নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

মেয়ের বাবা: "বিয়ে করলে অামার ২ মেয়েকেই একসাথে করতে হবে"!

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০


"আমি আপনার মেয়েকে ভালবাসি। আমি তাকে বিয়ে করব" বলে চিৎকার করে করে মেয়ের বাড়ির সামনে গিয়ে গেলাম। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকলাম।
অনেক পর মেয়ের মামা এসে বলল," এই ছেলে কেন চিৎকার কর তুমি? কি চাও? "
"আপনার ভাগিনীকে ভালবাসি। তাকে আমার সাথে তাকে বিয়ে দিতেই হবে" আমি বললাম।

মামা বললঃ "আচ্ছা আমি দেখি মেয়ের মা, বাবার সাথে কথা বলে। ১ মাস পর এসো।

আমি "না এসব প্রোলোভন মানি না। আজ রাতেই বিয়ে দিবেন" বলে বাড়িরই দাঁড়িয়ে থাকলাম। আগের থেকে আরো কঠিন ভাবে চিৎকার করতে থাকলাম।

এবার মেয়ের বাবা বেরিয়ে আসলেনঃ "তুমি খুব ভাল ছেলে। কিন্তু এভাবে আমার বাড়ীর সামনে এসে চিৎকার করলে মানুষ কি বলে। যাও আমি তোমাকে আমার বড় মেয়ের সাথে ছোট মেয়েকেও দিয়ে দিলাম"।

এবার তো আমি মহা চিন্তায়। কারন নিলে ২ জনকেই নিতে হবে।

এদিকে বাবা এই সিদ্ধান্ত শুনে ছোট মেয়ে আর তার প্রেমিকা শুরু করল আরেক চিৎকার। তারা কোন কুল না দেখে এবার গেল আদালতে। আর আদালত ঝুলিয়ে দিল।
এবার আমার কি হবে? কারন আদালত এর বাহিরে কথা বলতে গেলে তো আমি অপরাধী। আর সেই ফয়সালা আজও হল না।

সেই কথা না বলে বলে ফয়সালার অপেক্ষায় আমার প্রেমিকা আজ ৬৫ আর আমি ৭২। বিয়ে আমাদের আর হল না।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: দারুন লিখেছেন। মুলা ধরিয়ে দেয়া হয়েছে ছাত্রদের হাতে, যেই মুলার স্বাদ ইহজীবনে পাবার নয়।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর রম্য।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: হায়েনাদের লাশের আশা জলাঞ্জলী দিয়ে ভবিষ্যৎ অরাজকতা নিবারণে বঙ্গকন্যার দূরদর্শী বক্তব্যে দেশবাসী কৃতজ্ঞ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটার ব্যপারে একজন অলরেডি প্রথম আলোর ঐ সংবাদের মন্তব্য করেছেন। সংবিধান দেখিয়ে আদালতের মাধ্যমেই বহাল রাখার পাঁয়তারা চলছে...

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোটা প্রথার আ‌মি এক জন ভুক্ত‌ভোগী। প্রধানমন্ত্রী য‌দি ২০০০ সা‌লে এই ঘোষণা‌টি দি‌তেন তাহ‌লে আ‌মি কি যে খুশী হতাম। ত‌বে আজ‌কের ঘোষণায়ও আ‌মি খুশী। মেধার জয় হোক। কোটা প্রথা নিপাত যাক!

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

নাহিদ০৯ বলেছেন: হা হা হা ! মজার রম্য

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: fb e share korbo with credit Pothik65?

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পথিক৬৫ বলেছেন: আপনার ইচ্ছে

৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পথিক৬৫ বলেছেন: আপনার ইচ্ছে

১০| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

রম্যে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.