নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

The Brand matters the most!

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮


.
ভুপেন ফেবুতে একটা স্ট্যাটাস দিলো, "কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।"
সাথে সাথে কমেন্টের বন্যা শুরু হলো।
-"ছিঃ আপনি এতো খারাপ ? মেয়েদেরকে পানীয়ের সাথে তুলনা করলেন ?"
-"আপনার মতো অসুস্থ চিন্তার মানুষদের জন্যই আজ সমাজের এ অবস্থা।"
-"তুই কি করে জানলি শালা *****, মা বোন নাই তোর ঘরে ?"
-"আপনার কাছ থেকে এ ধরণের মন্তব্য আশা করিনি। সো স্যাড।"
& একজন রমণীর কমেন্ট,
-"আপনারা কি মেয়েদের নিয়ে একটুখানি পজিটিভ চিন্তা করতে পারেন না ? কেমন মানুষ আপনারা ? ভাবতেও ঘৃণা হয় ! ছিঃ"
.
একটু পরেই ভূপেন স্ট্যাটাসটা ডিলিট করে নতুন করে আপডেট দিলো, শুধু শেষে লিখে দিলো,
"বাণীতে : হুমায়ুন আহমেদ"
একটু পরে আবার শুরু হলো কমেন্টের বন্যা।
-"খাঁটি একটা কথা। হুমায়ুন আহমেদ ঠিক কথাই বলেছেন। তিনি........ব্লা ব্লা ব্লা। "
-"আসলে হুমায়ুন আহমেদ কিভাবে যে এতো গভীরভাবে চিন্তা করতেন, ভাবতেই পারি না।"
-"অসম্ভব সত্যি কথা বলেছেন। বস আসলেই সেইইইই লেভেলের একজন মানুষ। লাভ য়ু বস।"
-"হে হে হে। আহা মধু মধু !!!"
-"আরেহ ! আমিও তো তাই ভাবতাম !!! অবাক লাগছে, এতো বড় একজন মনীষীর সাথে আমার চিন্তাধারা কি দারুণভাবেই না মিলে গেলো। থ্যাংকস ফর দিস পোস্ট।"
& একজন রমণীর কমেন্ট,
-"সত্যি ভাইয়া ! আমিও না কাজল না দিয়ে একদম থাকতেই পারি না !! কেমন জানি লাগে ! নিজেকে আনস্মার্ট মনে হয়।"
.
দিনশেষে,
"The Name matters the most"
"The Brand matters the most"
.
.
#লেখা:
০৯ই ফেব্রুয়ারি, ২০১৭ইং

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসলেই তাই...............

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হুম ভাই :)

২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

বাংলাদেশী জিসান বলেছেন: দারুণ উপস্থাপনা!

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

রিফাত হোসেন বলেছেন: The Brand matters the most!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: হুম ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.