নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

ও জনতা, জাগবা কবে? (পুনর্পাঠ)

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

ও জনতা, জাগবা কবে?
তোমার এই ঘুম, ভাঙ্গবা কবে?
ভেঙ্গে যে যায় সব কিছু,
তুমি তবুও লোভের পিছু!

তোমার ঘরে আগুন দিয়ে, ভিন দেশে মহল উঠছে
তোমার নামেই জোর জুলুমে, রাজার প্রাসাদ হাসছে!
শান্তির ধর্ম অস্ত্র হয়, তোমার ঘর জ্বলছে
বক ধার্মিক ধর্ম বেচে, তোমারই দেশ পুড়ছে!
তোমার রক্ত ঘাম হয়ে যায়, তোমার নেই মুক্তি
রুখে দিলেই টের পেতে হায়, তুমিই আসল শক্তি!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কি আইনের শাসন আছে????

২| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঘুমের ঘোরেই পড়বে মারা
জেগে ঘুমিয়ে রয় যারা
বিবেক টারে বন্দী রেখে
সন্ধি করে আপোষের

হায় ভাবতি যদি মরণ একবার
ব্যবধানটা মূল্যায়নের
ইজ্জতের না লান্নতের
ভাবলে পেতে সমাধান তার।

বীর মরে একবার
কাপুরুষে বারবার।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: মুনিরেভ সুপ্রকাশ ,



জনতা জাগবেনা । জনতাকে "ভোট" নামের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে । যারা এতো আফিমের পরেও জেগে আছে তারা আপনার কথামতো - তুমি তবুও লোভের পিছু ...র টানেই জেগে আছে ।

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: ভূমিকম্প হলে জাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.