নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

শীলমের দৈনন্দিন জীবন (পর্ব -তিন )

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১





অনেকক্ষণ ধরে চাদনী চক এর একটা দোকানে শীলম ঘুরছে। মায়ের জন্য উল কিনতে এসেছে সে। খুব শখ মায়ের সবার জন্য নিজের হাতে মাফলার মোজা এসব বানানো। তার জন্য বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন রং এর উল এর খোজে সে চষে ফেলছে গোটা চাদনী চক। দুইটা কালার এখন ও ম্যাচ করাতে পারেনি । তখন ই সচেতন হল সে।



কেও একজন তাকে অনুসরণ করছে। যখন পিছন ফিরে দেখার চেষ্টা করে কাওকে সন্দেহ করার মত পায়না। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেও তার পিছন পিছন আসছে। রাত নয়টা বেজে যাচ্ছে প্রায়। তাড়াতাড়ি বাসায় ফেরার তাগিদ অনুভব করল। এত ভিড় এই জায়গায়। ভিড়ের মধ্যে কেও একজন তার গায়ে হাত দিল। শীলমের মনটা বিরক্তি আর ক্ষোভে ভরে গেল। যত তাড়াতাড়ি সম্ভব ভিড় ঠেলে রাস্তায় আসার চেষ্টা করল। আজকে আর কেনা যাবেনা কালকে এসে চেষ্টা করবে আবার।



রাস্তায় আসা মাত্র তার পাশে ব্রেক কষে গাড়ি থামল। ভিতর থেকে কেও হাত বাড়িয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিল। সে কিছু বুঝে উঠার আগে কেও মুখে চেপে ধরল রুমাল। চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল।



লাপ দিয়ে বিছানায় উঠে বসল সে। একি অলুক্ষুনে সপ্ন রে বাবা। বুকটা এখন ও ধড়ফড় করছে ওর।



ঘড়িতে বাজে তিনটা। এই অসময়ে ঘুম ভাঙ্গা অর্থ আর ঘুম আসবেনা। তাই উঠে কম্পিউটার খুলে বসল।ব্লগ এ ঢুকল। চমত্কার চমত্কার চিঠি। পড়তে পড়তে একটু আগের বাজের সপ্নের রেশ কেটে গেল। মন এখন বেশ হালকা লাগছে।



সে ও লিখল হালকা ছোট কবিতা। অনেক এ বেশ মজা পেল। এইধরনের কবিতা তুমি লিখ। তোমাকে সিরিয়াস লেখিকা জানতাম।



সামি তার ইনবক্স এ মজার কবিতা লিখে পাঠাল।



বাঁধনে বাঁধাও মোরে কাঁদাও



মনে মোর বাসনা

কেন কাছে আস না



কাছে ,আমার আকাশে



চেয়ে থাকি শুধু

মন করে ধুধু



কিসের হাহাকারে

বারে বারে



অনেক গভীরে

মন মন্দিরে



বাঁধনে বাঁধাও

মোরে কাঁদাও ।



সামি বলছে মজা করে তোমাকে নিয়ে অতঃপর লিখলাম কবিতা। তুমি ও তো লিখছ আমাকে নিয়ে তাইনা ?



নাহ তোমাকে নিয়ে না ভিতরে যে আছে আমার আরেকজন তাকে নিয়ে , দুষ্টুমির সুরে বলে শীলম।



নাহ মেয়ে তোমাকে বুঝিনা। খুব দুর্বোধ্য তুমি সময় সময় আমার কাছে।



বেশি বুঝনা। আস্তে আস্তে আমাকে বুঝ তাই চাই। সম্পূর্ণ বুঝে গেলে তো আগ্রহ হারিয়ে ফেলবে বলল সে হেসে।



আগ্রহ হারানোর কি আছে। আমি তোমাকে ভালবাসি তোমাকে চাই। তুমি কি চাওনা আমাকে খুব আগ্রহে ব্যাকুল ভাবে সামি তাকিয়ে থাকে তার দিকে।



সামিকে সব কিছু বলতে পারছেনা। মা বাবার ইতিমধ্যে তার জন্য পাত্র দেখা শুরু করছে। সে মাকে বলতে পারছেনা সব কথা। অবশ্য সামিকে ঠিক স্বামী হিসাবে এখন ও চিন্তা করেনি। শুধূ কথা বলতে ই ভাল লাগে বা ভাল একজন বন্ধু ই বলা যায়। সামি র আবেগ দেখে তাকে প্রত্যাখান করবে, কিভাবে দুঃখ দিবে তাই ভাবে সে।



সকাল দশটা বাজে। আজকে বাসায় খুব হুড়াহুড়ি। ব্যাপার কি ? জানা গেল কানাডা প্রবাসী এক ভদ্রলোক আজ আসছেন তাকে দেখতে।



মনটা বিষন্নতায় ডুবে গেল ওর। এখন মা বাবা কে তার কোন ইচ্ছা অনিচ্ছার কথা বলতে পারবেনা। এত অসহায় আর অসুস্থ দুজন।



বিকাল পাচটা। যথাসময়ে পাত্রপক্ষ হাজির। পাত্রের এর মামা , বোনসহ পাত্র নিজে। ওর বুকের ভিতরে কাপতে লাগল। এতক্ষণে সে তার সপ্নের অর্থ টা বুঝতে পারল। মা বাবাকে বলতে পারলনা সে দেশের বাহিরে যেতে চায়না।



(পরবর্তীতে)

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

bakta বলেছেন:









শুভ সকাল ! হে দেবী । আশাকরি ভালোই আছেন ।
হুম ! দেবী এক নিশ্বাসে পড়ে ফেললাম পর্ব নং ৩ । বিষন্নতায় ভরে গেল মন। কিন্তু লেখা বেশ ভালো লাগলো।

জানিনা দেবী কি রেখেছেন
শীলম-সামির কপালে,
ভাগ্যদেবী আরজুরাণী
জানাবেন কাল সকালে ।


শুভেচ্ছা জানালাম - ভালো থাকুন ।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

আরজু মুন জারিন বলেছেন: সকাল পার হয়ে গেল অবশ্য। আমি বাহিরে ছিলাম।আমি পার্ট টাইম জব এ ঢুকেছি। মাত্র ঘরে আসলাম। ভাল আছি বক্তা দেবা। আপনার কি খবর ?

খুশি হলাম গল্প টি পড়েছেন শুনে। তবে নিশ্বাস বন্ধ করে রাখা উচিত ছিলনা। পড়ার ফাকে ফাকে অবশ্যই নিশ্বাস নিতে ভুলবেন না। মাঝে মাঝে ডিপ ব্রেদিং করবেন।

লেখা ভাল লেগেছে শুনে খুশি হলাম।

যা বাস্তব যা হয় সবসময়
তা হবে শীলম-সামির কপালে,
ভাগ্যদেবী হলে আমি
হত ভাল। ..যাই হোক। .
থাকুন ভাল সবসময় ।


শুভেচ্ছা রইল ।

২| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

রাজিব বলেছেন: উপন্যাসটা খুব ভাল লাগছে। যদি সম্ভব হয় অন্য সব কিছু বাদ দিয়ে এটি চালিয়ে যান। আপনার লেখার হাত সুন্দর অনেকেই বলে। এবং এ উপন্যাসটি হয়তো খুব সাদামাটা মানুষকে নিয়ে লিখছেন যাদের জীবনে খুব বেশী অসাধারণ কিছু ঘটেনা। কিন্তু আপনার বর্ণনা ও উপস্থাপনা দুইই ভাল লাগছে।
আমি জানি না আপনি আমার এ লেখাটি পড়েছেন কিনা?
আলেক্স হেলি’র স্বপ্নের ছায়ারাজ্যঃ লেখক হতে চান এমন যে কারো পড়া উচিত
Click This Link

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৪

আরজু মুন জারিন বলেছেন: হ্যা এই লেখা যখন প্রথম লিখেছিলাম ব্লগ এর প্রতি খুব ভালবাসা নিয়ে লিখেছিলাম। পরে অবশ্য কেও কেও আমাকে নিষেধ করেছিল লিখা টা কন্টিনিউ না করতে। তখন বন্ধ করে দিয়েছিলাম লেখা টা। আপনারা চাইলে লিখব আবার।

এ লেখাটি খুব সাধারণ (আমার মত ) এক মধ্যবিত্ব ঘরের মেয়ে কে নিয়ে লিখা। মেয়েটির পরে আস্তে আস্তে উত্তরণ হবে যদি লেখাটি কন্টিনিউ করতে পারি। আপনার কথা অবশ্য মনে রাখব।

অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ রাজীব ভাই মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ বৃশ্চিক রাজ। .কথা কোথায় ?

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭

আরজু মুন জারিন বলেছেন: রাজীব ভাই আপনার লেখাটি পড়েছি। পোস্ট এ মন্তব্য করেছি। দেখে নিতে পারেন। অনেক চমত্কার লিখেছেন। ভাল থাকবেন সবসময়।

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৮

জুন বলেছেন: আপনার বর্ণনা ও উপস্থাপনা নিয়ে চলছে আপনার উপন্যাস আরজু মুন জারিন । লিখতে থাকুন সাথেই আছি :)
+

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

আরজু মুন জারিন বলেছেন: আপ্নার ব্লগ বাড়ি মাত্র ঘুরে আসলাম। বেশ লাগল। পরে সময় করে অন্য পোস্ট ও পড়ব।
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। শুভেচ্ছা রইল।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

জুন আপু যা বলেছেন সেটা আমারও কথা। আপনার বর্ণনা ও উপস্থাপনা খুব ভাল। সাথেই আছি।

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আরজু মুন জারিন বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ কান্ডারী ভাই। শুভেচ্ছা রইল।

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শীলমের জীবন কাহিনীতে উত্তেজনা এলো বলে
সাথেই আছি !

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আরজু মুন জারিন বলেছেন: শীলমের জীবন কাহিনীতে উত্তেজনা এলো বলে
সাথেই আছি ! ...।

সাধারণ মধ্যবিত্ত মেয়ের জীবন কাহিনী। উত্তেজনা থাকার কথা না। ব্লগ এর মাধ্যমে বৈচিত্র্য আনার চেষ্টা করা।

অনেক অনেক খুশি হলাম অভি আপনাকে আমার ব্লগ এ পেয়ে। ভাল থাকবেন কেমন।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । তবে আগের পর্বগুলো রিকল করতে পারছি না । সময় পেলে আবার পড়ব ।

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

আরজু মুন জারিন বলেছেন: আসলে লিংক টা ইচ্ছে করে দেইনা। এক পর্ব পড়া ই তো কষ্টকর। চাইলে পরে লিংক দিয়ে দিব।
ধন্যবাদ মামুন ভাই কমেন্টসের জন্য। আমি আবার ও ঘুরে আসলাম আপনার ব্লগ বাড়ি নুতুন পোষ্টের জন্য। কম্পিউটার হাসপাতাল থেকে ফিরেনি ?

এই পর্ব টি পড়ার জন্য কৃতজ্ঞতা। ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

৯| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক সুন্দর X( :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ নুর আলম ভাই। শুভেচ্ছা রইল। অনেক অনেক খুশি হলাম অভি আপনাকে আমার ব্লগ এ পেয়ে। ভাল থাকবেন কেমন।
...................

১০| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার গল্পতো। শুভকামনা নিরন্তর

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আরজু মুন জারিন বলেছেন: আপনার গল্প ও চমত্কার। পড়ে এসেছি মাত্র।

ধন্যবাদ রাইসুল অনেক শুভেচ্ছা আপনাকে। ভাল থাকবেন।

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

দীপান্বিতা বলেছেন: ভাল...চলুক...

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৯

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা দিদি কমেন্টসের জন্য। অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬

অর্বাচীন পথিক বলেছেন: আমি যে ১-২ পড়িনি তাই আমার কাছে কেমন লাগছে। আজকেই সব গুলো পড়বো। ভাল হচ্ছে আপ, বাদ দিয়ো না।

আজকাল আমার ব্লগয়ে পাইনা যে। আমার উপর আবার রাগ হলে না কি ?
আজ রাতে একটা পোষ্ট করবো । খুব দূর সাহস করে একটা লিখেছি আশা করি পড়বে।
শুভেচ্ছা রইল

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

আরজু মুন জারিন বলেছেন: পাগলী তোমার সাথে কে রাগ করে ? এত ভাল বেসে আমার পেজে আস, কমেন্টস কর কত। আমি তো জানি তুমি আমাকে কত কেয়ার কর। আজকে দেখেছ তোমার দুইটা লেখায় চার টা কমেন্টস করেছি। আগের দুইদিন অনেক ক্লান্ত ছিলাম। আর সত্যি তোমার লেখা প্রথমে দেখিনি। সামুতে তো প্রতিঘন্টায় প্রচুর পোস্ট রিলিজ হয় , ওইভাবে খেয়াল না করলে অনেক পোস্ট চোখের আড়ালে চলে যায়।

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২১

আরজু মুন জারিন বলেছেন: অনেক সুন্দর লিখেছ। আর ভয় পেতে হবেনা। এইভাবে ই লিখে যাও। হবে একদিন তোমার। তোমার জন্য অনেক শুভকামনা রইল।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৫

রাজিব বলেছেন: এ গল্পের পরের পর্ব কবে আসছে? এর পর কি হল জানার কৌতূহল।

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৯

আরজু মুন জারিন বলেছেন: রাজীব ভাই এই গল্প আপনি ছাড়া আর কেও তেমন পড়ছেনা তো দেখি। তাই একটু আগ্রহ কমে গেল। আপনি চাইলে সামনে আসবে। তবে আপনি ও একটা লেখা লিখে ফেলুন তো জলদি জলদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.