নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

আজ যখন আমি বিশ্বকাপের মঞ্চে...

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

আপনার নিজের উপর কি কখনও হিংসা হয়? কিংবা গর্ব?

জানেন, আমার কিন্তু হয়।
হিংসা হয় এটা ভেবে যে, আমার প্রাপ্ত সুযোগের আমি আরো যা যা করতে পারতাম সেটা বোধায় পূর্ন হল না। আমি বোধায় আরো একটু বেশী কিছু করতে পারতাম। আমার প্রাপ্ত সুযোগ বোধায় আমার থেকে আরো বেশী কিছু প্রত্যাশা করেছিল। আর আমার সমান সুযোগের কেউ কেউ আমার থেকে বেশী কিছু করেছে ভেবে তাদের প্রতি সম্মান আর তাদের এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আমি পারি নাই বলে আমার হিংসা হয়।


গর্ব কখন হয় জানেন?
আমি ক্লাশ ৪ এ নাহু-সরফ পরিক্ষায় ১৩ পেয়ে ফেল করেছিলাম। আমার পাশের মানুষেরা বলেছিল আমাকে দিয়ে কিছু হবে না। আমি ক্লাশ ৯ এ গনিতে ৩৪ পেয়ে ফেল করেছিলাম। সেদিন সেই কান্না আমার এখনও মনে লাগে। আমি দাখিলে জিপিএ ৫ না পেয়ে যে কষ্ট পেয়েছিলাম সেই দাগ আজও আমায় কেটে যায়। আমি যখন খুব ছোট ছিলাম কোন কাজ ঠিক ঘুছিয়ে করতে পারি নাই। একটি অগোছালো প্রান আমি। হয়তো এখনও তাই। তবুও যখন ভাবি জীবনের অনেক ভাল খারাপের ধাপ পেরিয়ে আমি যখন আজ বিশ্বকাপের মঞ্চে তখন আমার গর্ব হয়।
যখন আমার খারাপ সময়ে আমার বাবা-মায়ের দিকে আঙ্গুল তুলে কথা বলেছিল তাদের জবাব দিতে পেরে আমার গর্ব হয়।
আমার গর্ব হয় যারা আমাকে শিক্ষা দিয়েছেন তারা আমাকে দেখে আনন্দ পায় ভেবে।

আজ আমি বিশ্বকাপের মঞ্চে। ঘুরেছি ১৫ টির বেশী দেশ। দেখেছি পৃথিবীর রং আর আল্লাহর সৃষ্টি। তবে এখানে দৌড়ের শেষ না। এ কেবল প্রথম ধাপ। তবে এই গর্ব যেন অহংকারে রূপ না নেয় সেই প্রত্যাশা।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: আপনি বাংলাদেশের গৌরব।
চালিয়ে যান।
+++

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

বিজন অধিকারী বলেছেন: দারুন লিখেছেন
আপনার যাত্রা শুভ হোক

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: দারুন। গ্রেট।

৪| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি...

৫| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখার ধরণ বিরক্তিকর; আপনার শুরুতে অসফলতা ছিলো, আপন চেষ্টায়, আপনি যদি সেটাকে কাটিয়ে উঠে থাকেন ইতিমধ্যে, সেটাই আসল সফলতা; তবে, আপনি যেভাবে লিখেছেন, আসলে কি হচ্ছে বুঝা মুশকিল!

৬| ১২ ই জুন, ২০১৮ রাত ৩:৪১

পথিক৬৫ বলেছেন: বুঝতে খুব বুঝি কষ্ট হচ্ছে ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.