নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেলকিবাজের আনন্দধাম

ভেলকিবাজের আনন্দধাম

মুক্তি মণ্ডল

ফুলের গন্ধ থোকা ভেঙে গেলে, জানালায় খোপার আকাশ, ভরে ওঠে পাখিদের টহলে।।\nইমেইল: [email protected]

মুক্তি মণ্ডল › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পর

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:১০

ইঞ্জিন ও মায়াডোর



হরণ করো রাত্রিনদ

জ্বলে উঠুক

অগ্নিমায়ার রেশমিধাম



গূঢ় আকাঙ্ক্ষায়

ফুটুক ছুরিকা

ক্ষুদ্র ক্ষুদ্র টিলার বিষাদ



কামধেনু

মুছে যাওয়া পথের পাশে

দেখো মহিষ

দেখো বদলে যাওয়া রুমাল



পুষ্পরেণু

তছনছ করে

উড়িয়ে নিয়ে চলো

ত্রিশূলে



কুয়াশা দর্পণে

ওইতো কুঞ্জবনের পাখি

ওইতো

কলকবজার ঘর্ষণ



নেচে উঠছে

আমাদের ইঞ্জিন ও মায়াডোর



কাকরোল



ফাঁদ পেতে রেখে ফিরে গেছে, দেহ থেকে মুছে দেয়া

রাত্রি ঢেউ উড়তেছে এখন কার বল্মীকে?

একা একা কি ফিরবে আবারও ফাঁকা বালুভূমে?

সাজিয়ে রাখছি আমি দৃষ্টি-জলাভূমি



জ্বলে উঠছে জানালায় একা একখানা মনুষ্য কাকরোল





মনুষ্যচিন্তার চর্বি



একখানা অস্পষ্ট মুখোশ

একদলা

রক্তমাংসের দর্পণ



ছিটকে পড়েছে মনুষ্যচিন্তার চর্বিতে

গুটি বসন্ত

বিদ্যুৎঝলক



ক্ষুদ্র বেদনার ডানা এখন ক্লান্ত

ঝিরি ঝিরি

হাওয়া বেয়ে উঠে আসছে

অজস্র মস্তক



বিস্মৃতি ঝিঙেফুল



দেখছি শিথিল দেহ



রাজমহিষীর গহনতলে

হঠাৎ লাফিয়ে ওঠে দীর্ঘশ্বাস

রেণুমহল





বধির ভঙিমা



কত কথা বলি

সব হাওয়ায় ভাসে

টগবগে দেহ

তাঁর লাবণ্য ছুঁয়েছে!



কুয়াশার গলিপথে ওই তো ভাঙা পাথর

যোগিনীর খোলা পিঠ

দেহতরঙ্গে জেগে উঠছে কাঠের ফুলকি



বাসনার তলপেটে দেখি মন্দাকিনী

সেজেছে ছুরিকা

তাই উধাও টকটকে স্নেহের ডানা!



রাত্রিশূলে হেসে উঠছে আমার বধির ভঙিমা



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:




বাহ ! সবগুলোই চমৎকার !!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

মুক্তি মণ্ডল বলেছেন: এখানে অনেক কোন লেখা পোস্ট দেওয়া হয় না। খুব অনিয়মিত। বর্তমানে এখানকার সার্বিক অবস্থা বিষয়েও ধারণা খুব ক্ষীণ। আপনাকে কৃতজ্ঞতা আমিনুর রহমান। ভাল থাকবেন।

২| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:





হ্যাঁ দাদা অনেকদিন পরইতো আপনাকে আবারো দেখা গেলো... এটা অবশ্যই আনন্দের...

আর আপনার লিখা নিয়ে এই অধম কি বলবে...


মুক্তি দা'র জন্য
শুভকামনা...

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

মুক্তি মণ্ডল বলেছেন: অদৃশ্য আপনি কেমন আছেন? দেখি আবারও নিয়মিত এখানে আসা যায় কী না...

আপনার লেখালেখির কি খবর আমি জানি না। আশা করি সব ঠিকঠাক চলছে। ভাল থাকবেন অদৃশ্য।

৩| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১২

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

মুক্তি মণ্ডল বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা। ভাল না লাগাটাও জানাবেন। ভাল থাকবেন।

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭

আমিনুর রহমান বলেছেন:




নিয়মিত হবেন সেই আশায় রইলাম। আপনিও ভালো থাকুন সর্বদা।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

মুক্তি মণ্ডল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার অনেক কবিতাই পড়া হয় ৷ বেশ অনেকদিন পর আসলেন কিছু উপহার দিলেন ৷

ভাল লাগল ৷ ভাল থাকবেন ৷

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৭

মুক্তি মণ্ডল বলেছেন: লেখা পাঠ করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে, আলজাহাঙ্গীর।

৬| ২১ শে মে, ২০১৪ রাত ৮:১০

আহসান জামান বলেছেন:
আপনার এই "ফেরা" খুব ভালো লাগছে আমার। ফিরলে খুবই ভালো লাগবে। আমি এখনও আছি।

কবিতাগুলো চমৎকার।

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

মুক্তি মণ্ডল বলেছেন: জামান ভাই, অশেষ ধন্যবাদ। আপনার লেখা বহুদিন পড়া হয়না। পড়তে চাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

রাজসোহান বলেছেন: কবিতা পড়ার সময় ঘোরগ্রস্ত ছিলাম।

ব্লগে কি একদমই আসেন না এখন মুক্তিদা :)

২২ শে মে, ২০১৭ সকাল ৮:৫২

মুক্তি মণ্ডল বলেছেন: অনেক দিন আসা হয়নি, এখন থেকে আসার চেষ্টা থাকবে। আপনি নিশ্চয় ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.