নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

মানুষ বানরের এত মিল : বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে কিছুক্ষণ!

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬



বড়টা মানুষের আর ছোটটা বানরের কঙ্কাল। আজকাল মানুষ আর বানরের কার্যকলাপে কেন তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তার অবাক করা একটা জবাব আছে এখানে! মানুষ আর বানরের কঙ্কালের মিলটা অসাধারণ! বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের এই কঙ্কাল দুইটার দিকে অনেক ক্ষণ তাকিয়ে থেকেও খুব একটা অমিল খুঁজে পেলাম না! আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলে আমার বড় হয়ে মানুষ আর বানরের তফাৎ করতে শিখুক!!

মনে পড়ে ২ যুগেরও বেশি সময় আগে, স্কুলে পড়ার সময় ঢাকায় বেড়াতে এলে, একবার মেজ চাচা নিয়ে গিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে। আজ ছেলে রামিন কে নিয়ে গিয়েছিলাম। আগারগাঁও এলাকায় বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই যাদুঘরে আছে চমৎকার শিক্ষামূলক সব সংগ্রহ, বিনামূল্যে পাওয়া যায় দ্রুতগতির wifi ইন্টারনেট. প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা! এনালগ কম্পিউটার, বিটিভির বিশাল ক্যামেরা, বিশাল কিবোর্ড, বিমানের ইঞ্জিন আর তিমির বিশাল কঙ্কাল দেখে দারুণ শিহরিত আমি। কিন্তু চারদিকে অযত্ন অবহেলার ছাপটা বেশ স্পষ্ট। অনেক গুলো আইটেমে ময়লা, ধুলোবালির আস্তরণ। দর্শনার্থীদের কে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেয়ার জন্য প্রায় প্রত্যেক গ্যালারিতে আছে গাইড, কিন্তু তাদেরকে চেয়ার থেকে উঠতে দেখলাম না। ভিতরটা বেশ গরম, অনেক ফ্যান বন্ধ। একটু নজর দিলে সবার জন্য দারুণ আকর্ষণীয় হতে পারে এই প্রতিষ্ঠানটি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩

আহলান বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.