নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

বার্সেলোনায় শুধু ফুটবল খেলার আনন্দই হয় না। এখানের অলিতে গলিতে অনেক কষ্টের আর অপ্রাপ্তির গল্পও অলিখিত থাকে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪



বার্সেলোনায় কোন চাঁদর কিংবা জ্যাকেট লাগে না এখনও। সেখানের মানুষ এখনও বসন্ত কাটায়। দিনে কিংবা রাতে সমুদ্রের গর্জন শোনা যায় এখানে। ২০ তারিখ রাতে হাটছিলাম এই শহরের প্রশস্ত রাস্তায়। এখানের রাস্তাগুলো আসলেই বেশ প্রশস্ত। তার পাশে আবার সাইকেল এর রাস্তা। ইউরোপের তেমন কোথাও এখন আপনি বসন্ত ভোগ করতে পারবেন না শুধু স্পেন ছাড়া। স্পেনেরও অনেক স্থানেই ঠান্ডা আছে। তবে বার্সেলোনা একটু আলাদা।
রাস্তায় হাটছিলাম। রাতের খাবারের জন্য কিছু কিনব বলে একটা সুপার মার্কেট খুজছিলাম। এখানে মানুষ দেখেই তার আগমনের স্থান অনেকটা ধারনা করা যায়। পাকিস্তানী একটি দোকানে ডুকলাম। কিন্তু দামের কষাঘাতে ছিটকে বের হয়ে আসলাম। ঠিক রাস্তার উল্টো দিকে আর একটি মার্কেট পেলাম। সেখানে গেলাম। আমরা জিনিষপত্র দেখছিলাম। দূর থেকে, ঠিক বাংলা নয় আবার বাংলার মত একটা ভাষার দুইজন মানুষের কথোপকথন ভেসে আসছিল। ক্যাশ টেবিলে তারা বসা। আমি এগিয়ে গেলাম। ভাষাটা আরো ক্লিয়ার হতে শুরু করল। আগেও শুনেছি। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে বের হয়ে এলো দোকানের মালিক ভদ্রলোক সিলেটের সুনামগঞ্জ এর মানুষ। নামটা ঠিক এখন মনে আসছে না।

আমি যেখানেই যাই না কেন আমার চোখ সাধারনত বাংলাদেশী খুজে বেড়াই। কোন দেশী মানুষকে পেলে বুকে নিলে কেমন যেন আলাদা একটা তৃপ্তি পাই আমি। বিশেষ করে যারা আমার মতই বেশ অনেক বছর প্রিয় দেশ ছেড়ে দূরে আছেন। এর আগে অষ্টিয়ার সেই বাংলাদেশী দুই ভাইয়ের কথায় এটা লিখছিলাম।

ভদ্রলোক প্রায় ৭/৮ বছর স্পেনে আছেন। বয়স ৩৫/৪০ হবে। গত ২০১৩ সালে একবার দেশে গিয়ে বিবাহ করে এসেছেন। একটি ছেলে সন্তান আছে তার। তিনি এখনও দেখেন নাই। দোকানটি সে অনেক কষ্টে দিয়েছেন। তবে দোকান যে খুব একটা ভাল যাচ্ছে না সেটা দোকানের শুকিয়ে যাওয়া আপেল আর কমলা দেখেই কিছুটা আন্দাজ করা যায়।
বলছিলেন, "ভাই এখানে অনেক কষ্ট করে এই দোকানটা দিয়েছি। বেশ অনেক মাস যাবত লস দিয়ে যাচ্ছি। প্রতি মাসে প্রায় ১ লাখ টাকা লস যায়। মালামাল তোলা দরকার। তাও পারছি না। প্রায় ১৫/১৬ লাখ টাকা হলে এটাকে আমি দাড় করাতে পারি। খুব কষ্টে যাচ্ছে সময়টা"।

বাচ্চাকে দেখেন নাই। "দেশে যাবেন না?" আমার প্রশ্ন।
"জি ভাই যাব। ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করে। কিন্তু দেশে গেলে আমার এখানের কিভাবে চলবে বলেন!" বললেন তিনি।
অনেক্ষন গল্প হল। দোকানে কাস্টমার ছিল না। তাই আমাদের গল্পে কোন ব্যঘাত ঘটে নাই। আমার সাথে আজারবাইজান এর একটা ছেলে ছিল। দুজনকে সেই শুকনো আপেল থেকেই প্রান নির্যাসিত ভালবাসা জড়িয়ে আপ্যায়ন করলেন। সাথে ফান্টাও দিয়েছিলেন। ফান্টাটা আমার না নেয়ার খুব তোড়জোড় ছিল। কিন্তু তার সাথে পারলাম না।

রাত অনেক হয়েছে। প্রায় ১১/১২ টা। উনার দোকান সারারাত খোলা থাকে। আমাদের উঠতে হবে।

"ভাই, এখানে থাকলে আবার আসবেন। আপনার মত এই ৮ বছরে কেউ এসে খোজ নেয় নাই। আসেন আর একবার বুক মিলাই। দেশে গেলে আমাদের বাড়িতে আসবেন" বলে একবার বুক মিলিয়ে প্রশান্তির আদান প্রদান করলাম আমরা।

"জি, আসব ইনশাল্লাহ। আপনি ভাল থাকবেন। পরিবারের সবাইকে সালাম দিবেন। মন খারাপ করবেন না। কারো কোরবানী কারো প্রাপ্তির বন্ধনী" বলে আমি আর চলে এলাম।
আমি সেদিন বুঝেছিলাম, বার্সেলোনায় শুধু ফুটবল খেলার আনন্দই হয় না। এখানের অলিতে গলিতে অনেক কষ্টের আর অপ্রাপ্তির গল্পও অলিখিত থাকে।
একবার পেছনে তাকিয়েছিলাম।
উনি এখনও তাকিয়ে আছেন আমাদের পথে।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


স্পেনের লোকেরা নিজেরাই কষ্টে আছে, বাংলাদেশীর অবস্হা ভালো হওয়ার কথা নয়।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১০

মনিরা সুলতানা বলেছেন: এ গল্প অনেক শহরের অলিগলির তেই ছড়িয়ে আছে শুধু বার্সিলোনা তে না ।


আপনার লেখায় ভালোলাগা ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

তারেক_মাহমুদ বলেছেন: যদিও কষ্টের কথা তবুও পড়তে ভাল লাগছিল, সুন্দর বর্ননা দিয়েছেন ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

মলাসইলমুইনা বলেছেন: এটাইতো জীবনরে ভাই, এটাইতো জীবন | সোনার চামুচ মুখে দিয়ে আর কতজন জন্মায় আর সোনার থালায় খেয়ে কতজনের বেলা কাটে !

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

অবনি মণি বলেছেন: সুন্দর গল্প।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

পথিক৬৫ বলেছেন: এটা গল্প না। বাস্তব ।।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

তারেক ফাহিম বলেছেন: ভার্সেনলা কেন?

ভিনদেশে স্বদেশের শত্রুকে দেখলেও আলিঙ্গন করতে ইচ্ছে করে।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

অবনি মণি বলেছেন: বাস্তব ইতিহাস তো না; গল্প ই তো নাকি?

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

পথিক৬৫ বলেছেন: গল্প হবে কেন? বাস্তব এটা

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

অবনি মণি বলেছেন: ওকে সুন্দর বাস্তব ইতিহাস। খুশি?

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

পথিক৬৫ বলেছেন: হাঁ হাঁ হাঁ। আমার খুশি কি খুব আবশ্যক?

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

পথিক৬৫ বলেছেন: হাঁ হাঁ হাঁ। আমার খুশি কি খুব আবশ্যক?

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

মোজাহিদ আলী বলেছেন: অসাধারণ উপস্থাপন

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

শাহিন-৯৯ বলেছেন: ভাল থাকুক বিদেশে লড়াকু সব ভাই।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: খুব হৃদয়বিদারক!
আজও বার্সা-লেভান্তে খেলা দেখছিলাম। একবারও এমন কিছু কল্পনাও করতে পারিনি।

পারলে পরে কখনো সাক্ষাৎ হলে জানাইয়েন।
অপেক্ষায় থাকবো।
আর আপনার জন্য আন্তরিক শুভকামনা। স্প্যানিশ-বসন্ত ভালো কাটুক।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রবাস জীবনটাই এমন...

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রবাস জীবন সত্যি মনে হয় অনেক কষ্টের।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিটি প্রবাসী বাঙালী ভাইয়ের এরকম একটি চরম বাস্তব ঘটনা থাকে।

মন ছুঁয়ে গেল।

ভাল থাকুন। শুভকামনা।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

ইমরান আশফাক বলেছেন: আহ্হারে, যাই হোক ভাল লাগলো আপনার পোস্ট টা।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

আটলান্টিক বলেছেন: আরে ওইখানে তো জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশে তো সেটাও নাই।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

সোহানী বলেছেন: জ্বি তাদের এ রক্ত ঝড়া রেমিটেন্স দিয়ে দেশের নেতারা বিদেশ ভ্রমণ করে বউ বাচ্চাদের জন্য শপিং করতে....

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৩

আসিফ ০০ বলেছেন: amio spain thaki, onek safoller golp-o ase ekhane. bangali ra onek valo obosttai ase, USA te geleo onek manus ke rastai ghumate dekhben!!
sorry for my banglish..

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

পথিক৬৫ বলেছেন: ইতিহাস বিজয়িরা যেমন লেখেন তেমন বেদনার গল্প কষ্টিত মানুষই লেখেন। অনেক প্রতিষ্ঠিতও দেখেছি সেখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.