নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

ভুলেই গেছেন, কী অদ্ভূত! ঘুষ নেয় না মৃত্যুদূত!!

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫

সাব্বাস, ভেরি গুড, ওয়েল ডান
খাচ্ছেন, খান, খেয়েই যান!
রুটি বিসকুট পরোটা, শুল্ক মুক্ত গাড়িটা
স্কুল কলেজ মাদ্রাসাটা, প্রতিবেশীর বাড়িটা
প্লট ফ্ল্যাট বাজারটা, আছে সোর্স হাজারটা
বুদ্ধিজীবীর মাথাটা, আম জনতার শক্তিটা
যা করছেন করেই যান, রেডি থাকবেন, জেনে যান
হিসাব হবেই, পরিষ্কার
কী কেড়েছেন, কত কার?
ভুলেই গেছেন, কী অদ্ভূত!
ঘুষ নেয় না মৃত্যুদূত!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

অন্তু নীল বলেছেন: এক কথায় অসাধারণ।
এত ছোট্টো কয়েকটি লাইনের মাধ্যমে অনেক বড় বিষয় তুলে ধরেছেন।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

করুণাধারা বলেছেন: ভুলেই গেছেন, কি অদ্ভুত!
ঘুষ নেয় না ম্রিত্যুদূত!!

মাত্র আটটা শব্দের কি অদ্ভুত ব্যঞ্জনা ! মাথায় গেঁথে গেল। অসাধারন।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৩

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪

আছির মাহমুদ বলেছেন: অপূর্ব!

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
ঘুষ নেয় না মৃত্যুদূত!!


চিরন্তন সত্য। সবকিছু ঠেকানো গেলেও মৃত্যুকে ঠেকানোর সাধ্য কারোরই নেই।

+++

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৫

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫২

জুন বলেছেন: এটা কি তাদের মন বা মাথায় কিছুটা হলেও দাগ কাটে ? আমার মনে হয় না । কাদের জনন এত দুরনীতি !!
আজ পেপারে পড়লাম একজন উচচ পদের সরকারী চাকুরে কি এক সরকারী অনুষঠানেই মারা গেছে। আগে হলে খারাপ লাগতো। এখন পড়ার সাথে সাথেই মনে হলো অতিরিকত ঘুষ খেয়ে মারা গেছে। একটুও খারাপ লাগলো না ।
অসাধারন কবিতায় ভালোলাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.