নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

হাঙ্গেরিতে ভ্যাকসিন পাঠানো নিয়ে বাংলাদেশ সরকারের করা মিথ্যাচার প্রমানিত হল। হাঙ্গেরি কোন ভ্যাকসিন চায় নাই, বাংলাদেশ উপহার দিতে চেয়েছিল। হাঙ্গেরি "নাকোচ" করে দিয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে হাঙ্গেরিকে পাঠাতে চাওয়া ৫ হাজার করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে "অনাগ্রহতা" দেখিয়েছে দেশটির সরকার।

খবরে বলা হয়েছে- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গেরিকে উপহার দিতে চাওয়া হয়েছে, হাঙ্গেরির সরকার সেগুলো নিবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এই বিষয়ে অধিকতর কোন মন্তব্য না করে সরাসরি "নাকোচ" করে দিয়েছে -বলে সুত্র জানিয়েছে।
উপহারে দেয়া ভ্যাকসিন নিয়ে অনাগ্রহতা নিয়ে করা খবরের লিংক।

এর আগে অন্য আরেকটি খবরে- বাংলাদেশ সরকার ২০১০ সালে, হাঙ্গেরীর ডাক্তারদের করা ৫০০ প্লাস্টিক সার্জারির এর জন্য উপহার হিসেবে এই ৫ হাজার ভ্যাকসিন পাঠাতে চেয়েছে বলে জানিয়েছিল।

এই বিষয়ে প্রথম করা সংবাদের লিংক।

হাঙ্গেরি এই উপহার গ্রহনের কথা থাকলেও আজ তাদের দেয়া বিবৃতিতে "নাকোচ" করে দিয়েছে। ধারনা করা হচ্ছে আল-জাজিরাতে করা রিপোর্টের কারনেই এই পদক্ষেপ নিয়েছে হাঙ্গেরি।
অথচ আমাদের দেশের সরকার জানিয়েছিল- হাঙ্গেরি সরকার বাংলাদেশ থেকে ৫ হাজার ভ্যাকসিন কিনে নিতে আগ্রহী হয়েছে।।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: দুঃখ জনক।
হাঙ্গেরি অহংকার দেখাচ্ছে কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

পথিক৬৫ বলেছেন: তারা অহংকার দেখায় নাই। আপনি উপহার দিবেন সেটাকে বিক্রি বলে চালিয়েছেন নিজের দেশে। এটা কতটা সুন্দর?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

আমি সাজিদ বলেছেন: এমনভাবে মিথ্যাচার করলে দেশের সম্মান নষ্ট হয়। এমন মিথ্যাচার করা উচিত নয়। আমার কাছ ভ্যাক্সিন আছে, আমি অন্যের কাছ থেকে আনলাম। সেটা আমি সাত সমুদ্র দূরে কাউকে পাঠাতে চাই। সংখ্যা খুব কম। এর মধ্যে ট্রান্সপোর্টেশনে তিনভাগের এক ভাগ নষ্ট হবে। তাহলে অন্যরা কেন নিবে? প্রতিটি দেশের আলাদা আলাদা পলিসি আছে। নিজের পলিসি মানা যদি অহংকার হয় তাহলে কি করার?

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

আমি সাজিদ বলেছেন: হাঙ্গেরি ভ্যাক্সিন চেয়েছে, এই মিথ্যাচারের বিষয়ে মোমেন সাহেব কি ব্যাখ্যা দিবেন? বা মালেক সাহেব কেন বারবার মিথ্যা বললেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

পথিক৬৫ বলেছেন: এমন আরো অনেক কিছুই তারা হজম করে ফেলেছেন। সো ম্যাটার না।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০

সাসুম বলেছেন: ব্লগের হাসান মাহমদ রে এই পোস্ট টা গুলিয়ে ব্লেন্ড করে খাওয়াই দেয়া দরকার।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩০

নেওয়াজ আলি বলেছেন: ধরা পড়ে গেল মাফিয়ারা

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হাঙ্গেরি ভ্যাকসিন চেয়েছিলো এটা কতটুকু সত্যি...?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯

পথিক৬৫ বলেছেন: শুন্য ভাগ। হাঙ্গেরি চায় নাই। তাদের ঊপহার দেয়াকে বাংলাদেশে চেয়েছে বলে চালিয়ে দিয়েছিল। সরকারের মিথ্যাচার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.