নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া হইল আমাগো সবচে বড় শত্রু

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬

"জানোস, ইন্ডিয়া হইল আমাগো সবচে বড় শত্রু"
"হু"
"ওরা ফারাক্কার পানি ছাইড়া দিয়া আমাগো হাজার হাজার মানুষরে ঘরহারা করছে"
"হু"
"জানোস, শালার ইন্ডিয়া সীমান্তে হেইদিন এক গরু ব্যবসায়ীরে মাইরা ফালাইছে"
"তাই নাকি!"
"খালি এইডা না! পরে বলছে ঐ বেডা নাকি গরুচোর আছিলো!
"রিয়েলি!!!"
"শালার রেন্ডিয়ানরা আর মানুষ হইলো না"
"হুম। ব্যাপারটা আসলেই খারাপ।"
"হ রে ভাই! খুব খারাপ লাগতাছে। আজকেই এইডা নিয়া একটা পোস্ট দিলাম। লাইক মারিস"
"অকা"
"আচ্ছা, যাইগা। মনডা খারাপ। একটা মুভি দেখুম অখন"
"কি মুভি?"
"রুস্তম! মামা! হেব্বি একখান মুভি!!! অক্ষয় যা একটা অভিনয় করছে না!!! তুই তো বেডা হিন্দী দেখস না। এইডা দেখিস"
"নাহ। তাহলে যা এখন"
"মামা!!! দেখিস কিন্তু মুভিটা!!! আসলেই চরম। আমি এই নিয়া দুইবার দেখলাম।কি রে কথা কস না ক্যা?"
"হু। ভাবছি"
"কি ভাবস?"
"ভাবছি ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় শত্রু"

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫১

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: মুখে মুখে প্রস্টিটিউশন ঘৃণা করলেও কিছু কিছু বিকৃত কামী মানুষের আবার তাদের কাছে না গেলে চলেনা।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৯

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: সেটাই ভাই....

২| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩

আদর্শ সৈনিক বলেছেন: ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৬ সালের ৩১ শে আগস্ট পর্যন্ত কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির নির্যাতনের একটি পরিসংখ্যান...
নিহত কাশ্মীরের নাগরিক - ৯৪,৫০৪ জন
থানা হেফাজতে মৃত্যু - ৭,০৬২ জন
ঘরবাড়ি ধ্বংস - ১,০৬,২৬১ টি
বিধবা হয়েছে - ২২,৮২৪ জন নারী
এতিম হয়েছে - ১,০৭,৫৮৬ জন শিশু
ইন্ডিয়ান আর্মি কর্তৃক গণধর্ষণের ঘটনা - ১০,৪৩৩ টি
আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন।কাশ্মীর পৃথিবীর সবচেয়ে বেশী সামরিক সৈন্য দ্বারা নিয়ন্ত্রিত এলাকা।এই ক্ষুদ্র এলাকার বিদ্রোহ দমনে রাখতে ইন্ডিয়া মোতায়েন করেছে প্রায় ৭ লক্ষ সেনাসদস্য।
কাশ্মীরিরা স্বাধীনতার জন্য যুগের পর যুগ জীবন দিয়ে যাচ্ছে কিন্তু তবুও তারা ইন্ডিয়ার সাথে থাকতে রাজি নয়।দুঃখজনক বিষয় হচ্ছে,৬৯ বছর ধরে ইন্ডিয়ান আর্মির এই বর্বরতার বিরুদ্ধে সারাবিশ্ব নীরব ভুমিকা পালন করলেও সম্প্রতি ইন্ডিয়ান ১৭ জন আর্মির নিহতের ঘটনায় ঠিকই নিন্দার ঝড় উঠিয়েছে।প্রায় এক লক্ষ কাশ্মীরীকে হত্যা করা তাদের কাছে জঙ্গিবাদ নয় কিন্তু কয়েকজন আধিপত্যবাদী সৈন্য মারা গেলে সেটা ঠিকই জঙ্গিবাদ!

#UriAttacks #Azadi #FreeKashmir
ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশ কি করবে, কার পক্ষে থাকবে বাংলাদেশ??
#কাশ্মির ইস্যু নিয়ে সবাই যে ভাবে যুদ্ধ শুরু করেছে সবার উচিৎ Deeply কিছু বিষয় বোঝার চেষ্টা করা..
আমরা সবাই জানি, বাংলাদেশের উপর পাকিস্তান একসময় অত্যাচার করত, সেই অত্যাচার থেকে রক্ষা পেতে বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল এবং যুদ্ধ করে সেই স্বাধীনতা পেয়েছিল। আর এ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতাও করেছিলো। তাই অনেকে বলবেন আমাদের ভারতের পক্ষ নেওয়া উচিত.....
পক্ষ যারই নিন না কেনো এখানে মূল বিষয় ভারত অথবা পাকিস্তান নয়, এখানে মূল বিষয় এবং মূল সমস্যা হলো কাশ্মির।
কাশ্মিরের মানুষের অবস্থা এখন ১৯৭১ সালের বাংলাদেশের মতন। কাশ্মির এখন ভারতের অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির জন্য স্বাধীনতাকামী হয়ে উঠেছে। তারা ভারত থেকে মুক্তি চেয়ে স্বাধীনতার জন্য ভারত মেলেটারীদের সাথে (১৯৭১ এ পাক মেলেটারীর এবং বাংলাদেশের মতন) যুদ্ধে লিপ্ত হচ্ছে। আর এসময় দেখা যাচ্ছে কাশ্মীরের স্বাধীনতার জন্য পাকিস্তান সহযোগিতা করছে যেমনটা বাংলাদেশের জন্য ভারত করেছিল।

তো এবার আপনারা সিদ্ধান্ত নিন , "আপনাদের কার পক্ষে থাকা উচিৎ.." যারা বাংলাদেশের মতন করে কাশ্মিরকে অত্যাচার, নির্যাতন করছে তাদের পক্ষে?? নাকি যারা কাশ্মিরের স্বাধীনতার জন্য সহযোগিতা করছে তাদের পক্ষে??

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৮

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: লেখাটি কারো পক্ষপাতিত্ব করে লেখা হয়নি ভাই...
তাদের উদ্দেশ্যে লেখা হয়েছে, যারা সারাদিন ভারতকে ঘৃণা করার কথা বলে আবার দিনশেষে ভারতীয় সংস্কৃতিতেই ডুবে থাকে.....
আর হ্যা, আমি স্বাধীনতাকামী কাশ্মীরিদের পক্ষে...
আল্লাহ তাদের সাহায্য করুন.. আমীন

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০

পবন সরকার বলেছেন: কথা সত্য

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন:

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা, আমরা যে ভন্ড সেটা মুহুর্তেই ভুলে যাই। এমনি কি দেশেবিদেশে আমাদের এত সুনাম। আমার মতে এই সব হিপোক্রেসি দূরকরার জন্য প্রাইমারি লেভেলে ব্যাপক সিলেবাস চেঞ্জ করে কিছু নৈতিকতা ও এমন ছাগুগিড়ির বিপক্ষে সচেতনতামূলক পাঠ যোগ করা দরকার।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হুম.. সেটাই...

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

সজীব মোহন্ত বলেছেন: ;)

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.