নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কি সুপরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে ??? আমরা কতটুকু সচেতন ??

৩০ শে জুন, ২০১৬ রাত ১০:৩৫

একজন মেসি কিংবা নেইমারের জন্য আমরা চোখের পানি ফেলি।
কে কতবার ফাইনালে গেলো, কে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলো, কে আগামী বিশ বছরের মধ্যে পরাশক্তি হয়ে উঠবে অথবা কে সবচেয়ে বেশি রান সংগ্রাহক আমরা সে খবর ভালোভাবেই রাখি।
গত চব্বিশ ঘন্টায় এমন অনেক স্ট্যাটাস দেখেছি।
অনেকের বুকফাটা হাহাকার(!!!) দেখেছি।
সবকিছুর কারণ একটাই, "কোনো একজন বিশেষ ব্যক্তি একটি বিশেষ ধরণের খেলাকে বিদায় জানিয়েছেন"।
কিন্তু সাম্প্রতিক সময়ের আরো অনেক বড় ঘটনা, যেগুলো আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত সেগুলো নিয়ে খুব কম লোকেরই মাথাব্যথা দেখেছি।
ঘটনাগুলো কি কি ???
একটু সংক্ষিপ্ত ভাবে বলি।
গত রবিবার ঢাকার গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণে স্থানীয় হিন্দুরা বাধা দিয়েছিলো।
পুলিশও সাহায্য করেছিল তাদের।
এমনকি মুসল্লিদের উপরে হাত তুলতেও ওরা পিছপা হয়নি।
এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
এরকম আরো কিছু ঘটনা ঘটনা ঘটে চলেছে আমাদের দেশে অনেক আগে থেকেই।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, বাংলাদেশে আইএসের উপস্থিতি প্রমানের চেষ্টা, উন্নয়নের নামে 'তারা মসজিদ' সহ বেশ কয়েকটা মসজিদ ভেঙে ফেলার সিদ্ধান্ত, 'বাংলাদেশে সংখ্যালঘুরা চরমভাবে নির্যাতিত' এমন ভিত্তিহীন সংবাদ রটানোর চেষ্টা এমনকি ভারতের 'মোদি'র কাছে কতিপয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির আশ্রয় প্রার্থনা।
বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের মৃত্যুর খবরে 'ধর্মীয় পরিচয়'কে হাইলাইট করা হচ্ছে, এই ব্যাপারটাও বেশ লক্ষ্যণীয়।
আসলে প্রতিটি ঘটনাই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে সংযুক্ত।
রামাদ্বান মাসের শুরুতেই জঙ্গি দমনের নামে প্রায় পনেরো হাজার ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাও এর বাইরে নয়।
আর ভারতীয় পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা ভর্তির বিজ্ঞপ্তিও একই সূত্রে গাঁথা।
আসলে আমাদের দেশটা যে একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি আমরা অধিকাংশই সেটা বুঝতে পারছি না।
অনেকে বুঝেও চুপ করে আছে।
অনেকে কিছু করতে না পেরে আমার মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েই কর্তব্য পালন করছে।
একজন মেসি না খেললে আমার অস্তিত্বের কোনো প্রশ্ন উঠবে না।
কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না, "অমুক কত রান করেছে??"
আপনার দ্বীন যদি না থাকে, যদি আপনার আত্মপরিচয় হরণ করা হয়, আমি জানিনা আপনি তারপরেও মেসির খেলা দেখে তৃপ্তির ঢেকুর তুলবেন কী না।
কিন্তু এটুকু বলতে পারি, আমি আমার বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাবো না।
আমি সতর্ক হয়ে পরিস্থিতি দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না।
হয়তো এটা আমার দুর্বলতা।
কিন্তু আফসোস তাদের জন্য, যারা এখনো বুঝতেই পারছে না কী বিপদ তাদের মাথার উপর এখন ঝুলছে।
সবশেষে একটা কথাই বলবো, হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা শুধু চোখের পানি ফেলবো , আর সেই প্রবাদ বাক্যই আমাদের চোখের সামনে সত্যি হয়ে দেখা দিবে
"রোম যখন আগুনে পুড়ে, সম্রাট নিরো তখন বাঁশি বাজায়"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:১৫

রায়হানুল এফ রাজ বলেছেন: কিন্তু আফসোস তাদের জন্য, যারা এখনো বুঝতেই পারছে না কী বিপদ তাদের মাথার উপর এখন ঝুলছে

--- কথা সত্য।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: এই ব্যাপারটাই সবচেয়ে আশংকাজনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.