নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

শীলমের দৈনন্দিন জীবন (পর্ব-দুই)

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৯



আছ হৃদয় -মাঝে

কতই ব্যথা বাজে

একি তোমার সাজে

ও মোর দরদিয়া



দুয়ার দেওয়া ঘরে

আধার নাহি সরে

আছ তারি পরে

ও মোর দরদিয়া



আসন হয়নি পাতা

মালা হয়নি গাথা

লজ্জাতে হেট্ মাথা

ও মোর দরদিয়া



রবীন্দ্র নাথ এর এই কবিতা টি লিখল আজ ফেস বুকে। মজার ব্যাপার হলো। সবাই ভেবে নিল এই কবিতা টি তার লিখা। সে কিছুক্ষণ মজা করে কমেন্টস না করে চুপ করে বসে রইলো। প্রথমে একটু অস্বস্তি বোধ করছিল সবার ভুল ধারণা ভাঙ্গাতে।



খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল আজ তার। মার ঘরে এসে হাত দিয়ে জ্বর টা দেখল। হাতের স্পর্শে মা চোখ খুলে তাকালো মা।



কিরে এত তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেল ? মা উঠে বসতে চেষ্টা করলেন। মা আবার অসুস্থ হয়ে পড়েছেন।



তাড়াতাড়ি কিচেন এ এসে এক চুলায় আলু সিদ্ধ আরেক চুলায় ভাত বসিয়ে দিল। বুয়া আসছেনা বেশ কিছুদিন হলো। সব কাজের ভার এখন তার উপর। সব রান্না বান্না শেষ করে সবার জন্য বক্স এ রেখে অফিসের জন্য রওয়ানা হলো। অফিস এ যেতে যেতে কিছুক্ষণের জন্য ব্লগ এ ঢুকলো। চমত্কার সব লিখা পড়তে পড়তে আবেগ এ ভেসে গেল কিছুক্ষণ। চিঠি প্রতিযোগিতা চলছে ব্লগ এ তুমুল আয়োজনে। সব বড় বড় কথা মানব মানবী রা প্রতি দিন চমৎকার চিঠি লিখে চলেছেন। চিঠি যেদিন থাকে সেদিন সবাই শুধু চিঠি পড়তে থাকে। চিঠির উত্তর প্রতিউত্তর চলতে থাকে। সে নিজেও লিখল চিঠি প্রেমের চিঠি আবেগের চিঠি। খুব হেলায় ফেলায় লিখা চিঠি সবাই বেশ ভালো বেসে আবেগ নিয়ে পড়ল প্রতিউত্তর ও করলো। একটা চিঠি ছিল এক সহ ব্লগার তার মাকে নিয়ে লিখেছেন। কেদে ফেলেছিল চিঠি টি পড়ে।



সে নিজে লিখল এই কবিতা। কবিতায় আলোড়ন শুরু হয়ে গেল ব্লগ এ। ব্যাপার কি ?



সে ভাবিল

আজ যেইভাবে হোক

বলিবে তার হৃদয় কথা

যত ব্যাথা বেদনা



গাছের তলায় বসিয়া

ভাবিতেছিল আপন মনে

কোকিল ডাকিয়া উঠিল

কুহু কুহু কুহু কুহু।



কুহু কুহু কুহু কুহু।



ময়ুরী নাচিয়া উঠিল

পেখম তুলিয়া।

জিরাফ তাকাইল

গ্রীবা বাকা করিয়া।



আকাশ থেকে নামিল

ঝিরঝির বৃষ্টি

দেখা গেল

রঙীন রঙধনু।



তার বিবেচনায় তা

প্রকৃতির ই উচ্ছাস

তার প্রীতিতে আছে যেন

প্রকৃতির ই নির্যাস।



অফিসে এসে পরের কয়ঘন্টা কাটল অনেক ব্যস্ততায়। যদিও সকাল এ বসের সাথে কিছুটা মনোমালিন্য হয়ে গিয়েছে আজ কাজ নিয়ে। প্রথম ঘন্টা মন খারাপ করে ভাবছিল কাজ ছেড়ে দিবে নাকি। কাজের সময়টুকু তে আজকে আর ব্লগ এ ঢুকলো না যদিও মনটা সারাক্ষণ ব্লগ এ পড়ে ছিল। দুপুরে লাঞ্চ টাইম এ তাকে অবাক করে একজন অফিস এ আসল। দেখা করতে গিয়ে অবাক হয়ে হয়ে গেল যখন পরিচয় পেল সামি তার ফেস বুক এর একজন ফ্রেন্ড। অফিস এ একটা রুলস মেনে চলতে হয়। সে চায়না তার ব্যক্তিগত জীবনের কেও এসে অফিসে তার সাথে দেখা করে কোনো রকম জরুরী প্রয়োজন ছাড়া। অফিস এ মন খুলে কথা বলার পরিবেশ থাকেনা। তবু সামি যেন তার মনে কিছুক্ষণের জন্য দখিনা হাওয়ার পরশ বুলিয়ে গেল। যা ভেবেছিল কল্পনায় মোটেই সে দেখতে তেমন নয়। সাদা মাটা চেহারা সাধারণ পোশাকের সহজ সরল এক যুবক। তবে তার চোখ গুলি বেশ বুদ্ধি দীপ্ত উজ্জল যা প্রথম দর্শনে তার মন কেড়ে নিয়েছিল।



সে ও হই হই করে তার স্বভাসুলভ ফাজলামির ভঙ্গিতে বলে উঠলো

শীলম শীলা

কই গেলা

এত খুজি

তোমায়

পাইনা দেখা।



হাসতে হলো। কথা বলতে হলো। লাঞ্চ টাইম এ বাহিরে আসল বসের অনুমতি নিয়ে। দুজনে একটা রেস্টুরেন্ট এ ঢুকে খেল। অনেক কথা হলো দুজনের। ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করলো দুজনে। মা এর অসুখের কথা জানতে সামি বেশ ব্যস্ত হয়ে পড়ল।



বিকাল এ আসছি তোমাদের বাসায়। মাকে সালাম করতে যাব উইথ মিষ্টি। তুমি চাইলে আংটি ফুল সহ আসা যেতে পারে। ভবিষ্যতের কথা ভাবা যেতে পারে।



আচমকা মনে কাপন তুলে বোমা ফাটানোর মত কথা বলে সামির প্রস্থান।



দোটানায় পড়ে গেল শীলম।



(পরবর্তীতে )

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৭

লেখোয়াড় বলেছেন:
"আচমকা মনে কাপন তুলে বোমা ফাটানোর মত কথা বলে সামির প্রস্থান"

নাটকীয় মোড়, আশাকরি সামনে আরো জমাট হবে।

শুভ সকাল।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৬

আরজু মুন জারিন বলেছেন: সালাম শুভেচ্ছা লেখোয়াড় ।কেমন আছেন? শুভ সকাল আপনাকে ও।আমার অবশ্য এখন রাত।ঘুমের সময়।কিছুক্ষন পরে ঘুমিয়ে পড়ব।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু মুন জারিন বলেছেন: খুশী হলাম লেখাটি পড়েছেন বলে।অনেক ধন্যবাদ।ভাল থাকবেন কেমন।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

bakta বলেছেন:

সাবাশ! দেবী, দারুন গল্প
এবার জমবে মজা,
হতাম যদি সামির আমি
উড়ত প্রেমের ধ্বজা।

প্রেমটি করে বিয়ে করে
করতাম সুখে ঘর,
বক্তা হয়ে কাল হলো আজ
সবাই যে মোর পর।

কি আর হবে থাকনা ওসব
আর ভেবে কি লাভ,
এমন আপন কেউ নেই গো
যার সাথে মোর ভাব ।

লিখে যাও দেবী প্রেম দিয়ে মোড়া
মিষ্টি প্রেমের গল্প,
মধু দিও তাতে খুব বেশি না
সামান্য ঐ অল্প ।



থাকুন ভালো সবসময়
শুভেচ্ছা রইল সাথে,
দেখা হবে আমার ব্লগে
সকাল দুপুর প্রাতে ।



০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০০

আরজু মুন জারিন বলেছেন: সাবাশ! দেবী, দারুন গল্প
এবার জমবে মজা,
হতাম যদি সামির আমি
উড়ত প্রেমের ধ্বজা।

ওহ বক্তা অসাধারন
ছন্দের যাদুকর সত্যেন্দ্র দত্ত একেবারে।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

আরজু মুন জারিন বলেছেন: প্রেমটি করে বিয়ে করে
কর সুখে ঘর,
কে আটকায় আর
বক্তা হয়ে ভাল তো হলো আজ
সবাই দেখি তোমার আপন
হল কোথায় পর??

...................মিলাও ছন্দ বক্তা।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬

আরজু মুন জারিন বলেছেন: ভাব ভাব বেশী করে ভাব
বল কেন ভেবে কি লাভ,
আমি তো সেই আপন
যার সাথে তোমার ভাব ।

হাহ হাহ .......বকে যাচ্ছি ।ঘুমের সময় তো।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮

আরজু মুন জারিন বলেছেন: লিখব আমি গল্প
যা বললে তুমি দেবা
মিষ্টি প্রেমে মোড়া
মধু দিতে পারি সামান্য
নেইতো অসুবিধা

...............।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

আরজু মুন জারিন বলেছেন: থাকুন ভালো সবসময়
শুভেচ্ছা রইল সাথে,
দেখা হবে আমার ব্লগে
সকাল দুপুর প্রাতে ।

আর লিখিনা কবিতা।সবাই ভাববে আমি জীবনে কবিতা পড়িনি চোখে দেখিনি।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১২

bakta বলেছেন:
সত্য দত্ত পারি কি হতে ?
সে যে ভীষণ শক্ত,
যদিও আমি সত্যেন্দ্রের
দারুন বড়ো ভক্ত ।

তবুও খুশি এ সব শুনে
মোর লাগি কর দোয়া,
সবার মাঝেই থাকি যেন আমি
জাই না যেন গো খোয়া ।

----------------------------

প্রেম করবো সাধ্য কি
সে রম প্রেমিকা কই,
আমার প্রেমিকা ঝুলিতে ভরা
গল্প কবিতার বই ।

তাদের জন্য কেটে গেল কাল
আজি যায় যায় যৌবন,
আর কি ফিরে পারবো যেতে
ফেলে আসা মৌবন ?

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

আরজু মুন জারিন বলেছেন: সত্য দত্ত হয়ে গেছ
তুমি, ছন্দটা যে বলে
গেল তাই ,তোমার কাছে তা
শক্ত নয় মোটে বক্তা
আমি বড়ো ভক্ত
তোমার , বেশী
সত্যেন্দ্রের চেয়ে ।

যাই হোক বক্তা দেবা
আমি নই দক্ষ ,মেলাতে ছন্দ
তোমার মত আর
সত্যেন্দনাথ দত্তে..

হেসোনা কো ছন্দে।
ভাল থাকুন দেবা।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

আরজু মুন জারিন বলেছেন: অবশ্য ই করি দোয়া
করি বা না করি
তুমি অবশ্য থাকবে
সবার মাঝে
কবিতায় ছন্দে বক্তব্যে
ভূবন আলোকিত করে।

অনেক শুভেচ্ছা।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

আরজু মুন জারিন বলেছেন: প্রেম করবো সাধ্য কি
সে রম প্রেমিকা কই,
আমার প্রেমিকা ঝুলিতে ভরা
গল্প কবিতার বই ।
+++++++্

আমার ও তাই
গল্পের বইয়ের সব চরিত্ররা
প্রেমিক বইয়ের সাথে সাথে
নাই কোন হতাশা
মনোঃকষ্টের বেদনা।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

আরজু মুন জারিন বলেছেন: তাদের জন্য কেটে গেল কাল
আজি যায় যায় যৌবন,
আর কি ফিরে পারবো যেতে
ফেলে আসা মৌবন ?

চমৎকার বক্তা দেবা
অনেক ভাল লাগা
তোমার কথায়
ছন্দে, বক্তৃতায়
কবিতার মাধুর্য্যে।

পারবে যেতে ফিরে
একদিন তোমার মৌবনে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালইতো হয়েছে আপু শুরুটা। অপেক্ষায় রইলাম...

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১০

আরজু মুন জারিন বলেছেন: এ শুরু না কান্ডারী ভাই দ্বিতীয় পর্ব।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১১

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভে্ছা রইল কান্ডারী ভাই।

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: খুব চমকপদ লাগল ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

আরজু মুন জারিন বলেছেন: আমার ও খুব চমকপদ লাগল কমেন্টস। ধন্যবাদ পরিবেশ বন্ধু।

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

bakta বলেছেন: ভাব ভাব বেশী করে ভাব
বল কেন ভেবে কি লাভ,
আমি তো সেই আপন
যার সাথে তোমার ভাব ।

হাহ হাহ .......বকে যাচ্ছি ।ঘুমের সময় তো।[/sb



ঘুমের ঘোরে প্রলাপ বকে
মনের ঘোরে বিলাপ,
কই গো তুমি আপন আমার
করলে কথার খেলাপ ।

আমার সাথে তারি আছে ভাব
যে মোর মনের মাঝে,
দেখিবারে তারে সামুতেই থাকি
নিত্য সকাল সাঁঝে ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

আরজু মুন জারিন বলেছেন: ভাব ভাব বেশী করে ভাব
ভেবে কর বের ,
তুমি ও আমার
সেই আপন
যার সাথে আমার ভাব

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

আরজু মুন জারিন বলেছেন: ঘুমের ঘোরে প্রলাপ
মনের ঘোরে বিলাপ,
তুমি আপন আমার
করলে কথার খেলাপ ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

আরজু মুন জারিন বলেছেন: তার সাথে ভাব
যে আছে মনের মাঝে,
দেখি তারে সবসময়ে
নিত্য সকাল সাঁঝে ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

আরজু মুন জারিন বলেছেন: আমার সাথে তারি আছে ভাব
যে মোর মনের মাঝে,
দেখিবারে তারে সামুতেই থাকি
নিত্য সকাল সাঁঝে ।

++++++++++++++++++্

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

bakta বলেছেন: লেখক বলেছেন: থাকুন ভালো সবসময়
শুভেচ্ছা রইল সাথে,
দেখা হবে আমার ব্লগে
সকাল দুপুর প্রাতে ।

আর লিখিনা কবিতা।সবাই ভাববে আমি জীবনে কবিতা পড়িনি চোখে দেখিনি।[/sb




কবিতাই জীবন ছড়া মোর প্রাণ
তারি লাগি মন মোর করে আনচান।

শুভেচ্ছা রইল তাতে
দেখা হবে মোর সাথে
সকাল দুপুর প্রাতে ।
এখন ঘুমাও স্বপ্ন দেখিও
নিঝুম মধুর রাতে ।


৮| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো --- পরের পর্ব নিয়ে আসুন

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ লায়লা আপা কমেন্টসের জন্য। শুভেচ্ছা রইল।

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

সকাল রয় বলেছেন:
বাহ! দারুন তো!!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ সকাল রয়।ভাল থাকবেন।

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। পোস্টে ২য় প্লাস +

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

আরজু মুন জারিন বলেছেন: সেলিম ভাই কেমন আছেন?

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

আরজু মুন জারিন বলেছেন: আচ্ছা দ্বিতীয় প্লাস বলছেন কেন? যাই হোক কমেন্টসের জন্য ধন্যবাদ।শুভেচ্ছা রইল।

১১| ১১ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১০

রাজিব বলেছেন: "আচমকা মনে কাপন তুলে বোমা ফাটানোর মত কথা বলে সামির প্রস্থান। "
টানটান উত্তেজনায় শেষ হল এই পর্ব। উপন্যাসটি বেশ ভাল হয়েছে। দোয়া করি একদিন অনেক বড় লেখক হবেন আপনি এবং আপনার গল্প ও উপন্যাস লক্ষ লোকে পড়বে।
এর পরের পর্ব কবে আসছে?

১২| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

জসীম অসীম বলেছেন: অসাধারন। আপনার লেখা-অসম্ভব ভালো লেগেছে। ভালো থাকবেন বাগানের ফুটন্ত গোলাপের রঙের ঘ্রাণের মতো। ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৩

জুন বলেছেন: পড়তে খুব ভালোলাগছে । কিন্ত পর্বগুলো আরেকটু বড় করে দিলে ভালো হতো না কি ?
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.