নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্রিয়া

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

হিসেব মিলে না! পাশের মহল্লার মসজিদটা কিছুদিন আগেও ছিল, এক তলা। এখন পাঁচতলা এই মসজিদেও জুম আ নামাযে স্থান সঙ্কুলান হয় না। কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় একটা শপিং মোলে দেখলাম; পুরো ফ্লোর শুধু বোরখা আর হিজাবের দোকান! কিন্তু কমেছে অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার এই শহরে?

মুসলমান ছেলে ধর্ষণের সেঞ্চুরির উৎসব করলে ধর্ম যায় না, হজ্ব নিয়ে নয়ছয় হলে ধর্ম যায় না, ধর্মীয় নেতার হোটেলে অসামাজিক কাজ হলে ধর্ম যায় না, হুজুর বলৎকার করলে ধর্ম যায় না, ধর্মের নামে অবৈধ ব্যবসায় ধর্ম যায় না, ইফতারে ভেজাল দিলে ধর্ম যায় না, নেতার ছেলে হোটেলে মাস্তি করলে ধর্ম যায় না, অফিস আদালতে ঘুষের মচ্ছব চললেও ধর্ম যায় না, রাষ্ট্রের টাকা হরিলুট হলেও ধর্ম যায় না, মসজিদ মাদ্রাসার নামের প্রকল্প করে টাকা খেয়ে ফেললেও ধর্ম যায় না!

অন্য ধর্মের দুর্বল কারো ফেসবুকে কোন কিছু লেখা হয়েছে গুজব ছড়ালেই ধর্মের অবমাননা!! গরিব এক হিন্দুর বাড়িতে হামলে পড়তে হয় হাজার হাজার তোউহিদি জনতার!

ইসলামের বড় শত্রু এখন কিছু মূর্খ, গোয়ার, ধর্ম ব্যবসায়ী, মেরুদণ্ডহীন, মুসলমানই!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আসল ভন্ড আর নির্বোধ হলো ধার্মিকেরা।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

করুণাধারা বলেছেন: ভাবনা আর লেখনীতে তার প্রকাশ - দুটোই ভাল লাগল। কিন্তু এমন চমৎকার পোস্ট এত কম পঠিত হয় কেন!!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম,

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা হলো অন্য ধর্মের কেউ যদি অবমাননা করে সেটাকে গায়ে মাখার কী দরকার? ও তো আর মুসলিম না। কবে যে এরা মানুষ হবে। তবে আইনের প্রয়োগও ঠিক মত করা উচিত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.