নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ। তাই সাধারণের মাঝেই ডুবে থাকতে ভালোবাসি।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Gone Girl

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩





Movie Name: Gone Girl
Genre: Pshychological thriller
Language: English
Duration: 149mins
Cast: Ben Affleck, Rosamund Pike, Neil Patrick Harris, Carrie Coon, Tyler Perry.
Directed by: David Fincher
Based on a nevel “Gone Girl” by Gillian Flynn
Box office: $369.3million
Rating: IMDB 8.1/10, Rotten Tomatoes 87%, The Guardian 4/5, Google users 86%
Personal Rating: 8.5/10

একবার ভাবুন তো? ব্যাপারটা কেমন? যখন আপনার স্ত্রী আপনাদের পঞ্চম বিবাহ বার্ষিকীতে আপনাকে ছেড়ে হঠাৎ করে উধাও হয়ে যায়।বাড়িতে ফিরে তাকে আর কোথাও খুঁজে পাচ্ছেন না।শুধু তাই নয়, আপনাকে ফাঁসানোর জন্য সে তার ডায়েরীতে পরিকল্পনামাফিক কিছু কথা লিখে যায়।এমন কিছু কথা লিখে যায় যখন আপনি পুলিসকে ব্যাপারটা জানান তখন তারা সেটা পড়ে একটা অনুসিদ্ধান্তে পৌঁছায় যে, আপনি একজন খুনি।বিষয়টি প্রমাণ করার জন্য যখন তারা আবার তদন্তে নামে তখন জানতে পারে যে আপনার স্ত্রী উধাও হওয়ার আগে আপনি একটা পিস্তল কিনেছিলেন।আপনাদের বাড়ির নীচে যে রুমটি রয়েছে সেখানে গোয়েন্দারা একটা আলামত খুঁজে পায় আর সেখানে কিছু রক্ত দেখতে পায়।ফরেনসিক রিপোর্ট থেকে আপনার উপর তাদের সন্দেহটা আরো বেড়ে যায়।এমনকি বিয়ের পর আপনারা যেসব যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলেন সেই সব জায়গাও বেশ রহস্যপূর্ণ।সবাই মনে করছে আপনার স্ত্রীর শুধু একটাই ইচ্ছে ছিলো যে, আপনাদের একটা সন্তান থাকবে।তবে আপনি জানেন যে, আপনার স্ত্রী আপনাকে এটা বলেছিলো কিন্তু আপনি জবলেস হওয়ায় আপনি ব্যাপারটা পিছিয়েছিলেন।এবং এ ব্যাপারে আপনার স্ত্রী কোন জোর আবদার করেনি।আর এই পুরো ব্যাপারটি যখন আপনি আপনার পরিবারকে বুঝাতে সক্ষম হলেন তখন পুরো দুনিয়া আপনার বিপক্ষে।কারণ আপনার স্ত্রী বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব।কারো কাছে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।এমনকি আপনার কাছেও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।শুধু তাই নয়, এফ.বি.আই. এবং পুরো মিডিয়া আপনার এই কেসের মধ্যে ঢুকে পড়েছে।জানতে চায়, আপনি আপনার স্ত্রীর লাশটা কোথায় রেখেছেন? আপনি কি তাকে মেরে ফেলেছেন? না কি কোথাও উধাও হয়ে গেছে? না কি কোথাও লুকিয়ে রেখেছেন?
আপনার অবস্থা এখন ভারি করুণ।প্রসঙ্গ লম্বা হতে হতে যুক্তরাষ্ট্রে গর্ভবতী মহিলাদের প্রতি সম্মান দেওয়া এবং যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে কি না সে ব্যাপার পর্যন্ত গড়ে যায়।ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে, আপনার বিচার না হলে সমস্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে।ব্যাপারটা আসলেই হাস্যকর।এই দিকে আপনার জন্য ফাঁসির মঞ্চ আস্তে আস্তে তৈরি হয়ে আপনার দিকেই এগিয়ে আসছে।রাত-দিন নেই কোন ঘুম, নেই কোন বিশ্রাম শুধু তদন্ত চলছে।এখন শুধু একটাই চাওয়া আপনার স্ত্রী আবার ফিরে আসুক, আর আপনি প্রমাণ করে দেন যে, আপনি খুনি নন।বরঞ্চ আপনি প্রতারণার শিকার হয়েছেন।কিন্তু কে শুনবে আপনার কথা? আর কেনইবা আপনার স্ত্রী আপনার সাথে এমনটা করলো? আপনি কি তাহলে এখন ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন?

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাই, মুভিটা দেখে মাথা প্রায় নষ্ট হবো হবো করেও হয় নাই।
আমার দেখা, ওয়ান অফ দ্যা বেস্ট মুভিসের একটা।
যারা দেখে নাই, তাদের দেখা উচিত। রিভিউটা ভালো লিখেছেন। তবে ঐ উপরের ইংরেজি লেখাগুলা নিচে দিলেও পারতেন। আমি তো প্রথমে ভেবেছিলাম, ইংরেজিতে রিভিউ লিখেছেন

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

মি. বিকেল বলেছেন: আচ্ছা।আপনাকে ধন্যবাদ।পরবর্তী ব্লগ লেখার ক্ষেত্রে সাবধান থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.