি কেন যে অর্থব নাম নিলেন। আপনি যোগ্য ভাল মানুষ আমার দৃষ্টিতে। সবসময় এইভাবে অন্যকে আপ রাখবেন। একটা কথা তেমন কিছু তো না। একজন মানুষের দিন ভাল হয়ে যেতে পারে আপনার সুন্দর প্রেরনাদায়ক মন্তব্যে।

৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু নিজের সামান্য কিছু যোগ্যতা থাকলে না অন্যকে বলবো !

এই কদিনে অনেক লেখা মিস হয়ে গেছে। সময় নিয়ে সব লেখা পড়বো।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৩

আরজু মুন জারিন বলেছেন: কি যে বলেন। এই যে বিনয় আপনার এইত অপূর্ব। কিছু জন আছে তাদের সীমাবদ্ধতা দেখেনা। অন্যের সীমাবদ্ধতা নিয়ে লাফালাফি করে। আমরা মানুষ সীমাবদ্ধ পরিসরে সবাই। কাটিয়ে উঠার চেষ্টা করছি আপন পরিসর। হৃদয়ের দৃষ্টি লেখার দৃষ্টি আমি মনে করি আলোকিত দৃষ্টি। ওই দৃষ্টিতে চলব ,অন্যকে পথ দেখাব। ঔদ্ধত্ব ,কঠিন কথা আমাদের শোভা পায়না। কলমের লেখা হওয়া উচিত বিনয়ী মার্জিত

আপনাকে ধন্যবাদ আপনি ঠিক তাই। খুব ভদ্র বিনয়ী একজন মানুষ।

৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কমেন্ট পড়বার আগে পুনরায় লেখাটা আরেকবার পড়লাম । পরিবর্তনটা সহজেই চোখে পড়েছে । অজস্র ধন্যবাদ আমার কমেন্টটিকে গুরুত্ব দেবার জন্য ।

আরও অনেক ভালো ভালো লেখা আশা করছি ।

ভালো থাকবেন ।

২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০০

আরজু মুন জারিন বলেছেন: আমি সবার মন্তব্য ভালোবেসে পড়ি। আমাকে কবি না মনে করলে স্বস্তি বোধ করব পারসিয়াস ভাই। আমার কবিতায় ছন্দ বাক্যের অনেক গড়মিল পাবেন।

অনেক অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল পুনরায়।

৯| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

দাদা- বলেছেন:
আজ সাজাবে কি বাগানে
গাথবে কি মালা
জাগর মুখর প্রভাতে
বজ্রনাদে সঙ্গীত মুখরিত তানে।


অসম্ভব সুন্দর লিখেছো । খুব ভালো লাগলো। লেখা ধীরে ধীরে আরো উন্নত হয়ে উঠছে ।

লিখে যাও মন ভরে, মন খুশি হয়ে।

বাগান সাজিয়েই তো রাখা আছে।
শুধু বাঁশি নিয়ে কদমতলায় দাঁড়ানোর অপেক্ষা ।

খুব খুব খুব ভালো থেকো ভালোবাসা নিয়ে।

"Wish you and your family - A very very very sweet EID "

EID Mubarak.




(আগে থেকে ঈদের শুভেচ্ছা পাঠিয়ে দিলাম.............যদি Tuesday তে না থাকি )

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১০

আরজু মুন জারিন বলেছেন: সুমন দাদা কি খবর তোমার ? এই দুদিন ছিলেনা যে ? জ্বর কি ভাল হয়নি এখন ও।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৩

আরজু মুন জারিন বলেছেন: আমি যে মধু আদা লেবুর রেমেডি বলেছি তা কি ট্রাই করেছ ? এ দুইদিন খেলে সব ঠান্ডা সর্দি জ্বর কাশি চলে যাওয়ার কথা।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৮

আরজু মুন জারিন বলেছেন: বাগান সাজিয়ে
দাড়িয়ে আমি
রেখেছি বকুল
শিমুল সাজিয়ে
বাঁশি নিয়ে আর ও
দাড়িয়ে কদমতলায় ।
শুধু সেরে উঠ দেখি
হাচি কাশি থেকে।

খুব খুব খুব ভালো থেকো
ভালোবাসা নিয়ে।
খুব খুব খুব ভালো থেকো
ভালোবাসা নিয়ে।

১০| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

দাদা- বলেছেন: "Wish you and your family - A very very very Happy and Sweet EID " EID Mubarak.

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১

আরজু মুন জারিন বলেছেন: Wish you and your family - A very very very Happy prosporous life .........।

১১| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । নিত্য চলুক ভাঙাগড়া, কাব্যে ।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই কমেন্টসের জন্য। ঈদ মোবারক অগ্রিম। ভাল থাকবেন।

১২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা হয়ে যাচ্ছে । বেশতো। এখনও বলবো তোমার গল্প কবিতার চেয়ে ভাল হয় ।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১

আরজু মুন জারিন বলেছেন: সেলিম ভাই কেমন আছেন ? ঈদ মোবারক রইল।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২

আরজু মুন জারিন বলেছেন: কমেন্টসের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন কেমন।

১৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০

জসীম অসীম বলেছেন: আজ আবার আপনার কবিতা পড়লাম। ভালোই হয়েছে। তবে আমার ধারনা , আপনার হাতে গল্প উঠবে চমৎকার। প্লিজ , গল্পে আরেকটু সময় দিন। আপনার হাতে গল্প উঠবে দারুণ। কবিতার শুরুটা অসম্ভব ভালো লেগেছে।

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

আরজু মুন জারিন বলেছেন: আমি মূলত গল্প লিখতে স্বাচ্ছন্দ বোধ করি। কবিতা ঠিক গুছিয়ে লিখতে পারিনা। ছন্দ মাত্র মোটে ই বুঝিনা। তারপর ও চেষ্টা করে যাই আর কি।

ধন্যবাদ জসিম ভাই মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.