নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

নদীর কাছে ঋণ

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/MunirevSuprokash/MunirevSuprokash-1513858486-4af94c5_xlarge.jpg
ছোট নদীটার কাছে আমার অনেক বড় ঋণ! সাঁতার শিখেছি এই নদীতেই, কাক্কু আমাকে সাঁতার শিখিয়েছে এই নদীতে। ছট বেলায় কতো দিন, কতো রাত এই নদীতে মাছ ধইরা দেখেছি। কাক্কু ছোট একটা ডিঙ্গি নৌকা করে মাছ ধরতে যেত, সঙ্গে আমিও যেতাম প্রায়ই। এই সময়ের অনেকে বিশ্বাস করতে চাইবে না যে রাতে নৌকার উপর থেকে আগুন ধরলেই পানি থেকে মাছ লাফিয়ে উঠতো নৌকায়! আমি প্রায়ই নৌকায় ঘুমিয়ে যেতাম, বোয়াল মাছটা ধরার সময় আমাকে ঘুম থেকে জাগিয়ে না দেয়ায় কাক্কুর সঙ্গে রাগ বা অভিমানও করেছি কতো! শীতের সকালে নদীর পাড়ে বসে দেখতাম হাওর এলাকা থেকে নৌকা ভর্তি মাছ নিয়ে যাওয়া হতো, পুরো নৌকা হয়ে থাকতো রুপালী রঙে! কনকনে শীতে খালি গায়ে ধুমসে নৌকা বেয়ে যাওয়া মাঝিরা ছিল আমাদের কাছে রীতিমতো তারকা! চৈত্রের শুকনো সময়ে নদীর পাড়ে বসে দোয়া করতাম কখন বড় কোন নৌকা পানি স্বল্পতায় আটকে যাবে! নৌকা আটকে গেলেই আমাদের সুবিধা! নৌকা একটু ঠেলে দিলেই বিনিময়ে বরই বা অন্যকোন ফল বা বড় একটা মাছ! শুকনো মৌসুমে নদীর কাছাকাছি পাওয়া এটেল মাটি দিয়ে বানিয়েছি কত কিছু! গুন টেনে যাওয়া মাঝির সঙ্গে গল্প করতে করতে হেঁটে গেছি অনেক পথ, এমনিতেই! বছরে একবার নিয়ামতপুরে মামা বাড়ি যেতাম নৌকা করেই! ছোট নৌকায় কাঁথা বালিশ, খাবার দাবাড় নিয়ে সবাই মিলে যাত্রা, সারাদিন লেগে যেত হাতে বাওয়া নৌকায় মামা বাড়ি যেতে। সে কি আনন্দ!
মিনিট খানেক দাঁড়িয়েছিলাম আজ, চুপচাপ। কত কথা মনে পড়ছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: নদীর পানিতে রাতে আগুন ধরলেই মাছ নৌকায় লাগিয়ে উঠে এমন জানা ছিলোনা।

মধুর সব স্মৃতি।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: দারুণ বর্ননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.