নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

মহাপ্রাচীরে মহাবিস্ময়

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

গত ২৭ জুন গিয়েছিলাম মধ্যযুগের অন্যতম আশ্চর্য স্থাপনা এই মহাপ্রাচীরে। অবাক বিস্ময়ে দেখেছি আর মুগ্ধ হয়েছি। আমার আন্তরিক শ্রদ্ধা জেগেছে সবার আগে এর স্বপ্নটা যিনি দেখেছিলেন, তাঁর প্রতি। কত বড়- কত বিরাট মনের মানুষ হলেই কেবল এই বিশাল কর্মযজ্ঞের চিন্তা আসতে পারে! কী দারুণ মানুষ তিনি! প্রায় ৩ হাজার বছর আগে প্রায় ৯ হাজার কিলোমিটার লম্বা দেওয়াল নির্মাণ, তাও আবার পাহাড়ের উপর দিয়ে! অবশ্য এর জন্য হারাতে হয়েছে প্রায় ১ লাখ প্রাণ! আমরা আজ গিয়েছিলাম পর্যটকদের প্রধান আকর্ষণ বাদালিং পয়েন্ট দিয়ে। এই পয়েন্ট দিয়ে নাকি বিশ্বের প্রায় ৩০০ রাষ্ট্র বা সরকার প্রধান ঘুরে দেখেছেন এই স্থাপনা। অবাক হতে হয় এর নির্মাণ শৈলী দেখে, পাহাড়ের উপর একটু একটু পর বিশ্রাম নেওয়ার জায়গা আছে, প্রচণ্ড আরামদায়ক ঠাণ্ডা সেই বাতাস। উপরে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে এখানেই এখন বিশ্রাম নেয় সবাই, আমরাও যেমন নিয়েছি।

চীনের কৃষি মন্ত্রণালয়ের আমন্ত্রণে একটি সভায় যোগ দিতে গিয়েছিলাম সেখানে। দেখছি চীনের ছেলেমেয়েদের হাতে হাতে মোবাইল। না, এরা ফেসবুকে মত্ত নয়! এরা ব্যস্ত উই চ্যাট নিয়ে, এখানে ফেসবুক নিষিদ্ধ, বন্ধ গুগলের সব সেবাও! ছেলেমেয়েদের প্রায় সবাইকেই দেখছি, প্রচুর ভিডিও দেখছে মোবাইলে!

চাইনিজরা ইংরেজি জ্ঞানের থুরাই কেয়ার করে! এদের ইংরেজি চাইনিজ থেকে কঠিন মনে হয়! হোটেল রেসেপশানের মেয়েটা একটা ছোট যন্ত্র নিয়ে বসে আছে, আমরা ইংরেজি বললে যন্ত্র তা চীনা ভাষায় শোনায়, আবার রেসেপশানিস্ট চীনা ভাষায় কথা বললে যন্ত্র তা আমাদের ইংরেজিতে শোনায়! যে ড্রাইভার আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে এসেছে তার সঙ্গে তো বাংলাতেই কথা বল্যতে হলো! আমরা বাংলায় বলি আর তিনি বলেন চায়না ভাষায়! হোটেল রুমের টিভি আর এসি রিমোট চালাচ্ছি আন্দাজের উপর, কারণ সব বাটন চায়না! একটা গল্প মনে পড়লোঃ চীনের প্রেসিডেন্টের সঙ্গে ক্লিনটনের দেখা হওয়ার সময় চীনের প্রেসিডেন্ট How are you বলতে গিয়ে বলে ফেলেন, who are you? বুঝতে পেরে মুচকি হেসে ক্লিনটন বলেছিলেন, I am Hilary"s husband! প্রতি উতরে চীনের প্রেসিডেন্ট বলেন, Me Too! তাঁকে যা শিখিয়ে দেওয়া হয়েছিলো তা তিনি অক্ষরে অক্ষরে বলে ছেড়েছিলেন!!
(ভাবছি একটা ভ্রমণ কাহিনী লিখেই ফেলবো!)

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখাটি খুবই সংক্ষিপ্ত। চীনের মহাপ্রাচীর নিয়ে লিখলে আরও কিছু লেখা দরকার ছিল।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ, বিস্তারিত একটা লেখা তৈরি করছি।

২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

তারেক ফাহিম বলেছেন: আরও কিছু ছবি দেখার ইচ্ছে জাগলো।

মাত্র ২টি ছবি :D

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ। একটা বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা লেখার চেষ্টা করছি, পারলে ছবি আরও দেব ইনশাল্লাহ !

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: আরও কিছু তথ্য দিতে পারতেন। আরও কয়েকটা ছবি।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: জ্বী, পুর্ণাংগ একটা ভ্রমণ কাহিনী লিখতে চেষ্টা করবো। সেখানে আরও কিছু ছবি দেব আশা করি, ইনশাল্লাহ

৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: চীনের প্রাচীর দেখতে দেখতে হোটেলের রিসেপশনে যন্ত্রের দোভাষীর কাজ করে দেওয়া ও চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতির কথোপোকথন বেশ ভালো লাগলো। আর আপনি একটি ভ্রমন কাহিনী লিখুন, প্লীজ। আমরা আপাতত ফেবু ও গুগুল নিষিদ্ধ দেশ সম্পর্ক অনেক কিছু জানতে পারবো।

পাশাপাশি আপনার যে উদ্দেশ্যে যাওয়া, অর্থাৎ কৃষি সম্মেলন সম্পর্কেও উভয় দেশের একটি তুল্যমূল্য আলোচনা পোষ্ট দিতে পারেন।

অনেক শুভেচ্ছা ভাই আপনাকে ।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ সবগুলো বিষয় নিয়ে একটা লেখা লিখতে পারবো!

৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: ভ্রমন কাহিনি টা লিখলে মন্দ হয় না।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা।

৬| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

কাইকর বলেছেন: সুন্দর

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ারে মুগ্ধ হয়েছি। আসলেই এই স্থাপনার জুড়ি নেই। চাইনিজ জাতির নিজেদের সংস্কৃতি প্রীতি মুগ্ধ করে যায় সবাইকে। ওদের কালচার ওরা ভালবাসে প্রাণ ভরে। ওদের মত এত আপন করে নিজেদের সংস্কৃতি কেউ আগলে রাখেনি। ওদের পদ্ধতি অনুকরণীয়! লেখার শেষ অংশের কৌতুকে মজা পেলাম! ধন্যবাদ!

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা

৮| ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৩

জগতারন বলেছেন:
চিনের মহাপ্রাচীর !
সত্যি এক বিস্ময় !!

৯| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



খুব উপভোগ্য। প্রকাশভঙ্গি অভিনব। অভিনন্দনযোগ্য। অনেক ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.