নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গুলশান হামলা - কিছু প্রশ্ন

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

"প্রশ্ন : আইএস কি ??
উত্তর : এমন একটা দল যাদের কাজ হলো, যেকোনো সন্ত্রাসী হামলার দায় স্বীকার করা, যাতে আমেরিকা সেখানে তাদের তথাকথিত 'সেনা সাহায্য' পাঠাবার পক্ষে একটা অজুহাত খুঁজে পেতে পারে।"

______


অবশেষে শেষ হলো গুলশানের সন্ত্রাসী হামলা।
এখনো অনেক প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না।
যেখানে হাজার 'বন্দুকযুদ্ধ নাটক'-এর নায়ক ওসি সালাউদ্দিন নিজেই 'সত্যিকার' বন্ধুকযুদ্ধে নিহত, সেখানে কেন প্রথমেই সেনাবাহিনীকে তলব করা হলো না ?
সেনাবাহিনী যেখানে বিশ-পঁচিশ মিনিটেই অভিযানের সমাপ্তি করলো, সেখানে শুধু পুলিশ আর র্যাবের সাহায্য নিয়ে ঘটনা দীর্ঘায়িত করাটা কতটুকু যুক্তিযুক্ত ছিল ?
আমাদের সংবাদ মাধ্যমে দুইজন কূটনীতিক নিহত হবার সংবাদ আসার আগেই ভারতীয় মিডিয়া সে সংবাদ পেলো কিভাবে, যেখানে তখনো রেষ্টুরেন্টের ভেতরে ঢোকা কারো পক্ষে সম্ভব হয়নি।
আইএস দায় স্বীকার করার পর আনসারুল্লাহ'র দায় স্বীকারও অনেক প্রশ্নের জন্ম দেয়।

এখন থেকে ৭ ঘন্টা আগে ভারতীয়রা লিখেছে- ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কন্ট্রোলে আছে সব। ভারতীয় কমান্ডোরা নেমেছে বাংলাদেশে। আরো ২ প্লাটুন বাড়তি বাহিনী কোলকাতা থেকে আসার জন্য বিশেষ বিমান প্রস্তুত। এরা নাকি আইএসএইর সুইসাইড বোম্বার! এমনকি বাংলাদেশে সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে, সেটা দমানোর জন্য ভারতীয় মিলিটারী তৈরী আছে।
তাহলে আমাদের সেনাবাহিনীকে বসিয়ে রাখার মানে কি ছিল ?
সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে ১৬ হাজার গ্রেফতার করে বলা হয়েছিল, তারা জঙ্গি, দেশে আর কোন জঙ্গি নেই।
তাহলে এখন রেস্টুরেন্টের ভেতর এরা কারা??
ইতিমধ্যেই আমেরিকা আমাদের ব্যাপারে 'দু:খ প্রকাশ' করে 'সাহায্য' করতে চেয়েছে, যেভাবে তারা আফগানিস্তানের ক্ষেত্রে করেছিল।
তাহলে ঘটনা কি অন্যকিছু ইঙ্গিত করে ??
এখনো কোনো জবাব নেই।
দেখা যাক, সময়ই না হয় পরিষ্কার করে দেবে সব।
নতুবা আরো কোনো নতুন ইস্যুতে ঢাকা পড়বে এটাও।
হুজুগে বাঙালী তখন আর জবাব চাইবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৩১

ইমরান আশফাক বলেছেন: ভারতীয়রা ঐতিহ্যগত ভাবেই মূখে যতটা পারর্দর্শী কাজের বেলায় ততটাই আনাড়ী। মুম্বাই আ্যটাকই এর প্রমান (তারা যেভাবে ব্যাপারটা হান্ডেলিং করেছে ডজন খানেক সন্ত্রাসীর হাত থেকে রেহাই পাওয়ার জন্যে)।

ওদের প্রস্তাবটি এককান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দিয়ে ধন্যবাদ জানাতে হবে।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:৫০

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হা হা হা হা... ভালোই বলেছেন ভাই

২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩৭

বিপরীত বাক বলেছেন: ২০ টা মরেছে। এটাকে কোন সফলতা বলে?

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: এটাকে মোটেই সফলতা বলা যায় না...
২০ জন মারা গেছে রাতেই.. সেনাবাহিনী আসার পরে কেউ মারা যায়নি.. তাহলে সেনাবাহিনীকে আগে পাঠানো হলো না কেন ???
তাহলে তো এদের প্রাণ যেত না !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.