নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার ভাবনাগুলি

৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:৪২

কোনো একদিন অন্ধকারেও আলো ফুটবে।
সিতারার আলোয় ঝলমল করে হেসে উঠবে নিশি।
পাখিরা গাইবে আজাদীর গান।
গাছের পাতার সড়সড় শব্দটাও আর অপার্থিব মনে হবে না।
রিনিঝিনি শব্দে জলপ্রপাতের গড়িয়ে পড়া শীতল জলরাশিতে সিক্ত হতে কোনো বাধা থাকবে না।
বিস্তৃত ঐ আসমানের নিলীমায় হারিয়ে যাওয়ায় থাকবে না কোনো দায়িত্বের দংশন।
সব ভুলে যাবো।
হ্যাঁ, একদিন সব ভুলে হারিয়ে যাবো।
ক্ষমা করে দেব পরশ্রীকাতরদের।
ওদের নর্দমাক্ত মুখের উদ্গীরণ আর স্পর্শ করবে না আমায়।
নিজেদের পদতল চাটতে চাটতে ওরা নিজেরাই না হয় ধ্বংস হোক।
কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না।
বিশাল বিস্তৃত এই জমিনের বুকে আমি আমার মালিকের সান্নিধ্যে প্রশান্তি খুঁজে নেবো।
অপার আকুলতায় গভীর জলরাশিতে সাঁতার কাটবো।
কথা বলব ফুলেদের সাথে।
প্রজাপতিদের সাথে হবে আমার মিতালি।
আকাশ ভেঙে যখন মেঘ আসবে, আমি ভিজবো তাতে, পরম সন্তুষ্টিতে।
যখন বাতাসে ভেসে বেড়ানো জলকণা আমাকে কানে কানে বলে যাবে, "তোমার কি কিছু লাগবে ?"
আমি নিশ্চিন্তে না হয় বলে দেবো, "হাসবিয়াল্লাহি"
"আমার জন্য আল্লাহই যথেষ্ট"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.