নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভূপেনের ঈদ !!!

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

ভুপেন খুব খুশি।
রামাদ্বান মাস শেষ।
কালকে ঈদ।
"উফফ ! একটা মাস যা গেলো না !!!" জোরে নি:শ্বাস ফেলে বললো সে।
বললাম, "মানে ? ভালোই তো গেলো।"
"তুমি কি বুঝবা ম্যান ? এইবার খেলা হপে ?? আহা কি আনন্দ আকাশে বাতাসে !!!"
ভুপেন পিসি অন করে আমার সামনেই একটা আইটেম সং চালিয়ে দিলো।
একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়ে বললাম, "মানে কি ? রমজান শেষ হইলো মাত্র আর..."
"চোপড়াও।" খেকিয়ে উঠলো ভুপেন।
আমাকে কথাই শেষ করতে দিলো না।
কিছুক্ষন মাথা নিচু করে বসে থাকলাম।
তারপর বললাম, "আমি বাসায় চলে যাচ্ছি, তোর যা ইচ্ছা কর।"
জবাব নাই।
মাথা তুলে দেখি ভুপেন ডায়েরি খুলে কি যেন খুঁজছে।
প্রথমে গিয়ে পিসিতে গানটা অফ করলাম।
তারপর বললাম, "কি খুঁজিস ?"
জবাব না দিয়ে ওর প্রশ্ন, "গান অফ করলি ক্যান ?"
জবাব দিলাম না। আবার বললাম, "কি খুজঁছিস ??"
ভুপেন চোখ টিপলো।
টান দিয়ে ডায়েরিটা নিলাম।
এক নজর দেখেই বুঝতে পারলাম, রমজানে আনলাইক করা সব এডাল্ট আর মডেলদের পেইজের নাম লেখা আছে এখানে।
ডায়েরিটা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, "মর শালা তুই !"
বেরিয়ে এলাম ওর বাসা থেকে।
পেছনে শুনতে পেলাম ওর অট্টহাসি।
অজান্তেই শরীরের লোমগুলো দাড়িয়ে গেলো আমার

(কাহিনীটা কাল্পনিক। জীবিত অথবা মৃত কারো সাথে এর কোনো অংশ মিলে গেলে লেখক দায়ী নয়।)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.