নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

"বিয়ে করে বউকে খাওয়াবি কি?"

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২১

কোনো ছেলে কখনো বিয়ের কিথা বললেই সবার আগে যে প্রশ্নটা আসে, "বিয়ে করে বউকে খাওয়াবি কি?"
নারীবাদীরা এ ক্ষেত্রে আরো এক কাঠি এগিয়ে।
"ছেলে এস্টাবলিশড না। হেন তেন। ব্লা ব্লা ব্লা"
কিন্তু এস্টাবলিশড একটা ছেলে যখন বিয়ের পরে স্ত্রীকে চাকরী করতে না দেয়, তখন নারীবাদীদের চুলকানি শুরু হয়ে যায়।
"মেয়েটার প্রতিভা জলে গেলো।"
"হায়! নারী স্বাধীনতা আজ কোথায়?"
প্রশ্ন হচ্ছে, মেয়েটা যদি চাকরিই করবে, তাহলে তাকে 'খাওয়ানো'র জন্য ছেলেটাকে 'আলাদা যোগ্যতা' অর্জন করতে হবে কেন?
কেন তাকে বাড়ি গাড়ি আর লাখ লাখ টাকা রোজগার করতে হবে শুধু মেয়েকে খাওয়ানোর জন্য??
মূল কথা হচ্ছে, নারী আর পুরুষের কর্মক্ষেত্র আলাদা।
তারা কখনোই একে অপরের প্রতিযোগী নয় বরং পরিপুরক।
আর যদি তা না মানেন, তাহলে নিজেদের ব্যবস্থা নিজেই করে রাখুন। স্বামী নামক প্রাণিকে আলাদা যোগ্যতা অর্জন করতে বলবেন না।
ধন্যবাদ।
:)
পুনশ্চ : পোস্টটি পড়ার পর আবালরা কমেন্ট করবে,
"বুঝছি, আপনার বিয়া ইচ্ছা জাগছে!"
"বিয়ে করতে চান, সেটা সরাসরি বললেই পারেন। এত ভণিতা করতে হয় নাকি?"
"বিয়ে করেন মিয়া। আমরা সব বুঝি"
কেউ কেউ দাওয়াতও চেয়ে বসতে পারেন।
তাদের উদ্দেশ্যে একটাই কথা,
"আয়োডিন যুক্ত লবণ খান,
বুদ্ধি বাড়ান।"
:)
চুলকানিওয়ালাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

পবন সরকার বলেছেন: এটা অনেকেরই মনের কথা।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: :) :)

২| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

সেলিম৮৩ বলেছেন: অাপনি একটা চমৎকার বিষয়ের অবতারণা করেছেন।
বিয়ের পর পুরুষদের জন্য তার বিবাহিতা স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পড়ে যায়।
এখানে মহিলা ইনকাম করলো কি-না তার কোন হিসাবের দরকার নেই।
মানে বিয়ে করলে অাপনি গাধা হইয়া যাইবেন। সরি, বোঝা বহন করিবেন।
নারী ইনকাম করার যোগ্যতা রাখে কিন্তু স্বামী বাধা দিলে নারীবাদীদের চুলকানী................ :)
ওরা অাপনার কামাই খাবে অাবার নিজেরটা বাপের বাড়ী পাঠাবে।
অাপনাকে দু'একটাকা দিলে খাতায় লিখে রাখবে। =p~
তবে, ব্যতিক্রম অাছে।
সেটা অাপনার ভাগে পড়লে বিশাল কপালের মালিক অাপনি।







২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হা হা হা ভাই..
ঠিক বলেছেন...
ধন্যবাদ

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


ছাগলামী করতে করতে হয়তো ব্লগার হয়ে যাবেন একদিন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: নিজের অভিজ্ঞতা থেকে বলছেন বুঝি ?
ভালোই তো !

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯

কানিজ রিনা বলেছেন: হাহাহা গালটা বড় হা হয়ে গেল। তবে এখন
থেকে হয়ত দই যুগ পর বেকার ছেলেরা
রান্না বান্না করবে মেয়েরা চাকুরি করবে।
ছেলেরাও বউ এর থেকে টাকা নিয়ে বাপের
বাড়ি পাঠাবে। আমার মেয়ে বলে একটা সাব-
লম্বি ছেলে যদি বউকে খাওয়াতে পারে এক
মেয়ে কেন পারবে না?
কিন্তু ছেলেরা কি পারবে? সন্তানাদি মানুষ
ঘরের রান্না বান্না দায়িত্ব্য নিতে।
সে প্রশ্ন আপনাদের কাছে রইল।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: ভালো করে পড়ে মন্তব্য করা উচিত ছিল আপনার....
আমার পোস্টে মেয়েদেরকে ঘরের কাজ করতে আমি কি অনুৎসাহিত করেছি না কি !
আজব !!

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: ইসলামে মেয়েদের ক্যারিয়ার গঠনে কোন বাধা নেই। তবে স্ত্রীর কাছে সম্পদের পাহাড় থাকলেও তার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। তবে বিয়ে করতে হলে যে এস্টাব্লিস্ট হতে হবে এমন কোন কথা নেই। ফাতিমা (রা) কে বিয়ে করার জন্য অনেক নামী দামি ব্যক্তিবর্গের কাছ থেকে প্রস্তাব এলেও রাসূল (সঃ) তার বিয়ে কিন্তু কপর্দকহীন আলী (রা) এর সাথেই দিয়েছিলেন, যারা পরবর্তীতে মুসলিম দম্পতির রোল মডেল হয়ে উঠেছিলেন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হুম.. ঠিক বলেছেন ভাই

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

আল ইফরান বলেছেন: নির্ঝরের_স্বপ্ন, আপনার সাথে সহমত পোষণ করছি।
এস্টাবলিশমেন্ট এর একটা বাজে ধারনা সুচক দাঁড়িয়ে গেছে বিয়ের ক্ষেত্রে।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: জ্বি ভাই, এস্টাব্লিশমেন্টের নামে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে হয়তো ঠিকই একদিন নিজের পায়ে দাঁড়াযে,
কিন্তু ততোদিনে আরো অনেক কিছুই দাঁড়াবে না...
(নেভার মাইন্ড) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.