নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবাহাদুর

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

"পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়।
বানের পানিতে মানুষ ভেসে যায়,
তবু ওরা 'হাতি' নিয়ে মেতে রয়।"
সে যাই হোক বাপু, হাতিটা অবশেষে ইহলোক ত্যাগ করেছে।
এ নিয়ে দেশে দেশে ইতিমধ্যেই শোকের পানিতে মাঠ-ঘাট টইটুম্বুর হয়ে গেছে।
জানা যায়, বারাক ওবামা তার এক বিশেষ শোকবার্তায় নাকের পানি ধরে রাখতে পারেননি।
সেই নাকের পানির সাথে চোখের পানির মিশ্রণও ছিল বলে একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে।
ওবামা বলেন, "হায় !!! হাতিটির মৃত্যুতে আমাদের বন্ধু রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।" :'(
সে কী !
আপনারা এখনো বুঝতে পারেননি ?
আমি বঙ্গবাহাদুরের কথা বলছি।
বলছি সেই অসম সাহসী হাতিটির কথা, যে কিনা বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্বার সাহসিকতার সাথে বর্ডার ক্রস করে বাংলাদেশে এসেছিলো।
বাংলার মানুষ তার সাহসিকতার প্রতিদান দিয়েছে।
স্বয়ং বিবিসি বাংলা ঘন্টায় ঘন্টায় এ নিয়ে নিউজ প্রচার করে জাতিকে জানান দিয়েছে যে, উনারাও হাতিটির ঔরসজাত প্রানপ্রিয় সঙ্গী।
গোপন সূত্রে খবর পাওয়া গেছে, বিবিসি বাংলার হাতি বিষয়ক সম্পাদক হাতিটির মৃত্যুর খবরে ব্যথিত হয়ে এই মুহূর্তে নিজ বাসভবনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
হাতিটির মৃত্যুর খবরে সরকার মহল থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা হাতিটির পরিবারকে ফোন করে শান্তনা জানিয়েছেন।
এদিকে এখনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশরত্ন খালেদা জিয়া।
এক 'সাংঘাতিক সম্মেলনে তিনি বলেন, "এ হচ্ছে সরকারের চরম ধৃষ্টতা। এই সরকার এখন হাতিকেও নিরাপত্তা দিতে পারছে না। অবিলম্বে এই সরকারকে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করার আহবান জানাচ্ছি।"
পরিশেষে তিনি ঈদের পরে 'হাতিবন্ধন'সহ আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ঘোষণা দিয়ে 'সাংঘাতিক সম্মেলন' সমাপ্ত করেন।
যাই হোক, ইতিমধ্যে হাতিটিকে দেখার জন্য হাজার হাজার শুভানুধ্যায়ীর ভীড়ে মুখরিত হয়ে গেছে বিবিসি বাংলার প্রাঙ্গন।
প্রথম আলো সম্পাদক এরই মধ্যে একটি শোকসভার আয়োজন করেছেন বলে মাত্র খবর পাওয়া গেছে।
বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হাতিটিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
হিলারি ক্লিনটন ইতিমধ্যে উনার নির্বাচন ফেলে বাংলাদেশ আসছেন হাতিটিকে দেখতে।
হে 'বঙ্গবাহাদুর' !
এ জাতির প্রতি তোমার অবদান আমরা ভুলবো না।
প্রজন্ম থেকে প্রজন্ম তোমাকে স্মরণ করবে পরম শ্রদ্ধার সাথে।
যতদিন 'বিবিসি বাংলা' আর 'প্রথম আলো' বেঁচে রবে, তোমার "বৃংহতি" ধ্বনি এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে সানাই বাজিয়ে যাবে ততদিন।
ওপারে সুখে থাকো বঙ্গবাহাদুর !!!
শান্তিতে থাকো !!!
আর আশীর্বাদ করো, এদেশের বুকে জন্ম নিক হাজার হাজার 'বিবিসি', হাজার হাজার 'প্রথম আলো'।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:




পিগমী সাহিত্য?

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: বুঝলাম না ভাই

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: কিছুই বলার নাই~~~~~~

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: :P

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

গেম চেঞ্জার বলেছেন: :-P

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৫

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.