নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

টাংগাইল যাব, সহযোগিতা চাই

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

টাংগাইল যাব আগামীকাল। সহজে, একটু আরামে কিভাবে যাওয়া যায়। ভাল ব্যাসের নাম, কথা থেকে যায় জানালে কৃতজ্ঞ থাকব। সবচেয়ে বেশি দরকার, একটা ভাল মানের হোটেলের খোঁজ।

ধন্যবাদ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

সেলিম৮৩ বলেছেন: অাপনি কোথা থেকে টাঙ্গাইল যাবেন তা উল্লেখ করেননি।
যদি ঢাকার ভেতর থেকে যাত্রা করেন তবে মহাখালী বাসস্ট্যান্ট থেকে অনায়াসে যেতে পারবেন। ভালো মানের বাস সার্ভিস পেতে হলে গাবতলী যেতে হবে।
অামার জানা মতে, অনেক ভালো মানের হোটেল অাছে টাঙ্গাইলে। যদিও অামি টাঙ্গালের অধিবাসী নই।
*Palash house / night gandha residential hotels
Mosque Road, Tangail
phone: 0921-53154

* Al Faisal Hotel Residential
Mosque Road, Tangail
phone: 0921-53918

* Hotel drim touch (residential)
Madhupur, Tangail
phone: 01717218799
এখান থেকে অাপনি যে কোন একটিতে ভালো পরিবেশে থাকতে পারেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

ভ্রান্ত_পথিক বলেছেন: কমলাপুর থেকে সকালে ধুমকেতু, একতা, সুন্দরবন, অগ্নিবীণা বা যমুনায় চড়ে এলেঙ্গা স্টেশনে নেমে যাবেন। সেখানেও ভালো হোটেল পাবেন। তবে বাসে করে টাঙ্গাইল গেলে ১০-১৫ মিনিট লাগবে।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

বিজয়ের আত্মচিৎকার বলেছেন: আপনি যদি বাসে যেতে চান, তাহলে মহাখালি থেকে সকাল-সন্ধ্যা এসি বাসে যেতে পারেন.। আর যদি ট্রেনে যেতে চান, তাহলে কমলাপুর থেকে দুপুর ২ টা ৪০ এ সিল্কসিটি ট্রেনে যেতে পারেন .। ধন্যবাদ

৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

জাহিদ বেস্ট বলেছেন: গাবতলী থেকে সকাল সন্ধা এসি বাস আছে, ভাড়া ২৫০ টাকা। মহাখালী থেকে আছে নিরালা সুপার সার্ভিস নন এসি, তবে ভাল। ভাড়া পড়বে ১৬০ টাকা। আর ট্রেনে আসলে কমলাপুর, এয়ারপোর্ট যেকোন জায়গা থেকে উঠতে পারবেন। কয়েকটি ট্রেন আছে। সকালেও আছে, দুপুর ২.৪০ মিনিটে আছে সিল্কসিটি, সন্ধা ৭.৪০ আছে সুন্দরবন। আরো আছে কয়েকটি। ট্রেনে ২-২.৩০ ঘন্টা লাগবে। আর বাসে ট্রেনের চেয়ে সময় বেশি লাগবে।

টাংগাইল এ অনেকগুলো ভালমানের হোটেল আছে। আপনি যদি বাস থেকে সোজা পুরান বাসস্ট্যান্ড এ নামেন, ওখানেই হবিবর রহমান প্লাজার সাথেই আছে ব্যুরু বাংলাদেশ এর একটা মানসম্মত রেস্ট হাউজ। ওখান থেকে টাংগাইল এর যেকোন জায়গায় মুভ করতে আপনার সুবিধা হবে। মসজিদ রোডে পলাশবাড়ি নামের একটা হোটেল আছে। ঐটাও ভালো। আরো অনেক আছে। প্রয়োজন হলে ফোন দিয়েন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.