নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণ পূর্ণতা:অসমাপ্ত সমাপ্তি

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিন পেরিয়ে গেছে অনেক।
আমরাও সহ্য করতে শিখেছি অনেক কিছু।
আলেয়ার আঁচলে মুখ গুজে বেচে থাকার মত মানুষের সংখ্যা আজ বেড়ে গেছে বহুগুন !!
বহুগুন !!
জানি না কতদিন আকাশের ঐ চাঁদটার দিকে তাকিয়ে ছিলাম।
কল্পনার ডানায় ভর করে হারিয়ে গিয়েছিলাম বহুদূর।
কোনো এক রূপকথার দেশে।
যেখানে আইন ছিল,শাসন ছিল,সৎ মানুষ ছিল।
বইতে পড়া সেই সিংহপুরুষেরা ছিল।
না!!!
বইতে পড়া সেই সিংহপুরুষেরা আজ আর নেই।
আজ আছে শুধু মীর জাফরের প্রেতাত্নারা।
ওরা আজ আমাদের ডুবিয়ে রেখেছে মিথ্যা স্বপ্নের ঘোরে।
ওরাই অসাম্প্রদায়িকতার মিথ্যা বুলিতে ভুলিয়ে রেখেছে আমাদের আর কৌশলে আমাদের কলজে ছিড়ে চিবিয়ে যাচ্ছেই অবলীলায়।
আমরা সেটা আজও টের পাচ্ছিনা।
পাবো কিভাবে?
আমরা যে আজ অনুভূতিহীন!!!
আমাদের গলায় লাগানো দড়িটা যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, আমরাও ছুটে চলেছি সেদিকেই।
আমাদের আজ কোনদিকেই ভ্রুক্ষেপ নেই।
যে ছেলেটা কুঞ্চিত কপালে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে ছিল,তার কাছে কখনো জানতে চেয়েছ, কি ভাবছে সে ?
কখনো ভেবেছ,কিইবা ভাবা উচিৎ তার?
ওর কথা বাদ দাও, তোমার নিজেরই বা দায়িত্ব কি, সেটা ভেবেছ কখনো?
নাকি দিনশেষে কতিপয় অর্থহীন কবিতার বই নিয়ে পড়ে ছিলে তুমি আর মুচকি হেসে বলেছিলে, "আমি অন্ধকারে বদ্ধমূল, আলোর দিকে উঠছি"
কখনো কি ভেবে দেখেছিলে আলো পাবার ঐ অমূল্য পথটার দিকে তাকিয়ে,যেটাকে তুমি খুব সুন্দর করে শেলফে সাজিয়ে রেখেছ, একটা নির্দিষ্ট মাসে শুধু আবৃত্তি করার জন্য?

তা করবে কি করে !!!
তোমার তথাকথিত অসাম্প্রদায়িকতা যে তোমাকে অন্ধ করে রেখেছে!!
তোমার আশেপাশে ঘিরে আছে যে শুধু আধারের যাত্রীরা !
তোমার অজ্ঞতাকে কাজে লাগিয়ে ওরা তোমাকেই অপমান করে চলেছে সর্বদা,এমনকি কখনো কখনো তুমি নিজেও অপমান করছো নিজেকে, কিন্তু, তুমি তা টেরও পাও না !!!
তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য কি জানো?
তোমরা হয় বুঝনা, না হয় বুঝেও না বুঝার ভান করো..
আর আমরা বুঝেও দাঁত চেপে সহ্য করে যাই সবকিছু..
আমাদের রক্ত টগবগ করে উঠলেও আমরা কিছুই করিনা..
তোমরা ভাবো, আমরা মরে গেছি !!
আমাদের নিয়ে তোমাদের ঠাট্টার শেষ নেই।
ঠাট্টা করবে নাই বা কেন ??
আমরা যে জীবিত থেকেও আজ মৃত!!
হাজার দিক চিন্তা করে যে আমাদের চলতে হয়।
তোমাদের ঘুনে ধরা স্মার্টনেসের ধরেকাছেও যে আমরা যেতে পারি না।
যেতে চাইও না ।
আমি হারিয়ে যেতে ভালবাসি।
হয়ত হারিয়ে যাবোও একদিন।
সেদিন কেউ আর আমার কথা শুনে মুখ ফিরিয়ে নেবেনা।
বলবে না, এ তোমার আকাশ কুসুম স্বপ্ন, যা মাটি চাপা পড়েছে সেই হাজার বছর আগে।
হ্যা, যাবই তো !!!
হয়ত একদিন হুট করে চলে যাবো !!!
কেউ টেরই পাবে না !!
বুঝবেও না, কে ছিল আর কে নেই !!!
হয়ত আকাশের ঐ চাঁদটার দিকে তাকিয়ে আর স্বপ্ন দেখা হবে না !!
কারণ আমি থাকবই আমার স্বপ্নের দেশে।
হয়ত,আর নি:শ্বাস নেয়া হবে না এ পৃথিবীর দুষিত বাতাসে।
হয়ত, প্রিয় মানুষটিকে না বলা কথাগুলো অব্যক্তই থেকে যাবে।
ঘুর্নাক্ষরেও কেউ জানবেনা সেগুলো।
হয়ত.....
আরও অনেক কিছুই ঘটবে।
কিন্তু সেগুলোর নীরব সাক্ষী হতে হবে না আমায়।
আজ এই মুহুর্তে কেন জানি 'কবর' কবিতাটা খুব মনে পড়ছে।
খুউব….
"ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর,
মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর
"
কত দূর ???

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৮

কানিজ রিনা বলেছেন: সপ্ন পুরন হইবে না পাখিরা গান গাহিবে না
রোজ কিয়ামত হইবে না। কিন্তু মানুষেরা
যার যার কার্জ অনুসারে নিজের কিয়ামত
নিজেই পোহাইবে। ধন্যবাদ

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫২

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: স্বপ্ন পূরণ হবে না, এ আমি বিশ্বাস করি না।
স্বপ্ন পূরণ হবেই ইন শা আল্লাহ।
আর কিয়ামত !
সে তো অবশ্যম্ভাবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.