নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন \'বইপোকা\'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম

মুসলিম

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

Come on man!!!!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২৪

আপনার ব্যক্তিগত সমস্যাগুলো সামাজিক মাধ্যমে লিখে সবাইকে জানাচ্ছেন।
কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে কী?
আপনার সমস্যায় অধিকাংশ মানুষেরই কিছু যায় আসে না।
আর বাকী যারা আছে, তারা বরঞ্চ আপনাকে সমস্যায় জর্জরিত দেখলে মানসিক প্রশান্তি পায়।
হ্যা।
এটাই সত্য।
দিনশেষে সবাই আপনার কাজের ফলাফল দেখতে চায়।
দিনের শুরুতে আপনি হোচট খেলেন কী না, দিনের মধ্যভাগে আপনার মাথায় বাজ পড়লো কী না, তা কেউ দেখবে না।
ট্রাস্ট মি!
কেউ না।
সবাই দেখতে চাইবে দিনশেষে আপনি কী করলেন?
যদি আপনি ব্যর্থ হন, তাহলে এই মানুষগুলোই আপনাকে ছুড়ে ফেলে দেবে যেন আপনি ঠুনকো একটা ময়লার ব্যাগ ছাড়া আর কিছুই নন।
ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি?
No way!
Come on man!
It's a waste of time.
Nobody wanna hear it.
সফল হলে এই একই মানুষগুলো আপনার পায়ের তলা চাটতে দ্বিধা করবে না।
সো, ডিসিশন ইজ ইয়োরস।
একজন মানুষ, হ্যা, শুধুমাত্র একজন মানুষই পারে আপনার জীবন বদলে দিতে।
আর সেই মানুষটা আপনি নিজেই।
This world is a playground!
You wanna survive?
You've to play better.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: তাই তো ফেসবুক বন্ধ করে দিছি............... :(

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: যোগাযোগের জন্য রাখা উচিৎ...
কিন্তু সবকিছু শেয়ার করা উচিৎ না

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: কথা তো সত্য বলেছেন।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:২৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খাঁটি কথা।মানুষ বর্তমানে ভার্চুয়াল জগৎটাকে একটু বেশিই প্রায়োরিটি দিয়ে ফেলে।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেছেন: জী ভাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.