নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

প্রহর।।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬



তুমি আসবে বলে যে বসন্তটি হওয়ার কথা ছিল,
সেটি আর হয় নি।
কারন তুমি আসনি।

তুমি আসবে বলে যে কুয়াশা কেটে যাওয়ার কথা ছিল,
সেটি আর যায় নি।
কারন তুমি আসনি।

তুমি আসবে বলে দক্ষিণে যে বাতাস বয়ে যাওয়ার কথা ছিল,
সেটি আর বয়ে যায় নি।
কারন তুমি আসনি।

তুমি আসবে বলে যে ঢেঊটি থেমে যাওয়ার কথা ছিল,
সেটি আর থেমে যায় নি।
কারন তুমি আসনি।

তুমি আসবে বলে আকাশে যে শুভ্রতা ভেসে উঠার কথা ছিল,
সেটি আর ভেসে উঠে নি।
কারন তুমি যে আসনি।

আর যখন এসেছ আজ,
এই প্রান্ত কালে,
যখন আমি প্রবীণ বড়।

অপেক্ষায় আমার কেটেছে ৭০ টি বসন্ত।
যার সব প্রহর ছিল তোমার আগমনের আয়োজনের,
কিন্তু আজ আর আমি তোমাকে নিতে পারছি না।
কারন, আজ আর আমার বসন্ত তোমাকে আহ্বান করে না।।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০

শাকির অাহমেদ বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

জাহিদ অনিক বলেছেন:


পথিক৬৫,
কবিতাটি অজানা কারণে ভাল লাগলো।

কবিতার অপরের ছবিটা বেশ চেনাচেনা!
এটা কোথা থেকে নেয়া ?

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

নূর-ই-হাফসা বলেছেন: অপেক্ষা অনেক কষ্টের । যাক অবশেষে শেষ হলো ।
কবিতা দারুন হয়েছে ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.