নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

আজ অন্যরকম একটা দিন

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৯



আজ অন্যরকম একটা দিন।বছরের শেষ দিন।রিভিউ করছি।পুরানো একটি গল্প শেয়ার করছি সবার সাথে।অধিকাংশের পড়া সম্ভবত তবু ও আজ পুরানোতে দিলাম ডুব।সবাইকে অনেক শুভেচ্ছা/ভালবাসা সহ গল্পটি পড়ার আমন্ত্রন রইল।

=============================================

মূল গল্প:

রোজ দিন তার এক হাঙ্গামার দিন।কাজ শেষে করে বের হতে যাবে কোথা থেকে আর ও কিছু উটকো কাজ এসে জুড়ে যায়।শিডিউল সময়ে কাজ শেষ করে কখন সে বের হতে পারেনা ।আজকে সাতটার মধ্যে বাসায় না পৌছলে স্ত্রীর সাথে বাকযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তিনবছর হল তার বিয়ে হয়েছে।তার ফুটফুটে একছরের পুত্রসন্তান আছে।



সে এক বহজাতিক কোম্পানীতে কাজ শুরু করেছে কিছুদিন হল। এক্সপোর্ট প্রডাক্ট শিপিং দেখাশোনা করে।সবসময়ে বলা যায় দৌড়ের উপর থাকে।অত্যন্ত ব্যাস্ত মানুষ ।অফিসের কাজ আর তার জমিসংক্রান্ত আরও কিছু ব্যাক্তিগত কাজ শেষ করে যখন সে বাসায় ফিরে তখন সত্যি তার সময় শক্তি ইচ্ছা সবকিছুতে ভাটা পড়ে যায় স্ত্রী পুত্র কে নিয়ে বাহিরে যাওয়ার।সে খুব অপরাধবোধে ভোগে স্ত্রী পরিবারকে সময় দিতে না পারার জন্য।স্ত্রীর অভিযোগের জবাবে শুধু এটা বলে নিরুপায়ের মত আমাকে একবছরের সময় দাও।একটু ঘুচিয়ে নেই।এরপরে তোমার ইচ্ছমত সবকিছু হবে।



সে ভূল করে আজ অন্য রুটের বাসে উঠে পড়েছে।এক্সকারশান বাস।বাস যাবে সিতাকুন্ডু পাহাড় দেখতে।মনে মনে সে উৎফুল্ল হয়ে উঠল দৈনন্দিন জীবনের একঘেয়েমী থেকে মুক্তিতে।তার মনে রইলনা তার স্ত্রী রেডী হয়ে তার জন্য অপেক্ষা করছে।প্রচন্ড ক্লান্তি ঘুমে তার চোখ ভেঙ্গে আসছে।ফোন অফ করে নিমিষে সে ঘুমিয়ে পড়ল বাসে।



দীর্ঘ জার্নির পর অবশেষে বাস এসে পৌছল পার্বত্য চট্রগ্রামের হালিশহর।ওখানে সব যাত্রীরা যে যার মত ভ্যান টাঙ্গা স্কুটারে করে পাহাড়ের কাছাকাছি এসে পৌছল।পাহাড়ের কাছাকাছি পৌছে অবাক হয়ে গেল।প্রথমে মনে হল একেবারে সে পাহাড়ের কাছে দাড়িয়ে আছে।যতই হাটছে পাহাড়ের কাছে আর পৌছতে পারছেনা।



অদ্ভুত তো মনে মনে সে বলে।



পাহাড়ের কাছে এসে লাফিয়ে অনেকটা উপরে উঠে পড়ে।

আহ মনে মনে ভাবে এখানে পরিবেশ অনেক পিসফুল।টেনশান নাই ।কোন দায়িত্ব যন্ত্রনা হেডেক নাই।



পাখীর পাখা ছড়ানোর মত করে হাত দুইপাশে ছড়িয়ে চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শুনতে চেষ্টা করল।



সে স্পষ্ট যেন শুনল পাহাড় বলছে তাকে

তোমাকে আনন্দিত দেখে ভাল লাগছে।

আমার বুকে তোমাকে পেয়ে আনন্দিত হচ্ছি।



তাকিয়ে দেখে আকাশ হাসছে তার দিকে

গাছপালা বাতাস সব যেন তার দিকে তকিয়ে হাসছে।



কিছুক্ষন এভাবে দাড়িয়ে থাকতে থাকতে তার বুকে চিনচিন করে পিন ফুটানোর বাথা অনুভব করল।শিশুপুত্রটির কথা মনে পড়তে লাগল স্ত্রীর কথা মনে হতে লাগল মা বাবা সবাইকে খুব মিস করতে লাগল।সে ভাবল আমি এভাবে একা স্বার্থপরের মত ঘুরতে চলে আসলাম।আশ্চর্য্য কেন?



আমি কি ক্লান্ত হয়ে পড়েছি?



আপনজনদের মাঝখানে



জীবন যাপনের জটিলতায়



দায়িত্বের ভারে



যান্ত্রিক জীবনের যন্ত্রনায়



এই সবুজ শ্যামলিমা প্রাকৃতিক পরিবেশে অদ্ভুত ভাল লাগছে।



তার পাশে এক বাউলকে দেখা যাচ্ছে হাছন রাজার গান গাইতে গাইতে হাটছে।



পরের জায়গা পরের জমীন ঘর বানায়া আমি রই।

আমি তো সেই ঘরের মালিক নই।



হঠাৎ তার পাশে একটা মেয়েকে খিলখিল করে হাসতে দেখে চমকে তাকাল।



সে ভূত দেখার মত চমকে উঠল। ততুমি অবাক হয়ে বলে তুমি এখানে কিভাবে?



সে কি স্বপ্ন দেখছে?এটা কি কোন স্বপ্ন দৃশ্য।বিভ্রমের মত লাগছে।



আমার ও এক প্রশ্ন তুমি এখানে এই সময়ে?হাসতে হাসতে তার স্ত্রী গড়িয়ে পড়ছে।পিছনে মা বাবা মায়ের কোলে তার শিশু পুত্র।



তা তা বাবা আধো আধো ভাবে কথা বলে যাচ্ছে পুত্র।



মা বাবা তোমরা সবাই এখানে কিভাবে?



পাহাড়ের চুড়ায় দেখা যাচ্ছে মেয়েটিকে।গতকয়েকদিন ধরে এই অজানা অচেনা একটা মধুর মেয়েকে স্বপ্ন দেখে যাচ্ছে ।মেয়েটির অবয়ব তার কাছে এখন ও ঠিক পরিস্কার নয়।সবসময় তাকে সাদা সালওয়ার কামিজ ওড়নায় দেখা যায়।ওড়নাটটি ঘোমটা দেওয়ার মত করে পেচিয়ে পরা।



মেয়েটি উপর থেকে বলছে আর উপরে উঠনা।এখানে আগ্নেয়গিরির একটা জ্বালামুখ আছে ।



মা এসে হাত ধরলেন বললেন চল বাবা ঘরে যাই।



সে কি স্বপ্ন দেখছে?এটা কি কোন স্বপ্ন দৃশ্য।বিভ্রমের মত লাগছে।



এইযে এইযে ভাইজান ভাইজান।তাকে ঘিরে আছে তিনচার জন মানুষ।



এতঘুমাইতে পারে মানুষ।ভাইজান আমরা চারজন মিইলা ধাক্কাধাক্কি করি উঠাইছি।বাসের ড্রাইভার বলে।



আপনি কই যাবেন ভাই?জায়গা তো মনে হয় ফালাই আসছেন।



গুড গড স্বপ্ন দেখছিল সে।অনেকদিন পরে সে পরিতৃপ্তির একটা ঘুম দিল ।



ঘড়িতে সময় দেখল ৬:০০ টা এখন সময় আছে।ফোন করে স্ত্রীকে।দায়িত্বশীল স্বামীর মত খোজ খবর নিল বলল



তোমরা রেডী হয়ে থাক।বাসায় এসে ফ্রেশ হয়ে যাব তোমার কাজে এরপর কাজ শেষে মঞ্চ নাটক দেখব।



ওমা স্ত্রী বলে আজকে সূর্য কোনদিকে উঠল?এত সৌভাগ্য।



সৌভাগ্য সে একটু হাসল মনে মনে।আজকে চমৎকার এক অন্যরকম দিনপার করল সে স্বপ্নের জগতে ।



(সমাপ্ত)

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

আমিনুর রহমান বলেছেন:



স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শিখায় বলেই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে সেটা পূর্ণতা আর নাই বা পাক।


গল্পে ভালোলাগা।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

আরজু মুন জারিন বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন।স্বপ্ন আমাদের সামনে এগোতে সাহায্য করে।আমরা জানি স্বপ্ন পূরন হয়ত সবসময় হয়না, হবেনা ।অধিকাংশ ই হয়না ।তারপর ও আবার নুতুন করে স্বপ্ন দেখি নুতুনভাবে বাচব বলে।বাস্তব জীবন ,যাপিত জীবন ,প্রতিদিনের রুটিন মাফিক ক্লান্তির জীবনের সাথে আমাদের স্বপ্নের জীবনের অনেক ব্যাবধান।

তারপর ও আমি বলি স্বপ্ন অবশ্যই দেখব কিন্তু বাস্তবের সাথে তাল মিলিয়ে.।বাস্তব দায়িত্ববোধকে কখন ও উপেক্ষা করে নয়।

অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই চমৎকার মন্তব্যটির জন্য।শুভেচ্ছা রইল অনেকখানি।ভাল থাকুন সবসময়।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো।
অনেক দিন কোন দুঃস্বপ্ন ছাড়া ভালো কোন স্বপ্ন দেখি না ।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

আরজু মুন জারিন বলেছেন: দুঃস্বপ্ন আপনি কেন দেখছেন বলুন তো? দুঃস্বপ্ন দেখার কিছু কারন আছে।

সবসময় টেনশন করলে
স্টমাক প্রবলেম ,ইনডাইজেশান হলে
রাত জেগে হরর মূভি দেখেন নাকি?

আমার জীবন এ খুব ষ্ট্রাগল,অনেক কষ্ট করার পর যে কোন কিছু আর্ন করি তারপরে ও মজার ব্যাপার আমি দূঃস্বপ্ন কমই দেখি।যাহয় হবে একটা কোন কিছু নিয়ে দূঃশ্চিন্তা করিনা।তবে আমি দেখি আ্যলার্ম করা স্বপ্ন ।কোনকিছু নিয়ে কনফিউসড বা স্বিদ্ধান্তহীনতায় যখন ভূগি তখন দেখি ।ওই স্বপ্ন কে মনে করি ডিরেকশান।আমার সোল আমাকে গাইড করছে।আমার ইনটুইশান ভাল।আমি যাই মনে করি তাই হয়ে যায় অনেক সময়ে। ইনটুইশান আমরা সবাই প্র্যাকটস করতে পারি যে কোন ঘটনায় মনোযোগ কেন্দ্রীভূত করার মাধমে।

আচ্ছা এ নিয়ে পরে লেখা যাবে।

আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভেচ্ছা নিবেন।
(আশা করছি আজ রাত অন্তত দুঃস্বপ্ন দেখবেন না।চমৎকার একটা কল্পনা করে ঘুমান দেখি তো আজ রাতে।

ভাল থাকুন কেমন।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: মানুষের সুখস্বপ্নগুলো সত্যি হয়ে নূতন বছরে পরিপূর্ণতা পাক। শুভ ইংরেজি নববর্ষ আরজু মুন জারিন। নিরন্তর শুভ কামনা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

আরজু মুন জারিন বলেছেন: মানুষের সুখস্বপ্নগুলো সত্যি হয়ে নূতন বছরে পরিপূর্ণতা পাক। শুভ ইংরেজি নববর্ষ বিদ্রোহী বাঙালী।

আপনার কিছু স্বপ্ন পরিপুর্নতা পাক নুতুন বছরে এই কামনা।অনেক অনেক ভাল থাকুন আপনি।

নিরন্তর শুভ কামনা রইলো আপনার জন্য ও ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

আরজু মুন জারিন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার পরিবেশ বন্ধু।অনেক ভাল থাকুন আপনি।ধন্যবাদ শুভকামনার জন্য।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: গল্পে ভালোলাগা রইল +


নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

আরজু মুন জারিন বলেছেন: নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ও অপূর্ণ রায়হান।অনেক ধন্যবাদ ।ভাল থাকুন সবসময়।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ইতিবাচকতায় অন্যরকম হোক নতুন বছরের প্রতিটি দিন। হ্যাপি নিউ ইয়ার :)

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

আরজু মুন জারিন বলেছেন: ইতিবাচকতায় অন্যরকম হোক নতুন বছরের প্রতিটি দিন। হ্যাপি নিউ ইয়ার।ধন্যবাদ মইনুল ভাই মন্তব্যের জন্য।ভাল থাকুন পুরো বছর জুড়ে।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

অর্বাচীন পথিক বলেছেন: +++

শুভ হোক নতুন বছর ২০১৫

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

আরজু মুন জারিন বলেছেন: এএএ আপি তুমি কোথায়? তোমাকে আমি খূঁজে মরি।কেমন আছ? সব ঠিকঠাক তো?

অনেক ধন্যবাদ আপু।খুশী হলাম আমাকে ভূলে যাওনি দেখে।ভালবাসা তোমার জন্য অনেক অনেক।

তোমার নুতুন দিনগুলি শুভ হোক।ভাল থেক।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেকদিন পর আপনার গল্প পড়লাম। খুব ভাল লাগল +++

হ্যাপী নিউ ইয়ার আপু। ভাল থাকুন নতুন প্রত্যয়ে।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

আরজু মুন জারিন বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্টস ও পেলাম প্রিয় কান্ডারী ভাই । খুব ভাল লাগল +++

হ্যাপী নিউ ইয়ার । ভাল থাকুন নতুন প্রত্যয়ে আপনি ও।

অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভেচ্ছা রইল।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

মামুন রশিদ বলেছেন: সূর্য প্রতিদিন তার জায়গা মত উঠুক । নিউ ইয়ারের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

আরজু মুন জারিন বলেছেন: এত স্বতসিদ্ধ উইশ করলেন .।সূর্য্যের না শুনে উপায় আছে? বড় সড় একটা উইশ করতে পারলেন না ।অন্তত আমার জন্য।আমি যেন বাংলার জন্য একটা নোবেল পুরস্কার অর্জন করি।লোল।বা অন্তত আপনি বা সামহোয়্যার ব্লগের কেও ...বা বাংলাদেশের যে কোন লেখক বা যে কোন ক্যাটাগরী ।না দূঃখিত আপনার মাথা আর ঘুরিয়ে দিতে চাইনা।

সূর্য্য উঠুক তার জায়গা মত আমার ও এই কামনা।এত তাড়াতাড়ি কেয়ামত দেখতে চাইনা।

অনেক ধন্যবাদ মামুন ভাই স্বতসিদ্ধ মন্তব্যের জন্য।অনেক অনেক শুভেচ্ছা এই ভাইটির জন্য।ভাল থাকুন...আনন্দে থাকুন সারা বছর।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা। নতুন বছরটিতে ভাল থাকুন মুহুর্ত থেকে মুহুর্ত

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

আরজু মুন জারিন বলেছেন: নতুন বছরটিতে ভাল থাকুন মুহুর্ত থেকে মুহুর্ত আপনি ও ইমতিয়াজ ১৩।অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল অনেক অনেক।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

নেক্সাস বলেছেন: নতুন বছর ভালোয় কাটুক

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

আরজু মুন জারিন বলেছেন: আপনার বছর কাটুক সুখে শান্তিতে, অনাবিল আনন্দে।ভাল থাকুন।ধন্যবাদ কমেন্টসের জন্য।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

নুরএমডিচৌধূরী বলেছেন: +++

শুভ হোক নতুন বছর ২০১৫

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

আরজু মুন জারিন বলেছেন: শুভ হোক আপনার বছর টি ও নুর এমডি ভাই।ভাল থাকুন।কমেন্টসের জন্য ধন্যবাদ।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানিয়ে গেলাম গল্পে------ অসাধরণ লিখনী গো আপু

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

আরজু মুন জারিন বলেছেন: আপনার ভালবাসার সম্বোধনে খুশী হয়ে গেলাম আপু।কেমন আছেন

অনেক অনেক ধন্যবাদ এত ভালবাসার আর প্রশংসার কমেন্টসের জন্য।

অনেক শুভেচ্ছা নুতুন বছরের।ভাল থাকুন সবসময়।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো গল্পটা...স্বপ্নগুলো বাস্তবের স্পর্শে মধুময় হয়ে উঠুক।

গল্পটা দু'বার চলে আসছে মনে হয় আপু..

নতুন বছরের শুভেচ্ছা..

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

আরজু মুন জারিন বলেছেন: আপনার স্বপ্ন যেন বাস্তবের স্পর্শে মধুময় হয়ে উঠুক। অনেক ধন্যবাদ তুষার ভাই।আপনাকে ও নুতুন বছরের শুভেচ্ছা।ভাল থাকুন কেমন।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ।

লেখাটা দুইবার এসেছে। ঠিক করে নেন।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

আরজু মুন জারিন বলেছেন: তাইতো দেখছি।একবার ডিলিট করলাম তো।সেভ করা হয়নি মনে হয়।একবার কপি করার পর এন্টার দিলে দ্বিতীয়বার কপি পেষ্ট হয়ে যায় ।ঠিক করলাম আবার।ধন্যবাদ কমেন্টসের জন্য।

আপনাকে নববর্ষের শুভেচ্ছা হাসান ভাই।ভাল থাকুন সবসময়।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

জাফরুল মবীন বলেছেন: অাপনি সবসময় ভাল গল্প লিখেন,বেশ সাবলীলভাবেই লিখেন।এ গল্পটিও বেশ ভাল লাগল।

আপনাকে ও আপনার পরিবারের প্রতিটি সদস্যকে (বিশেষভাবে আয়েশা মামণিকে) জানাচ্ছি নববর্ষে র শুভেচ্ছা।

HAPPY NEW YEAR :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

আরজু মুন জারিন বলেছেন: মবীন ভাই কেমন আছেন? আপনার কমেন্টস পরিবারের আপনজন এর মত মনে হয়।আমার কোন বড় ভাই ঘনিষ্ঠ কোন বন্ধু নাই । আপনাকে দেখলে সেই অভাববোধ পূরন হয় কিছুটা। আপনার আন্তরিক কমেন্টস সবসময় খুব প্রেরনা দেয়।

আপনাকে ও আপনার পরিবারের প্রতিটি সদস্যকে জানাচ্ছি নববর্ষে র শুভেচ্ছা। আয়েশাকে জানিয়ে দিলাম আপনার শুভেচ্ছা।

ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভেচ্ছা রইল মবীন ভাই।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: বেশ চমৎকার একটা গল্প । অনেক ভালো লাগলো । +++++

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৪

আরজু মুন জারিন বলেছেন: আমার অনেক ভাল লাগল কমেন্টস।খুশী হলাম অনেক।ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভেচ্ছা রইল।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আজ অন্যরকম দিন পরীক্ষা দিয়ে এসে অন্যরকম লাগছে । !:#P
গল্প ভাল লেগেছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

আরজু মুন জারিন বলেছেন: আমার ও আজকে গেল অন্যধরনের হার্ড দিন।হেলথ মিনিষ্ট্রীতে যাব হেলথ কার্ড রিনিও করতে।ভূলে অন্য রাস্তায় নেমে পড়েছি।ভয়ন্কর ঠান্ডা আজ।এ আমার কমন ভূল রাস্তায় নেমে পড়া।কষ্ট যেটা হল তারা মূভ হয়েছে অন্য ঠিকানায়। বাসায় এসে গুগল সার্চ করে যে অ্যাড্রেস এ গেলাম তাও ভূল।আমি চলে গেছি সার্ভিস কানাডায় .হবে সার্ভিস অন্টারিও।সিটি নামে এক অফিস, প্রভিন্স নামে আরেক অফিস। পিকিউলার দিন গেল।নয়টা থেকে তিনটা রাস্তায় রাস্তায় ঘুরলাম খাওয়া দাওয়া ছাড়া ।তারপর ও হয়নি কাজ।আজকে আমার লাষ্ট ডেট ছিল হেলথ কার্ড এর।

ভীষন ভীষন ক্লান্ত ..শুধু স্পিরিচূয়ালী আপ হয়ে আছি।এই মানসিক গঠনের জন্য এখন ও সার্ভাইব করে যাচ্ছি।

তো আপনার পরীক্ষা কেমন হল?

অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।শুভেচ্ছা রইল।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

হামিদ আহসান বলেছেন: নতুন বছরে সবার স্বপ্নগুলো পূর্ণতা পাক ..................হ্যাপি নিউ ইয়ার।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৮

আরজু মুন জারিন বলেছেন: নতুন বছরে আপনার স্বপ্নগুলো পূর্ণতা পাক ..................হ্যাপি নিউ ইয়ার।ধন্যবাদ হামিদ ভাই।শুভেচ্ছা পুনরায়।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

এহসান সাবির বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৪

আরজু মুন জারিন বলেছেন: দুঃখিত এহসান নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে তিনমাস পরে। আমি অনেকদিন পরে আমার পোস্ট এ ঢুকলাম। আমি যে গল্প লিখতাম তাই তো ভুলে গিয়েছিলাম যান্ত্রিক জীবনের জটিলতায়।

অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য। ভালো থাকবেন কেমন।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। সুন্দর স্বপ্নের বিরতি মাঝে মধ্যেই বড় দরকার হয়ে পড়ে।
৮ম ভালোলাগা।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩

আরজু মুন জারিন বলেছেন: তনিমা কি খবর ? শুনলে হাসবে আমি এখন ঘুম থেকে উঠলাম। দুইবার ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন ও নাস্তা ও করিনি রান্না করিনি। দেখো আমার অবস্থা। ব্লগ থেকে সরে গিয়েছিলাম লাইফ টা কে শৃঙ্খলায় আনব বলে। .এখন আরো চরম বিশৃঙ্খলায় পড়ে গেলাম।

অনেক খুশি হলাম বোন্ তোমাকে আমার পেজ এ পেয়ে। আমি সবাই কে তুমি বলি ইচ্ছে করে। জানিনা কেও মাইন্ড করে কিনা। তুমি বলি আন্তরিকতার জন্য।

তুমি ভালো থেক কেমন। তোমার জন্য হৃদয় থেকে ভালবাসা।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪

আরজু মুন জারিন বলেছেন: ওমা এহসান তুমি দেখি আবার !! বসন্ত শুভেচ্ছা তোমার জন্য। ভালো থেক।

২৩| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালো লাগলো আপুনি!:)

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৬

আরজু মুন জারিন বলেছেন: অনেক অনেক অনেক ভালো লাগলো আপুনি!আমার ও। ভালো থেক।আদর শুভেচ্ছা রইল অনেক অনেক।

২৪| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: Nice

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৯

আরজু মুন জারিন বলেছেন: ...........।?????? কি? কেন ?ক্লান্ত আপনি বুঝা যাচ্ছে। ধন্যবাদ কষ্ট স্বীকার করে ব্লগ এ আসার জন্য। শুভেচ্ছা রইল অনেক ।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৪

আরজু মুন জারিন বলেছেন: ওহ দুঃখিত সেলিম ভাই আমি খেয়াল করিনি। আপনি আরো দুইবার কমেন্টস করেছেন আগে। ক্লান্ত না বেশি এনার্জিটিক মনে হচ্ছে।
ভালো আছেন তো না ?

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা তার সাথে রইলো শুভেচ্ছা।

২৫| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০০

অর্বাচীন পথিক বলেছেন: কি ব্যাপার আপু ?

কোন খবর নেই কেন ?

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২১

আরজু মুন জারিন বলেছেন: এইত চলে এলাম আপু। তোমাদের ছেড়ে কি থাকা যায় ? কেমন আছ তুমি ? সব ঠিকঠাক তো ?

২৬| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: জুলিয়েটের ব্যস্ততায় রোমিওর দিন কষ্টে যায়।

আপু ব্লগে পাইনা কেনু। কি হলো ? :P

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

আরজু মুন জারিন বলেছেন: সেলিম ভাই কি রোমিও হয়ে গেলেন ? হ্যা রোমিও এর জীবন তো কষ্টের জানেন না ? প্রেমিক দের মাথা থাকে তলোয়ার এর নিচে জানেন না ? ভালবাসা প্রেম কমিয়ে রুপিয়া পৃথিবীর পিছনে দৌড়ান। .জুলিয়েট রা শান্তি পাবে। জুলিয়েট দের কসমেটিকস আর শাড়ি দরকার তো।

আমি জুলিয়েট তো মেক আপ করা ভুলে গিয়ে ডলার এর পিছনে দৌড়াচ্ছি। ..

অনেক ধন্যবাদ আবার ও মন্তব্যের জন্য।

ভালো থাকুন অনেক বেশি বেশি। ..শুভেচ্ছা ও রইলো অনেক বেশি বেশি।
(সব বানান ভুলে যাচ্ছি মনে হয়। )

২৭| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: যান্ত্রিক চারদেয়ালের জীবনে স্বপ্ন একমাত্র অবলম্বন....

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

আরজু মুন জারিন বলেছেন: যান্ত্রিক চারদেয়ালের জীবনে স্বপ্ন একমাত্র অবলম্বন...

হ্যা তাইত। .আমি স্বপ্নে বেচে আছি এখন ও।

কমেন্টস টি মন কেড়ে নিল। ধন্যবাদ ভাই তোমাকে। শুভেচ্ছা রইল।

২৮| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার লেখা আপনার
শুভ কামনা আপু :)

২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৬

আরজু মুন জারিন বলেছেন: খুশি হয়ে গেলাম মন্তব্যে মনিরা সুলতানা। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২৯| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২৬

***মহারাজ*** বলেছেন: অসাধারন গল্প । ভালোলাগা রইলো ।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:০১

আরজু মুন জারিন বলেছেন: বাহ মহারাজ !!!

নামে হয়ে গেল
বিরাট প্রশংসা
মহারাজ এলেন
আমার দরবারে ।

মহারাজ এর পরিচয় জানতে চাই।
অনেক ধন্যবাদ মহারাজ।
শুভেচ্ছা রইল।

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পরে লিখলেন , আমি পড়ছি তারও অনেক দিন পরে । B-)
---- লেট কামারদের একটা সুবিধা আছে , বোনাস হিসাবে অনেকগুলি কমেন্ট, রিপ্লাই পড়া যায় । =p~

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকে চমৎকার এক অন্যরকম দিন পার করল সে স্বপ্নের জগতে।


স্বপ্ন ভালো লাগলো আপু। শুভেচ্ছা।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১১

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

৩৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল লাগা।

৩৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু , আপনার জবাবটা দেখতে অনেক বেলা পেরিয়ে গেল। তাও ভালো লাগছে, আপনার সাথে আমার বেশ মিল। মাঝে মাঝেই হুঠাৎ ব্লগ থেকে নিজেকে গুটিয়ে নেই, নিজেকে গুছিয়ে নেব বলে। লাভ কিছু হয়না। ভালো থাকবেন।

৩৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:০৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৩৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৯

জসীম অসীম বলেছেন: আপনার সঙ্গে পরিচয় যখন হয়, তখন আমি একটি দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকের চাকুরি করেছি।কুমিল্লায়। মাসে মাত্র 10,000/- (দশ হাজার) টাকা বেতনে। 7 মাসের মাথায় দিলাম সেই চাকুরি ছেড়ে।অবশ্য এই মুহূর্তে কুমিল্লায় কেউ আর কাজও দেবে না। কারণ পত্রিকার মালিকদের সঙ্গে আমার কোনোদিনও কোনো হিসাব মিলেনি।তারপর সামু ব্লগে এলাম লিখতে। ব্লক করে দিলো আমাকে। নভেম্বর 2015 এর পর সামু ব্লগ আর আমাকে লিখতেই দিচ্ছে না। এমনকি অনেকদিন আমার ব্লগে আর প্রবেশ করতেও পারলাম না। তবে অনেকদিন পর ব্লগে ঢুকতে পারলেও নতুন ব্লগ আর লিখতেই পারছি না।নতুন ব্লগ লিখতে চাইলেই সামু বলছে: দুঃখিত, একটি ভুল পাওয়া গেছে। এদিকে কুমিল্লা শহরের রাজনৈতিক নেতাদের চরিত্র উদ্ধার করতাম আমি আমার শ্বশুরের 26 বছরের পুরনো এক পত্রিকা ‘নিরীক্ষণ’ দিয়ে। এ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করছিলাম বিগত 4+4=8 বছর ধরে।কিন্তু এখানকার রাজনৈতিক কতিপয় নেতা আমার শ্বাশুড়ি এবং একমাত্র শ্যালিকাকে টাকা দিয়ে বশ করে সেই পত্রিকা তাদের (নেতাদের) চেলাচামুন্ডা দিয়ে কিনে নিয়েছে। এ অবস্থায় আমি এখন প্রায় উন্মাদের মতো হয়ে রয়েছি লিখতে না পারার জন্য। তারপর আবার এ মুহূর্তে বেকারত্বের হতাশায়ও পেয়ে বসেছে। ইদানিং ঈশ্বর-আল্লাহ-ভগবান-সৃষ্টিকর্তায় বিশ্বাসী আমি। শুধু এই কারণে এবং স্ত্রী ও একমাত্র ছেলের (বয়স-8 বছর) প্রতি ভালোবাসা না থাকলে আত্মহত্যাই করে বসতাম।আমার পেশার লোকেরাও আমার বিরুদ্ধে এখন গোপনে কূটনীতি করে। কারণ আমি আমার লেখা দিয়ে তাদের অনেকেরও ভীষণ ক্ষতি করেছি। তবে আমি লেখা দিয়ে যা-ই করেছি, অবশ্যই ন্যায্যভাবেই করেছি। অর্থ-স্বার্থ এবং কোনো শর্তে প্রভাবিত হয়ে কোনোদিনও লিখিনি আমি। অনেকদিন পর আপনার লেখা দেখেও পড়তে পারার স্থিরতা নেই বলে পড়তে পারলাম না। এজন্য খুবই দুঃখিত। পরে আপনার পড়ে নেবো একসময়। এ জন্য ক্ষমা করবেন। 2014 সালের পর মনে হয় এই 2017 সালেই আপনার ব্লগে এলাম।ভালো থাকবেন। চিরকাল। অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.